দুবাই: টুর্নামেন্টের প্রথম ম্যাচে শক্তিশালী সানরাইজার্স হায়দরাবাদকে ১০ রানে হারিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। অন্যদিকে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে প্রায় হাতের মুঠোয় থাকা ম্যাচ টাই করেছিল কিংস ইলেভেন পঞ্জাব। পরে সুপার ওভারে হেরে যায় প্রীতি জিন্টার দল। আজ, বৃহস্পতিবার আইপিএলে বিরাট কোহলিদের আরসিবি-র মুখোমুখি কে এল রাহুলদের পঞ্জাব। তার আগে এক ঝলকে দেখে নেওয়া যাক দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ।
পঞ্জাবের হয়ে ইনিংস ওপেন করবেন সম্ভবত কে এল রাহুল ও ময়ঙ্ক অগ্রবাল। তারপর নামবেন করুণ নায়ার। তবে প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও জল্পনা ক্রিস গেইল ও নিকলাস পুরানের মধ্যে কাকে খেলানো হবে তা নিয়ে। গ্লেন ম্যাক্সওয়েল ও সরফরাজ খানের খেলা একপ্রকার নিশ্চিত। স্পিনার হিসাবে গৌতম ও রবি বিষ্ণোই। পেস বিভাগে মহম্মদ শামি, শেলডন কটরেল ও ক্রিস জর্ডান।
আরসিবি দলে দেবদত্ত পাড়িক্কল, অ্যারন ফিঞ্চ, বিরাট কোহলি, এ বি ডিভিলিয়ার্স, ডেল স্টেইন, উমেশ যাদব, নবদীপ সাইনি ও যুজবেন্দ্র চহালের খেলা কার্যত নিশ্চিত। জশ ফিলিপ ও মইন আলির মধ্যে একজন ও শিবম দুবে ও গুরকিরাত সিংহ মানের মধ্যে একজন হয়তো খেলবেন। খেলতে পারেন ওয়াশিংটন সুন্দরও।
কিংস ইলেভেন পঞ্জাব
কে এল রাহুল (অধিনায়ক)
ময়ঙ্ক অগ্রবাল
করুণ নায়ার
নিকোলাস পুরান/ক্রিস গেইল
গ্লেন ম্যাক্সওয়েল
সরফরাজ খান
কে গৌতম
ক্রিস জর্ডান
রবি বিষ্ণোই
মহম্মদ শামি
শেলডন কটরেল
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
দেবদত্ত পাড়িক্কল
অ্যারন ফিঞ্চ
বিরাট কোহলি (অধিনায়ক)
এ বি ডিভিলিয়ার্স
জশ ফিলিপ/মইন আলি
শিবম দুবে/গুরকিরাত সিংহ মান
ওয়াশিংটন সুন্দর
ডেল স্টেইন
উমেশ যাদব
নবদীপ সাইনি
যুজবেন্দ্র চহাল
IPL 2020, KXIP vs RCB Fantasy 11 Predictions: আইপিএলে আজ মুখোমুখি ব্যাঙ্গালোর ও পঞ্জাব: কারা খেলবেন দু দলের প্রথম এগারোয়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Sep 2020 06:30 PM (IST)
KXIP vs RCB, IPL 2020 : আজ, বৃহস্পতিবার আইপিএলে বিরাট কোহলিদের আরসিবি-র মুখোমুখি কে এল রাহুলদের পঞ্জাব।
NEXT
PREV
আইপিএল (ipl) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -