মুম্বই: কারও চোট তো কারও কোনও ব্যক্তিগত সমস্যা। আইপিএলের দ্বিতীয় পর্বে আমিরশাহিতে দেখতে পাওয়া যাবে না অনেক তারকা ক্রিকেটারকেই। কেউ চোটের জন্য ছিটকে গিয়েছেন তো কেউ সরে দাঁড়িয়েছেন। বিনোদনের ক্রিকেট লিগের দ্বিতীয় লেগে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে তাঁদের অনেক মুখ্য ক্রিকেটারের না থাকা। এক নজরে দেখে নেওয়া যাক এই তালিকায় কে কে রয়েছেন --


প্যাট কামিন্স: অস্ট্রেলিয়ার তারকা এই ডানহাতি পেসার আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন। ভারতের মাটিতে প্রথম পর্বেও খেলেছেন এই মরসুমের আইপিএলে। কিন্তু দ্বিতীয় পর্ব থেকে নাম তুলে নিয়েছেন প্যাট কামিন্স। তাঁর স্ত্রী সন্তানসম্ভবা। তাই এই বিশেষ মুহূর্তে পরিবারের পাশে থাকতেই এই সিদ্ধান্ত নিয়েছেন।


জস বাটলার: রাজস্থান রয়্যালসের তারকা ওপেনারকে আমিরশাহিতে পাওয়া যাবে না। দ্বিতীয় পর্ব থেকে নাম তুলে নিয়েছেন ইংরেজ ব্যাটসম্যান। কানাঘুষো শোনা যাচ্ছে তিনিও বাবা হতে চলেছেন। যদিও বাটলারের পরিবর্ত হিসেবে নিউজিল্যান্ডের হার্ড হিটিং ব্যাটসম্যান গ্লেন ফিলিপসকে দলে নিয়েছে রাজস্থান।


অ্যাডাম জাম্পা: আরসিবি শিবিরে অ্যাডাম জাম্পা খেলেন। কিন্তু বিরাট কোহলির দল এবার দ্বিতীয় পর্বে পাবে না অজি লেগস্পিনারকে। অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পাওয়ার পরই আইপিএল থেকে নাম তুলে নিয়েছেন জাম্পা। তাঁর বদলে লঙ্কা স্পিনার হাসারাঙ্গাকে নিয়েছে আরসিবি।


জাই রিচার্ডসন ও রিলি মেরিডিথ: ২ ক্রিকেটারই পঞ্জাব কিংসের হয়ে খেলেন। কিন্তু আমিরশাহিতে সেপ্টেম্বরে খেলতে যেতে নারাজ ২ জনই। ২ অজি ক্রিকেটার সরে দাঁড়ালেও তরুণ অজি পেসার  নাথান এলিসকে দলে নিয়েছে পঞ্জাব। 


ড্যানিয়েল স্যামস: আরসিবির হয়ে খেলেন এই অলরাউন্ডার। কিন্তু এবার তিনিও আইপিএলের দ্বিতীয় পর্ব থেকে নাম তুলেছেন। মানসিক স্বাস্থ্যের কথা ভেবেই সরে দাঁড়িয়েছেন স্যামস।


ফিন অ্যালেন: পাকিস্তান ও বাংলাদেশ সফরের জন্য নিউজিল্যান্ড স্কোয়াড সুযোগ পেয়েছেন ফিন অ্যালেন। এরপরই আইপিএল থেকে নাম তুলে নিয়েছেন এই তরুণ ব্যাটসম্যান।


বেন স্টোকস ও জোফ্রা আর্চার: ২ জনই ইংল্যান্ড দলের তারকা ক্রিকেটার। একজন অলরাউন্ডার, একজন বোলার। ২ জনই আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেন। তবে এই পর্বে পাওয়া যাবে না তাঁদের। কনুইয়ের চোটের জন্য ছিটকে গিয়েছেন আর্চার। অন্যদিকে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার বেন স্টোকস মানসিক স্বাস্থ্যের কথা ভেবে সরে দাঁড়িয়েছেন ক্রিকেট থেকে।