দুবাই: আইপিএলের ইতিহাসে এই প্রথম। বদলে গেল টুর্নামেন্টের নিয়ম। লিগ ফর্ম্যাটে শেষ ২ টো ম্যাচ একই সময় আয়োজিত হবে এবারের আইপিএলে। সংযুক্ত আরব আমিরশাহিতে আইপিএলের দ্বিতীয় পর্বের খেলা শুরু হয়ে গিয়েছে। লিগের ম্য়াচ চলছে এই মুহূর্তে। আগামী ৮ অক্টোবর টুর্নামেন্টে লিগের শেষ ২ টো ম্যাচ রয়েছে। একটি ম্যাচে মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বই ইন্ডিয়ান্স। অন্য একটি ম্যাচে মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
একই দিনে দু’টি ম্যাচ থাকলে সাধারণত একটি ম্যাচ খেলা হয় দুপুরে, অন্যটি সন্ধ্যাবেলা। তবে ৮ অক্টোবর তেমনটা হবে না। সানরাইজার্স ও মুম্বইয়ের ম্যাচটি প্রথমে বিকেল ৩.৩০ থেকে হওয়ার কথা ছিল। কিন্তু পরিবর্তিত সময়ে এই ম্যাচটিও সন্ধ্যা ৭.৩০টায় আয়োজিত হবে। আৎ পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী দিল্লি বনাম আরসিবি ম্যাচটি আয়োজিত হবে।
এদিকে আগামী ২৫ অক্টোবরের মধ্যে আইপিএলের নতুন ২ টো ফ্র্যাঞ্চাইজির নাম ঘোষণা করা হবে। আইপিএলে নতুন দুটো দল আসতে চলেছে, তা নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে। নতুন দল কেনার দৌড়ে এগিয়ে লখনউ ও আমদাবাদ। আইপিএলের আসন্ন মরসুমে আরও দুটো দল দেখা যাবে টুর্নামেন্টে। আগামী ৫ অক্টোবর পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছে নাম জমা দেওয়ার জন্য।
বিসিসিআই সূত্র মারফৎ জানা গিয়েছে যে, দল নেওয়ার ব্যাপারে দৌড়ে রয়েছে লখনউ ও আমদাবাদ। সেখানকার বিশ্বমানের স্টেডিয়ামের জন্যই দৌড়ে এগিয়ে রয়েছে এই দুটো স্টেডিয়াম। সূত্রের খবর, গোয়াঙ্কা গ্রুপ ও আদিত্য বিড়লা গ্রুপ লখনউয়ের দল কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। সেখানে আদানি গ্রুপ আমদাবাদের দলের জন্য বিড নিতে চলেছে।
যদিও এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী মরসুমে গুয়াহাটি থেকে নতুন কোনও দল আসতে পারে বলে যে জল্পনা তৈরি হয়েছিল, তার অবসান ঘটিয়েছিল বিসিসিআই। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, গুয়াহাটি থেকে নতুন কোনও দল আসছে না। অন্য কোনও শহর থেকে নতুন দল আসতে পারে।