বেঙ্গালুরু: বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ইন্ডিয়া 'এ' বনাম ইন্ডিয়া 'বি'-র দলীপ ট্রফি (Duleep Trophy 2024) ম্যাচ আয়োজিত হচ্ছে। সেই ম্যাচে ঘরের ছেলে কেএল রাহুল (KL Rahul) মাঠে নামতেই উঠল ধ্বনি। মাঠে উপস্থিত একদল সমর্থক রাহুলকে দেখেই ভবিষ্যৎ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) অধিনায়কের রব উঠে।


ইন্ডিয়া 'এ'-র হয়ে মাঠে নেমেছিলেন রাহুল। ম্যাচের তৃতীয় দিন তারকা ক্রিকেটার মাঠে নামতেই একদল সমর্থককে 'আরসিবি অধিনায়ক, কেএল রাহুল' বলে ধ্বনি তোলেন। সেই ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।  


 






 


লখনউ সুপার জায়ান্টস কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কাকে আইপিএলের এক ম্যাচ শেষে প্রকাশ্যেই কেএল রাহুলকে ভর্ৎসনা করতে দেখা যায়। তারপর থেকেই রাহুলের দল ছাড়ার জল্পনা শুরু হয়। সানরাইজার্স হায়দরাবাদের কাছে ১০ উইকেটে হারের পরেই ক্ষুব্ধ সঞ্জীব গোয়েঙ্কাকে মাঠেই রাহুলের ওপর ফেটে পড়তে দেখা যায়। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান বহু প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটাররা। এরপর রাহুলের ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছেই। 


সেই জল্পনার মধ্যে অন্যতম হল রাহুলের আরসিবিতে প্রত্যাবর্তন। ফাফ ডু প্লেসি সাম্প্রতিক সময়ে আরসিবির অধিনায়কের দায়িত্ব পালন করলেও, দলকে খেতাব এনে দিতে পারেননি। আসন্ন মরশুমের জন্য প্রোটিয়া তারকাকে রিটেন করা হবে না বলেই খবর। সেই সুযোগে রাহুলকে অধিনায়ক হিসাবে নিজের শহরের ফ্র্যাঞ্চাইজি ফিরতে দেখা যেতে পারে বলে কানাঘুষো শোনা যাচ্ছে। তবে ইতিমধ্যেই রাহুলের সঙ্গে কিন্তু সঞ্জীব গোয়েঙ্কা দেখে করেছেন। জাহির খানকে দলের মেন্টর হিসাবে ঘোষণা করার অনুষ্ঠানে সঞ্জীব গোয়েঙ্কা জানান রাহুল তাঁর পরিবারের মতো। তবে তাতে জল্পনা কমছে না।


অপরদিকে, দলীপ ট্রফিতে এদিন রাহুলের থেকে অনেক প্রত্যাশা থাকলেও, সেই প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হন রাহুল। তিনি ১১১ বলে ৩৭ রান করেন। তবে চাপের মুখে সেট হয়েও বড় রান না পাওয়ায় তাঁর দিকে খানিক কটাক্ষও ধেয়ে আসে। তৃতীয় দিনের লড়াই শেষে ইন্ডিয়া 'বি' আপাতত ২৪০ রানে এগিয়ে।     


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: হিন্দু মহাসভার তরফে বিক্ষোভের ডাক! বদলে যেতে পারে ভারত-বাংলাদেশ টেস্ট ম্যাচের ভেন্যু?