আবু ধাবি: আইপিএল-এ (IPL 2022) কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders), ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (Caribbean Premier League) ত্রিনবাগো নাইট রাইডার্স (Trinbago Knight Riders), মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) মেজর লিগ ক্রিকেটে (Major League Cricket) এল এ নাইট রাইডার্সের (LA Knight Riders) পর এবার সংযুক্ত আরব আমিরশাহির টি-২০ লিগেও (UAE T-20 League) দল কিনল শাহরুখ খান-জুহি চাওলার মালিকানাধীন নাইট রাইডার্স গ্রুপ। দলটির নাম দেওয়া হয়েছে আবু ধাবি নাইট রাইডার্স (Abu Dhabi Knight Riders)।
সংযুক্ত আরব আমিরশাহির টি-২০ লিগ
সংযুক্ত আরব আমিরশাহির টি-২০ লিগে ৬টি দল আছে। প্রথম মরসুমে ৩৪টি ম্যাচ হবে। এ বছরের শেষদিকে হবে এই লিগ। ৬টি দলের মধ্যে পাঁচটিরই মালিক ভারতীয়। রিলায়েন্স ইন্ডিয়া লিমিটেডের অধীনস্থ সংস্থা রিলায়েন্স স্ট্র্যাটেজিক বিজনেস ভেঞ্চারস, আদানি গ্রুপ, জিএমআর গ্রুপ, কেপরি গ্লোবাল আগেই আমিরশাহির টি-২০ লিগে ফ্র্যাঞ্চাইজি কিনেছিল, এবার নাইট রাইডার্সও নিজেদের দল নামাচ্ছে।
নাইট রাইডার্সের নতুন ফ্র্যাঞ্চাইজি
আবু ধাবির দল প্রসঙ্গে নাইট রাইডার্সের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘গত এক দশকেরও বেশি সময় ধরে টি-২০ ক্রিকেটে নাইট রাইডার্সের নাম ঘরে ঘরে পৌঁছে গিয়েছে। ২০০৮ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্স গঠন করার পর নাইট রাইডার্স ২০১৫ সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনবাগো নাইট রাইডার্সের মালিক হয়। সম্প্রতি নাইট রাইডার্স গ্রুপ মার্কিন যুক্তরাষ্ট্রে মেজর লিগ ক্রিকেটে বিনিয়োগ করেছে। গ্রেটার লস অ্যাঞ্জেলেস অঞ্চলে ফ্র্যাঞ্চাইজি গঠন করার ইচ্ছাপ্রকাশ করেছে নাইট রাইডার্স। এবার সংযুক্ত আরব আমিরশাহির টি-২০ লিগেও ফ্র্যাঞ্চাইজির মালিক হল নাইট রাইডার্স।’
কী বললেন শাহরুখ খান?
শাহরুখ খান বলেছেন, ‘গত কয়েক বছর ধরেই আমরা আমরা বিশ্বজুড়ে নাইট রাইডার্স ব্র্যান্ড ছড়িয়ে দিচ্ছি। সংযুক্ত আরব আমিরশাহিতে টি-২০ ক্রিকেটে কী সুযোগ আছে, সেদিকেও আমাদের নজর রয়েছে। সংযুক্ত আরব আমিরশাহির টি-২০ লিগের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা খুশি। কোনও সন্দেহ নেই, এই লিগ দারুণ সাফল্য পাবে।’
আমিরশাহি টি-২০ লিগের চেয়ারম্যান খালিদ আল-জারুনি বলেছেন, ‘নাইট রাইডার্স গ্রুপ সংযুক্ত আরব আমিরশাহির টি-২০ লিগে যোগ দেওয়ায় আমরা খুশি। বিশ্বের বিভিন্ন দেশে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সঙ্গে যুক্ত নাইট রাইডার্স। টি-২০ ক্রিকেটকে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে নাইট রাইডার্সের বড় ভূমিকা আছে।’