চেন্নাই: এই মাঠেই প্রথমবার আইপিএল (IPL 2024) জয়ের স্বাদ পেয়েছিল কলকাতা নাইট রাইডার্স (KKR vs SRH)। ১২ বছর আগে, ২০১২ সালের ২৭ মে মহেন্দ্র সিংহ ধোনির প্রবল পরাক্রমী চেন্নাই সুপার কিংসকে তাদের ডেরায় গিয়ে হারিয়ে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। চিপকের সেই ফাইনালে রান তাড়া করে ৫ উইকেটে ম্যাচ জিতেছিল কেকেআর। ফের সেই মাঠে আইপিএল ফাইনাল খেলতে নামছেন নাইটরা। আর ১২ বছর পরের সেই ফাইনালেও রান তাড়া করার সুযোগ নাইটদের সামনে।


আইপিএল ফাইনালে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)। শুরুতে ফিল্ডিং করবে কেকেআর। টসের কয়েন ছুড়েছিলেন কেকেআর আধিনায়ক শ্রেয়স আইয়ার। টসের সময় এক আজব কাণ্ড ঘটান তিনি। এর আগে মুদ্রায় চুমু খেয়ে কয়েনটি ছুড়তে দেখা গিয়েছিল তাঁকে। বিড়বিড় করে প্রার্থনাও করতে দেখা গিয়েছে টসের সময়। রবিবার টসের কয়েনটি ছুড়েই একপাক ঘুরে যান। যদিও তাতে টসভাগ্য ফেরেনি। হেড কল করে জিতে যান কামিন্স। তবে শ্রেয়স পরে জানান যে, টস জিতলে ফিল্ডিংই নিতেন তাঁরা।


২০১৪ সালের আইপিএলেও পাঞ্জাব কিংসের বিরুদ্ধে রান তাড়া করেই চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। এবার রান তাড়া করেই ট্রফির হ্যাটট্রিক করার সুযোগ। এবারের আইপিএলে রান তাড়া করে সব ম্যাচ জিতেছেন নাইটরা।


আইপিএলের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়েছিল কেকেআর। পরের দুই ম্যাচে তারা হারায় আরসিবি ও দিল্লি ক্যাপিটালসকে। তবে চতুর্থ ম্যাচে সিএসকে-র কাছে হেরে যায় নাইটরা। পরের ম্যাচে ঘরের মাঠে লখনউকে হারায় কেকেআর। তার পরের ম্যাচে ইডেনে হেরে যায় রাজস্থানের কাছে। এরপর আরসিবিকে হারায় কেকেআর। পরের ম্যাচে ২৬১ রান তুলেও হেরে যায় পাঞ্জাব কিংসের কাছে। তারপর দিল্লি ক্যাপিটালস, মুম্বই ইন্ডিয়ান্সকে দুবার ও লখনউ সুপার জায়ান্টসকে হারা কেকেআর। গুজরাত টাইটান্স ও রাজস্থানের সঙ্গে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে কোয়ালিফায়ার ওয়ানে খেলে কেকেআর। সেই ম্যাচে হায়দরাবাদকে হারিয়ে ফাইনালে ওঠেন শ্রেয়স আইয়াররা।


পয়েন্ট টেবিলের দুই নম্বরে শেষ করেছিল সানরাইজার্স হায়দরাবাদ। প্রথম ম্যাচে তারা কেকেআরের কাছে হেরে যায়। তারপর মুম্বই ইন্ডিয়ান্সকে হারালেও পরের ম্যাচে হেরে যায় গুজরাতের কাছে। তারপর পরপর ৪ ম্যাচ জেতেন প্যাট কামিন্সরা। হারান চেন্নাই সুপার কিংস, পাঞ্জাব কিংস, আরসিবি ও দিল্লি ক্যাপিটালসকে। এরপর আরসিবি ও সিএসকের কাছে হারতে হয় হায়দরাবাদকে। পরের ম্যাচে রাজস্থানকে হারালেও ফের হারতে হয় মুম্বই ইন্ডিয়ান্সের কাছে। তারপর লখনউকে হারান কামিন্সরা। গুজরাতের সঙ্গে পরের ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যায়। পরের ম্যাচে পাঞ্জাব কিংসকে হারায় হায়দরাবাদ। যোগ্যতা পায় প্লে অফের। কোয়ালিফায়ার ওয়ানে কেকেআরের কাছে হেরে যান কামিন্সরা। কোয়ালিফায়ার টু-তে রাজস্থানকে হারিয়ে ফাইনালে হায়দরাবাদ।


আরও পড়ুন: সুস্থ শাহরুখ থাকছেন চেন্নাইয়ে আইপিএল ফাইনালে! দলকে জানিয়ে দিলেন, 'ম্যায় হুঁ না...'


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।