Lucknow Super Giants vs Delhi Capitals Live Updates: দিল্লির বিরুদ্ধে ৬ উইকেটে জয় লখনউয়ের

IPL 2022, Match, LSG vs DC: চলতি আইপিএল-এ এখনও পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে লখনউ সুপার জায়ান্টস। এর মধ্যে দু’টি ম্যাচে জয় পেয়েছে কে এল রাহুলের দল। আজ জিতলে চার ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে চলে যাবে লখনউ।

abp ananda Last Updated: 07 Apr 2022 11:34 PM
LSG vs DC Live: ৬ উইকেটে জয় লখনউয়ের

দিল্লিকে ৬ উইকেটে হারিয়ে দিল লখনউ। পরপর দু’বলে বাউন্ডারি ও ছক্কা মেরে দলকে জেতালেন আয়ুষ বাদোনি।

LSG vs DC Live Score: ১১ রান করে আউট দীপক হুডা

শেষ ওভারের প্রথম বলেই আউট দীপক হুডা। তিনি করেন ১১ রান। ৪ উইকেট হারাল লখনউ।

LSG vs DC Live: জয়ের জন্য শেষ ওভারে লখনউয়ের দরকার ৫ রান

জয়ের জন্য শেষ ওভারে লখনউয়ের দরকার ৫ রান।

LSG vs DC Live Score: ৮০ রান করে আউট কুইন্টন ডি কক

৮০ রান করে আউট হয়ে গেলেন কুইন্টন ডি কক। তিনি ৫২ বলে ৮০ রান করেন। কুলদীপ যাদবের বলে অসাধারণ ক্যাচ নেন সরফরাজ খান।

LSG vs DC Live: ১৫ ওভারের শেষে লখনউয়ের স্কোর ২ উইকেটে ১১১

১৫ ওভারের শেষে লখনউয়ের স্কোর ২ উইকেটে ১১১। জয়ের জন্য দরকার আর ৩৯ রান।

LSG vs DC Live Score: ১০০ পেরিয়ে গেল লখনউয়ের স্কোর

১৪ ওভারেই ১০০ পেরিয়ে গেল লখনউয়ের স্কোর। জয়ের দিকে এগিয়ে চলেছেন ডি ককরা।

LSG vs DC Live: দ্বিতীয় উইকেট হারাল লখনউ

১৩ বলে ৫ রান করে আউট হয়ে গেলেন ললিত যাদব। ৮৬ রানে ২ উইকেট হারাল লখনউ।

LSG vs DC Live Score: কুইন্টন ডি ককের অর্ধশতরান

অর্ধশতরান করলেন লখনউয়ের ওপেনার কুইন্টন ডি কক। জয়ের পথে এগিয়ে চলেছে লখনউ।

LSG vs DC Live: ২৪ রান করে আউট রাহুল

২৫ বলে ২৪ রান করে আউট হয়ে গেলেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক কে এল রাহুল। তিনি কুলদীপ যাদবের বলে পৃথ্বী শ-র হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন। ৭৩ রানে প্রথম উইকেট হারাল লখনউ।

LSG vs DC Live Score: সাবলীলভাবে এগিয়ে চলেছে লখনউ

ঝড়ের গতিতে না হলেও, ধীর-স্থিরভাবে এগিয়ে চলেছে লখনউ সুপার জায়ান্টসের ইনিংস। এখনও পর্যন্ত কোনও উইকেট হারাননি রাহুলরা। তাঁরা ১৫০ রানের টার্গেটের দিকে এগিয়ে চলেছেন।

LSG vs DC Match: ওপেন করছেন রাহুল-ডি কক

লখনউ সুপার জায়ান্টসের হয়ে ওপেন করতে নেমেছেন অধিনায়ক কে এল রাহুল ও কুইন্টন ডি কক।

LSG vs DC Live Score: দিল্লির স্কোর ৩ উইকেটে ১৪৯

নির্দিষ্ট ২০ ওভারের শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ৩ উইকেটে ১৪৯। ৩৯ রানে অপরাজিত অধিনায়ক ঋষভ পন্থ। ৩৬ রানে অপরাজিত সরফরাজ খান।

LSG vs DC Match: ১৬ ওভারে দিল্লির স্কোর ১১৭

১৬ ওভারের শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ৩ উইকেটে ১১৭। ঋষভ পন্থ ২৮ ও সরফরাজ খান ১৭ রানে অপরাজিত।

LSG vs DC Live Score: ৩ উইকেট হারাল দিল্লি

৭৪ রানে ৩ উইকেট হারাল দিল্লি। ৩ রান করে রবি বিষ্ণোইয়ের বলে বোল্ড হয়ে গেলেন রভম্যান পাওয়েল।

LSG vs DC Live: দ্বিতীয় উইকেট হারাল দিল্লি

১২ বলে মাত্র ৪ রান করে রবি বিষ্ণোইয়ের বলে আয়ুষ বাদোনির হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন দিল্লির ওপেনার ডেভিড ওয়ার্নার। দ্বিতীয় উইকেট হারাল দিল্লি।

LSG vs DC Live Score: ৬১ রানে আউট পৃথ্বী

৩৪ বলে ৬১ রান করে কৃষ্ণাপ্পা গৌতমের বলে কুইন্টন ডি ককের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন পৃথ্বী শ।

LSG vs DC Live: ৩০ বলে ৫০ পৃথ্বী শ-র

ওপেন করতে নেমে শুরু থেকেই ঝোড়ো ব্যাটিং করছেন পৃথ্বী শ। মাত্র ৩০ বলে ৫০ রান পূর্ণ করলেন তিনি। বড় স্কোরের লক্ষ্যে দিল্লি।

LSG vs DC Live Score: ঝোড়ো ব্যাটিং পৃথ্বী শ-র

দিল্লির হয়ে ওপেন করতে নেমেছেন পৃথ্বী শ ও ডেভিড ওয়ার্নার। ঝোড়ো ব্যাটিং করছেন পৃথ্বী।

LSG vs DC Live: বিপক্ষকে কম রানে আটকানোই লক্ষ্য, জানালেন রাহুল

দিল্লি ক্যাপিটালসকে অল্প রানের মধ্যে আটকে রাখাই লক্ষ্য, টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত প্রসঙ্গে জানালেন লখনউয়ের অধিনায়ক রাহুল।

LSG vs DC Live Score: দিল্লির প্রথম একাদশ

দিল্লি ক্যাপিটালসের প্রথম একাদশে আছেন পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার, ঋষভ পন্থ (অধিনায়ক), রভম্যান পাওয়েল, সরফরাজ খান, ললিত যাদব, অক্ষর পটেল, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মুস্তাফিজুর রহমান ও অ্যানরিখ নোখিয়া।

LSG vs DC Match: লখনউয়ের প্রথম একাদশ

লখনউ সুপার জায়ান্টসের প্রথম একাদশে আছেন কে এল রাহুল (অধিনায়ক), কুইন্টন ডি কক, এভিন লুইস, দীপক হুডা, আয়ুষ বাদোনি, ক্রুণাল পাণ্ড্য, জেসন হোল্ডার, কৃষ্ণাপ্পা গৌতম, অ্যান্ড্রু টাই, রবি বিষ্ণোই ও আবেশ খান।

LSG vs DC Live: টসে জিতে ফিল্ডিং লখনউয়ের

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক কে এল রাহুল।

প্রেক্ষাপট

মুম্বই: আজ মুম্বইয়ের (Mumbai) ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে (DY Patil Stadium) আইপিএল-এর (IPL 2022) গুরুত্বপূর্ণ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) মুখোমুখি হচ্ছে লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। এবারই প্রথম আইপিএল-এ খেলছে লখনউ। দিল্লি প্রথম থেকেই আইপিএল-এ খেললেও, কোনওদিন চ্যাম্পিয়ন হতে পারেনি। তবে এবার দু’টি দলই শক্তিশালী। ফলে আজকের ম্যাচ উত্তেজক হতে পারে বলেই মনে করছেন ক্রিকেটপ্রেমীরা।


পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে লখনউ


এখনও পর্যন্ত তিনটি ম্য়াচ খেলে দু’টিতে জয় ছিনিয়ে নিয়েছে লখনউ। চেন্নাই সুপার কিংস ও হায়দরাবাদ সুপারজায়ান্টসের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছে কে এল রাহুলের নেতৃত্বাধীন দলটি। লখনউ হেরেছে শুধু গুজরাত টাইটানসের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচে। এখন তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে আছে লখনউ। 


পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে দিল্লি


অন্যদিকে, পয়েন্ট টেবিলে সাত নম্বরে আছে দিল্লি। এখনও পর্যন্ত দুই ম্যাচ খেলেছে ঋষভ পন্থের দল। তার মধ্যে প্রথম ম্য়াচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিলেও, পরের ম্যাচেই গুজরাত টাইটানসের বিরুদ্ধে হারতে হয়েছে দিল্লিকে। আজ জিততে পারলে পয়েন্ট তালিকায় উপরের দিকে উঠবে দিল্লি।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.