নয়াদিল্লি: এক দল টানা চার ম্যাচ জিতে এবারের আইপিএল মরশুমের (IPL 2025) শুরুটা ভালই করেছিল। তবে বিগত তিন ম্যাচে দুই পরাজয়ের ফলে তাদের খানিকটা চিন্তা বেড়েছে। অপরদিকে, আরেক দল গত বারের চ্যাম্পিয়ন। হ্যাঁ, কথা হচ্ছে দিল্লি ক্যাপিটালস ও কলকাতা নাইট রাইডার্সের (DC vs KKR)। কেকেআরের গত ম্যাচ ভেস্তে যাওয়ায় পরিস্তিতি এমনই হয়ে দাঁড়িয়েছে যে প্লে-অফে পৌঁছতে নাইটদের কার্যত সব ম্যাচই জিততে হবে। এমন অবস্থাতেই আজ দুই দল কিন্তু একে অপরের বিরুদ্ধে মাঠে নামছে।
আজ আইপিএলে কোন দুটো দল মুখোমুখি হবে?
আইপিএলে আজ চেন্নাই সুপার কিংস বনাম কলকাতা নাইট রাইডার্সের ২২ গজের লড়াই।
কোথায় খেলা হবে দিল্লি ক্যাপিটালস বনাম কেকেআরের দ্বৈরথ?
আজ দিল্লি ক্যাপিটালস নিজেদের ঘরের মাঠ অরুণ জেটলি স্টেডিয়ামে কেকেআরের বিরুদ্ধে ম্যাচ খেলতে নামবে।
কখন শুরু হবে দিল্লি ক্যাপিটালস বনাম কেকেআরের লড়াই?
২৯ এপ্রিল, বুধবার খেলা শুরু হবে সন্ধে ৭.৩০ টায়, টস হবে তার ৩০ মিনিট আগে অর্থাৎ সন্ধে সাতটায়।
কোথায় দেখবেন দিল্লি ক্যাপিটালস বনাম কেকেআরের ম্যাচ?
আইপিএলে দিল্লি ক্যাপিটালস বনাম কেকেআরের ম্যাচটি দেখতে পাওয়া যাবে জিও স্টার নেটওয়ার্কে।
অনলাইনে কীভাবে দেখবেন এই খেলা?
টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। জিও স্টার অ্যাপ এবং ওয়েবসাইটে দেখা যাবে দিল্লি ক্যাপিটালস বনাম কেকেআরের ম্যাচ।
হেড-টু-হেড
আইপিএলের মঞ্চে কেকেআর ও দিল্লি ক্যাপিটালস মোট ৩৪ বার একে অপরের মুখোমুখি হয়েছে। পরিসংখ্যান কিন্তু কারুর দিকেই খুব একটা বেশি হেলে নেই। কেকেআর মুখোমুখি লড়াইয়ে ১৮ বার জিতেছে ও ক্যাপিটালস ১৫ বার জয়ের হাসি হেসেছে। একটি ম্যাচ টাই হয়েছে।
পিচ পরিস্থিতি
আরসিবির বিরুদ্ধে ম্যাচের পর জানা যায় যে আরসিবি দলে যেহেতু বড় শট মারতে পটু একাধিক তারকা রয়েছেন, তাই দিল্লি ক্যাপিটালস নিজেদের ঘরের মাঠে তুলনামূলক মন্থর গতির পিচে খেলার বিকল্পই বেছে নেয়। কেকেআরের দলে আন্দ্রে রাসেল, রিঙ্কু সিংহ, সুনীল নারাইনদের মতো বড় শট হাঁকাতে পটু একাধিক তারকা রয়েছেন। তাই এই ম্যাচেও এমনই পিচের আশা করা যায়।
পরিবেশ
এই ম্যাচের সময় আবহাওয়া দফতর কিন্তু পরিবেশ নিয়ে খুব একটা আশার বাণী শোনাচ্ছে না। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ম্যাচের সময় সন্ধেবেলা বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। ম্যাচে এই আবহাওয়া খুব বেশি প্রভাব ফেলবে না বলে আশা করা ছাড়া আপাতত আর কোনও বিকল্প নেই।