Lucknow Super Gaints vs Chennai Super Kings: ডি কক, লুইসের ঝোড়ো ব্যাটিং, ৬ উইকেটে চেন্নাই বধ লখনউ সুপারজায়ান্টসের

IPL 2022, Match 7, LSG vs CSK: আজ নিজেদের প্রথম জয়ের লক্ষ্যে আজ ২২ গজে মুখোমুখি হচ্ছে লখনউ সুপারজায়ান্টস (Lucknow Super Gaints) ও চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 31 Mar 2022 11:37 PM
LSG vs CSK Match: ফের হার সিএসকের

২১০ রান তাড়া করে জয়। ৩ বল বাকি থাকতেই ম্যাচ পকেটে পুরল লখনউ সুপার জায়ান্ট। টানা দ্বিতীয় হার সিএসকের।

LSG vs CSK Match: প্যাভিলিয়ন ফিরলেন হুডা

লখনউ সুপারজায়ান্টসের চতুর্থ উইকেটের পতন। জাডেজার হাতে ক্যাচ দিয়ে ফিরলেন দীপক হুডা।

LSG vs CSK Match: অর্ধশতরান করে আউট ডি কক

লখনউয়ের তৃতীয় উইকেটের পতন। ৪৫ বলে ৬১ রানের ইনিংস খেলে আউট কুইন্টন ডি কক। 

LSG vs CSK Match: আউট মণীশ পাণ্ডে

লখনউ সুপারজায়ান্টসের দ্বিতীয় উইকেটের পতন। ৫ রান করে ফিরলেন মণীশ পাণ্ডে। 

LSG vs CSK Live Score: ফিরলেন রাহুল

লখনউয়ের প্রথম উইকেটের পতন। ৪০ রানে ফিরলেন কে এল রাহুল।

LSG vs CSK Match: ৫ ওভারে লখনউ ৫১/০

দারুণ শুরু লখনউয়ের। প্রথম ৫ ওভারে ওপেনিং পার্টনারশিপে ৫১ তুললেন রাহুল-ডি কক।

LSG vs CSK Match: রান তাড়া শুরু লখনউয়ের

লখনউ সুপারজায়ান্টসের হয়ে ওপেনিংয়ে নামলেন কুইন্টন ডি কক ও কে এল রাহুল।

LSG vs CSK Live Score: ২০ ওভারে সিএসকের স্কোর ২১০/৭

নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে বোর্ডে ২১০ রান তুলে নিল চেন্নাই সুপার কিংস। 

LSG vs CSK Match: ২ বলে ২ উইকেট

পরপর ২ বলে ২ উইকেট তুলে নিলেন অ্য়ান্ড্রু টাই। 

LSG vs CSK Live Score: রবীন্দ্র জাডেজা আউট

৯ বলে ১৭ রান করে ফিরলেন রবীন্দ্র জাডেজা। অ্যান্ড্রু টাইয়ের বলে ক্যাচ আউট হয়ে ফিরলেন তিনি।

LSG vs CSK Match: ৪৯ রানে আউট দুবে

৪৯ রানে প্যাভিলিয়নে ফিরলেন শিভম দুবে। চেন্নাইয়ের পঞ্চম উইকেটের পতন।

LSG vs CSK Live Score: বিষ্ণোইয়ের বলে আউট রায়ডু

চেন্নাইয়ের চতুর্থ উইকেটের পতন। রবি বিষ্ণােইয়ের বলে বোল্ড আম্বাতি রায়ডু।

LSG vs CSK Match: ১৪ ওভারে সিএসকের স্কোর ১৩৬/৩

১৪ ওভার শেষে চেন্নাই সুপার কিংসের স্কোর ৩ উইকেট হারিয়ে ১৩৬। ক্রিজে রয়েছেন আম্বাতি রায়ডু ও শিভম দুবে। 

LSG vs CSK Live Score: আবেশের শিকার মঈন

চেন্নাইয়ের তৃতীয় উইকেটের পতন। মঈন আলিকে ফেরালেন আবেশ খান।

LSG vs CSK Match: আউট রবিন উথাপ্পা

চেন্নাইয়ের দ্বিতীয় উইকেটের পতন। রবি বিষ্ণোইয়ের বলে লেগবিফোর হয়ে ফিরলেন রবিন উথাপ্পা। 

LSG vs CSK Live: ৫ ওভারে সিএসকে ৫৭/১

প্রথম ৫ ওভার শেষে ১ উইকেট হারিয়ে বোর্ডে ৫৭ রান তুলে নিল চেন্নাই সুপার কিংস। 

LSG vs CSK Live Score: চেন্নাইয়ের প্রথম উইকেটের পতন

মাত্র ১ রান করে রান আউট হলেন ঋতুরাজ গায়কোয়াড। রবি বিষ্ণোইয়ের থ্রোয়ে ফিরলেন তিনি।

LSG vs CSK Live: বাউন্ডারি দিয়ে শুরু উথাপ্পার

ম্যাচের প্রথম ২ বলে আবেশ খানকে ২ টো বাউন্ডারি হাঁকিয়ে খেলা শুরু রবিন উথাপ্পার।

LSG vs CSK Match: লখনউ একাদশে টাই

লখনউ সুপার জায়ান্টস দলে প্রথম একাদশে ঢুকেছেন অজি তারকা পেসার অ্য়ান্ড্রু টাই।

LSG vs CSK Live: সিএসকে একাদশে মঈন আলি

চেন্নাই সুপার কিংস শিবিরে ফিরলেন মঈন আলি। 

LSG vs CSK Live Score: টস জিতে বোলিং লখনউয়ের

টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত লখনউ সুপারজায়ান্টস। 

প্রেক্ষাপট

মুম্বই স্টেডিয়াম: ২ টো দলকেই তাঁদের প্রথম ম্যাচে হারতে হয়েছে। আজ নিজেদের প্রথম জয়ের লক্ষ্যে আজ ২২ গজে মুখোমুখি হচ্ছে লখনউ সুপারজায়ান্টস (Lucknow Super Gaints) ও চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। প্রথম ম্যাচে গুজরাত টাইটান্সের (Gujrat Titans) বিরুদ্ধে হারতে হয়েছে লখনউ সুপার জায়ান্টসকে। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচে হারতে হয়েছে চেন্নাই সুপার কিংসকে। লখনউ এবার আইপিএলে প্রথমবার আত্মপ্রকাশ করেছে। কে এল রাহুলের নেতৃত্বে খেলতে নেমেছে এই দলটি। অন্যদিকে চেন্নাই সুপার কিংসও তাঁদের নতুন অধিনায়ক রবীন্দ্র জাডেজার অধীনে এবারের আইপিএলে যাত্রা শুরু করেছে। 


মঈন অনুশীলনে


বৃহস্পতিবার কে এল রাহুলের লখনউ সুপারজায়ান্টসের বিরুদ্ধে নামছেন রবীন্দ্র জাডেজারা। সেই ম্যাচের আগে স্বস্তি ফিরল চেন্নাই শিবিরে। কারণ, কোয়ারেন্টিন পর্ব মিটিয়ে প্র্যাক্টিসে নেমে পড়লেন মঈন। নেটে তাঁকে বিধ্বংসী মেজাজে দেখা গিয়েছে। বড় শট খেলেছেন। যা দেখে উচ্ছ্বসিত চেন্নাইয়ের ভক্তরা।


চেন্নাই সুপার কিংসের টপ অর্ডার- রুতুরাজ গাইকোয়াড, রবীন উত্থাপ্পা, ডেভন কনওয়ে ও আম্বাতি রায়াডু প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে ব্যর্থ হয়েছেন। যদিও দুরন্ত অর্ধ শতরান করে সেই ক্ষতে প্রলেপ দেন ধোনি। 


বোলারদের ক্ষেত্রে, ভাল পারফর্ম করতে হবে লখনউ সুপার জায়ান্টসের অবেশ খানকে। তবে, ভাল অবস্থায় পাওয়া যাচ্ছে রবি বিষ্ণোইকে। যদিও মাঝের ওভারগুলিতে আরও বুদ্ধি খাটিয়ে বল করতে হবে তাঁকে। অন্যথা ফয়দা তুলে নিতে পারে সিএসকে-র ধ্বংসাত্মক ব্যাটিং অর্ডার।


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.