পঞ্জাবের হয়ে ইনিংস ওপেন করবেন সম্ভবত কে এল রাহুল ও ময়ঙ্ক অগ্রবাল। তারপর নামবেন করুণ নায়ার। তবে প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও জল্পনা ক্রিস গেইল ও নিকলাস পুরানের মধ্যে কাকে খেলানো হবে তা নিয়ে। গ্লেন ম্যাক্সওয়েল ও সরফরাজ খানের খেলা একপ্রকার নিশ্চিত। স্পিনার হিসাবে গৌতম ও রবি বিষ্ণোই। পেস বিভাগে মহম্মদ শামি, শেলডন কটরেল ও ক্রিস জর্ডান।
আরসিবি দলে দেবদত্ত পাড়িক্কল, অ্যারন ফিঞ্চ, বিরাট কোহলি, এ বি ডিভিলিয়ার্স, ডেল স্টেইন, উমেশ যাদব, নবদীপ সাইনি ও যুজবেন্দ্র চহালের খেলা কার্যত নিশ্চিত। জশ ফিলিপ ও মইন আলির মধ্যে একজন ও শিবম দুবে ও গুরকিরাত সিংহ মানের মধ্যে একজন হয়তো খেলবেন। খেলতে পারেন ওয়াশিংটন সুন্দরও।
কিংস ইলেভেন পঞ্জাব
কে এল রাহুল (অধিনায়ক)
ময়ঙ্ক অগ্রবাল
করুণ নায়ার
নিকোলাস পুরান/ক্রিস গেইল
গ্লেন ম্যাক্সওয়েল
সরফরাজ খান
কে গৌতম
ক্রিস জর্ডান
রবি বিষ্ণোই
মহম্মদ শামি
শেলডন কটরেল
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
দেবদত্ত পাড়িক্কল
অ্যারন ফিঞ্চ
বিরাট কোহলি (অধিনায়ক)
এ বি ডিভিলিয়ার্স
জশ ফিলিপ/মইন আলি
শিবম দুবে/গুরকিরাত সিংহ মান
ওয়াশিংটন সুন্দর
ডেল স্টেইন
উমেশ যাদব
নবদীপ সাইনি
যুজবেন্দ্র চহাল