নয়াদিল্লি: করোনা সংক্রমণের জন্য মাঝপথে স্থগিত হয়ে যাওয়া আইপিএল ফের শুরু হতে চলেছে আগামী মাস থেকে। তার আগে মুম্বই ইন্ডিয়ান্সের অলরাউন্ডার হার্দিক পাণ্ড্যর ফিটনেস নিয়ে চিন্তায় ভারতীয় ক্রিকেট মহল। কারণ, আইপিএল-এর পরেই টি-২০ বিশ্বকাপ। তার আগে হার্দিকের ১০০ শতাংশ ফিটনেস ফিরে পাওয়া ভারতীয় দলের জন্য প্রয়োজনীয়। এই পরিস্থিতিতে হার্দিকের ফিটনেস নিয়ে কিছুটা আশ্বস্ত করলেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির বোলিং কোচ পরশ মামরে। তিনি জানিয়েছেন, আইপিএল-এর দ্বিতীয়ার্ধ থেকে হয়তো বোলিং শুরু করতে পারবেন হার্দিক। তিনি টি-২০ বিশ্বকাপেও বোলিং করতে পারেন।
সংবাদসংস্থা আইএএনএস-কে মামরে জানিয়েছেন, ‘হার্দিকের ফিটনসের বিষয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি। ও কত ওভার বোলিং করছে, সে বিষয়ে আমি কোনওরকম জোর করছি না। আমরা ওর ফিটনেসের দিকে নজর রেখেছি। ওর উপর কতটা চাপ দেওয়া হচ্ছে, সেটাও আমাদের নজরদারিতে আছে। আমাদের ধীরে চলতে হবে।’
সম্প্রতি শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলের বোলিং কোচ ছিলেন মামরে। বর্তমানে তিনি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে আছেন। ফলে হার্দিককে কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন মামরে। সেই কারণেই তিনি বলছেন, টি-২০ বিশ্বকাপের আগে হার্দিকের ওয়ার্কলোডের দিকে নজর রাখা প্রয়োজন।
১৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ। ভারতের প্রথম ম্যাচ ২৪ অক্টোবর। প্রথম ম্যাচেই পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত। অলরাউন্ডার হার্দিককে দলে পেলে নিঃসন্দেহে টি-২০ বিশ্বকাপে ভারতের শক্তি বাড়বে।
এ প্রসঙ্গে মামরে বলেছেন, ‘বিশ্বকাপ আর কিছুদিন পরেই। হার্দিক খেলবে, এটা জানা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওর বোলিং ওয়ার্কলোডের দিকে নজর রাখাও জরুরি। ও কেমন ব্যাটিং করে সেটা আমরা সবাই জানি। এর সঙ্গে যদি ও বোলিং করে, তাহলে খেলা অন্যরকম হয়ে যায়। আমরা সেই লক্ষ্যেই এগিয়ে চলেছি। হার্দিকের ফিটনেসের দিকে নজর রেখেছে স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং বিভাগ। হার্দিকের উপর নজর রাখছেন ফিজিও। আমরা নিজেদের মধ্যে আলোচনাও করেছি।’
শ্রীলঙ্কা সফরে বোলিং করেছেন হার্দিক, তবে ১০ ওভার বোলিং করতে পারেননি তিনি। মামরে অবশ্য আশাবাদী, আইপিএল-এ বোলিং করতে পারবেন হার্দিক। টি-২০ বিশ্বকাপে এই অলরাউন্ডার বোলিং করবেন কি না, সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।