দুবাই: আইপিএল-এ আজ বিরাট কোহলির সঙ্গে কে এল রাহুলের লড়াই। দুবাইয়ে এবারের আইপিএল-এর ষষ্ঠ ম্যাচে মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও কিংস ইলেভেন পঞ্জাব। দু’দল সম্পূর্ণ বিপরীত অবস্থান থেকে আজকের ম্যাচ খেলতে নামছে। নিজেদের প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে টাই হওয়ার পর সুপার ওভারে হেরে গিয়েছে পঞ্জাব। অন্যদিকে, সানরাইজার্স হায়দরাবাদকে ১০ রানে হারিয়ে দিয়েছে আরসিবি। ফলে আজকের ম্যাচে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে খেলতে নামবেন বিরাটরা। অন্যদিকে, রাহুলদের আজ ঘুরে দাঁড়ানোর লড়াই।
ব্যাঙ্গালোর ও পঞ্জাব, দু’দলই প্রথম ম্যাচ খেলেছিল দুবাইয়ে। আজও সেখানেই খেলা। ফলে পরিবেশ-পরিস্থিতি, পিচের চরিত্রের সঙ্গে পরিচিত হয়ে গিয়েছেন ক্রিকেটাররা। এর ফলে দু’দলেরই সুবিধা হবে। প্রথম ম্যাচে পঞ্জাবের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখান ময়ঙ্ক অগ্রবাল। উল্টোদিকে, আরসিবি-র হয়ে ওপেন করতে নেমে ঝড় তোলেন তরুণ বাঁ হাতি ব্যাটসম্যান দেবদত্ত পাডিক্কল। আজও তাঁদের দিকে তাকিয়ে দল। দিল্লির বিরুদ্ধে ম্যাচে ক্রিস গেইলকে দলে রাখেনি পঞ্জাব। আজ হয়তো খেলার সুযোগ পেতে পারেন এই ক্যারিবিয়ান তারকা। পুরনো দল আরসিবি-র বিরুদ্ধে তাঁর রেকর্ড বেশ ভাল। সে কথা মাথায় রেখেই তাঁকে দলে রাখতে পারেন অধিনায়ক রাহুল ও কোচ অনিল কুম্বলে।
আইপিএল-এ এখনও পর্যন্ত ২৪বার মুখোমুখি হয়েছে পঞ্জাব ও ব্যাঙ্গালোর। দু’দলই ১২টি করে ম্যাচ জিতেছে। ভারতের বাইরে আইপিএল-এর পরিসংখ্যানে অবশ্য এগিয়ে পঞ্জাব। ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় দু’দল একটি করে ম্যাচ জিতেছিল। ২০১৪ সালে দুবাইয়ে ৫ উইকেটে ম্যাচ জেতে পঞ্জাব।
এই দুই দলের ম্যাচে সাধারণত প্রচুর রান ওঠে। আজও বিরাট, রাহুল, এবি ডিভিলিয়ার্স, ময়ঙ্ক, দেবদত্তদের কাছ থেকে সেই প্রত্যাশাই করছেন ক্রিকেটপ্রেমীরা। দু’দলের সাম্প্রতিক লড়াইয়ের পরিসংখ্যান অবশ্য বিরাটদের পক্ষে। তাঁরা শেষ চারটি সাক্ষাৎকারেই জয় পেয়েছেন। এর মধ্যে ২০১৮ সালে ১০ উইকেটে জয়ও রয়েছে।
পঞ্জাবের হয়ে বর্তমানে যে ব্যাটসম্যানরা খেলছেন, তাঁদের মধ্যে ব্যাঙ্গালোরের বিরুদ্ধে সবচেয়ে বেশি রানের রেকর্ড গেইলের (১৪০)। ব্যাঙ্গালোরের হয়ে পঞ্জাবের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান ডিভিলিয়ার্সের (৬৬২)।
এবার আসা যাক বোলারদের পরিসংখ্যানের কথায়। পঞ্জাবের বিরুদ্ধে এখনও পর্যন্ত ১৯টি উইকেট নিয়েছেন যুজবেন্দ্র চাহল। পঞ্জাবের হয়ে ব্যাঙ্গালোরের বিরুদ্ধে দু’টি করে উইকেট নিয়েছেন মহম্মদ শামি ও গ্লেন ম্যাক্সওয়েল।
RCB vs KXIP, IPL Match Preview: ৬ বছর আগে দুবাইয়ের ম্যাচে জয় পেয়েছিল পঞ্জাব, আজ বদলা নিতে পারবে ব্যাঙ্গালোর?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Sep 2020 05:00 PM (IST)
ব্যাঙ্গালোর ও পঞ্জাব, দু’দলই প্রথম ম্যাচ খেলেছিল দুবাইয়ে। আজও সেখানেই খেলা।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -