দুবাই: আইপিএলের ইতিহাসে প্রথমবার ম্যাচ টাই হওয়ার পর সুপার ওভারও টাই হল। নাটকীয় ম্যাচে দ্বিতীয় সুপার ওভারে মুম্বই ইন্ডিয়ান্সকে হারাল কিংস ইলেভেন পঞ্জাব। সেই সঙ্গে বেঁচে রইল পঞ্জাবের প্লে-অফে ওঠার আশা।


মুম্বই প্রথম ব্যাট করে তুলেছিল ১৭৬/৬। ৪৩ বলে ৫৩ রান করেন কুইন্টন ডি’কক। ১২ বলে ৩৪ রানে অপরাজিত ছিলেন কায়রন পোলার্ড। ১২ বলে অপরাজিত ২৪ রান করেন নাথান কুল্টার নাইল। মহম্মদ শামি ও অর্শ্বদীপ সিংহ দুটি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে ১৭৬/৬ স্কোরেই আটকে যায় পঞ্জাব। কে এল রাহুল তাদের হয়ে সর্বোচ্চ ৫১ বলে ৭৭ রান করেন। ম্যাচ টাই হয়। ফলাফল গড়ায় সুপার ওভারে।

সুপার ওভারে মুম্বইয়ের হয়ে বল করেন যশপ্রীত বুমরা। তাঁর ওভারে মাত্র ৫ রান তুলতে সক্ষম হয় পঞ্জাব। তার মধ্যেই নির্ধারিত দুই উইকেট হারিয়ে বসে। কিন্তু নাটকের তখনও বাকি। সহজ লক্ষ্য মনে হলেও, মহম্মদ শামির দুরন্ত বোলিংয়ে আটকে যায় মুম্বই। এক উইকেট খুইয়ে ৫ রানের বেশি তুলতে পারেননি রোহিত শর্মারা। তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত মতো, ম্যাচ গড়ায় দ্বিতীয় সুপার ওভারে।

দ্বিতীয় সুপার ওভারে প্রথমে ব্যাট করে ক্রিস জর্ডানের বলে মুম্বই তোলে ১১/১। জবাবে ব্যাট করতে নেমে ট্রেন্ট বোল্টের প্রথম বলেই ছক্কা মারেন ক্রিস গেইল। শেষ পর্যন্ত চতুর্থ বলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মুম্বই। বাউন্ডারি মেরে দলকে জেতান ময়ঙ্ক অগ্রবাল।