LSG vs MI Live Score Updates: লখনউয়ের বিরুদ্ধেও হার, লাস্টবয় হিসাবেই এ মরশুমের আইপিএল শেষ করল মুম্বই ইন্ডিয়ান্স

MI vs LSG Live: মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পাঁচবার মুখোমুখি হয়ে চারটি ম্যাচেই জয় পয়েছে লখনউ সুপার জায়ান্টস।

ABP Ananda Last Updated: 18 May 2024 12:48 AM
MI vs LSG Live: লখনউয়ের জয়

জয় দিয়ে আইপিএলের অভিযান শেষ করল লখনউ সুপার জায়ান্টস। ১৯৬ রানে থামল মুম্বই ইন্ডিয়ান্সের লড়াই। 

MI vs LSG Live Score: নমনের জীবনদান

নবীন উল হকের বলে বড় শট মারতে গিয়ে নমন ধীর ডিপ স্কোয়ার লেগে ক্যাচ দেন। ২৭ রানে আউট হয়েই সাজঘরে ফিরে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু নবীনের সেই বলটি নো বল হওয়ায় জীবনদান পান নমন। এই নো বল লখনইউকে ভোগায় কি না সেটাই দেখার। 

MI vs LSG Live: পরপর ওভারে উইকেট

আগের ওভারেই মহসিন খানের বলে ১৬ রানে আউট হন হার্দিক পাণ্ড্য। পরের ওভারেই নেহাল ওয়াদেরাকে আউট করলেন রবি বিষ্ণোই। ১৫ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ১২৫/৫। শেষ ছয় ওভারে জয়ের জন্য পল্টনদের আরও ৯০ রানের প্রয়োজন। 

MI vs LSG Live Score: বড় উইকেট

বিরাট বড় সাফল্য পেলেন রবি বিষ্ণোই। দুরন্ত ছন্দে দেখানো রোহিত শর্মাকে ৬৮ রানে ফেরালেন তিনি। শতরানের দোরগোড়ায় তৃতীয় উইকেট হারাল মুম্বই ইন্ডিয়ান্স। ১১ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ৯৮/৩।

MI vs LSG Live: শুরু ম্যাচ

বেশ কিছুক্ষণ থেমে থাকার পর শুরু হল ম্যাচ।

MI vs LSG Live Score: বিঘ্ন ঘটাল বৃষ্টি

বৃষ্টিতে বিঘ্ন ঘটাল ম্যাচে। শুরুটা মুম্বইয়ের দুই ওপেনার বেশ ভালই করেছেন। ৩.৫ ওভারে বিনা উইকেটেই ৩৩ রান তুলে ফেলল পল্টনরা। রোহিত ২০ ব্রেভিস নয় রানে ব্যাট করছেন।

MI vs LSG Live: মুম্বইয়ের টার্গেট ২১৫

শেষ পাঁচ ওভারে উঠল ৫৫ রান। তিন উইকেটে ২১৪ রান তুলল লখনউ সুপার জায়ান্টস।

MI vs LSG Live Score: বিধ্বংসী পুরান

মাত্র ১৯ বলে হাফসেঞ্চুরি হাঁকালেন নিকোলাস পুরান। ১৫তম ওভারে উঠল ২৯ রান। ওভার শেষে স্কোর ১৫৯/৩। পুরান আপাতত ২২ বলে ৬৬ ও রাহুল ৩৬ বলে ৪৭ রানে ব্যাট করছেন।  

MI vs LSG Live: পুরানের আক্রমণ

শুরুটা দেখেশুনেই করেছিলেন নিকোলাস পুরান। তবে সুযোগ পেয়েই আক্রমণ শানালেন ক্যারিবিয়ান তারকা। দুইটি চার ও দুইটি ছক্কা হাঁকালেন তিনি। ১৩তম ওভারে অনশূল কম্বোজের বিরুদ্ধে ২২ রান তুললেন পুরান।

MI vs LSG Live Score: দেখে শুনে এগোচ্ছে লখনউ

তিন উইকেট হারিয়ে বেশ দেখেশুনেই এগোচ্ছে লখনউ। ১২ ওভার শেষে লখনউয়ের স্কোর ৯৩/৩। রাহুল ৪০ ও পুরান আট রানে ব্যাট করছেন। 

LSG vs MI Live: পীযূষের দ্বিতীয় সাফল্য

ম্যাচে বল হাতে নিজের দ্বিতীয় সাফল্য পেলেন পীযূষ চাওলা। নেহাল ওয়াদেরা পয়েন্টে দুরন্ত ক্যাচ ধরলেন। তবে ক্যাচ ধরার সময় তাঁর হালকা চোট লাগে বলেই মনে হচ্ছে। দীপক হুডা নয় বলে ১১ রানে সাজঘরে ফিরলেন।  

LSG vs MI Live Score: পাওয়ার প্লে শেষ

নিজের প্রথম ওভারেই সাফল্য এনে দিলেন পীযূষ চাওলা। তিনি ছন্দে দেখানো মার্কাস স্টোইনিসকে ২৮ রানে এলবিডব্লু করে সাজঘরে ফেরালেন। পাওয়ার প্লের ছয় ওভার শেষে ৪৯ রান তুলল লখনউ। ক্রিজে ১৮ রানে অপরাজিত রয়েছেন কেএল রাহুল।

LSG vs MI Live: প্রথম উইকেটের পতন

ইনিংসের প্রথম ওভারেই সাফল্য পেল মুম্বই ইন্ডিয়ান্স। ওপেনিংয়েও দেবদত্ত পাড়িক্কাল রান পেলেন না। খাতা খোলার আগেই ফিরলেন তিনি। সাফল্য পেলেন নুয়ান থুসারা। প্রথম ওভার শেষে লখনউয়ের স্কোর ৪/১।

LSG vs MI Live Score: রাহুলের অনবদ্য রেকর্ড

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে লখনউ সুপার জায়ান্টসের হয়ে রাহুলের রেকর্ড চোখধাঁধানো বললেও কম বলা হয়। শেষ চার ইনিংসে তিনি যথাক্রমে ৯৪, ১০০, ১০৩, ১০৩ রান করেছেন পল্টনদের বিরুদ্ধে। তিনটি সেঞ্চুরিতেই অপরাজিত ছিলেন রাহুল।

LSG vs MI Live: টস জিতল মুম্বই

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পাণ্ড্যর।

প্রেক্ষাপট

মুম্বই: গতকাল সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) বনাম গুজরাত টাইটান্স (Gujrat Titans) ম্য়াচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার সঙ্গে সঙ্গেই প্যাট কামিন্সের দল প্লে অফে চলে গিয়েছিল। অন্য়দিকে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) ছিটকে গিয়েছিল টুর্নামেন্ট থেকে। এদিকে আজ মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে খেলতে নামবে লখনউ সুপারজায়ান্টস (Lucknow Supergiants)। দু দলের মুখোমুখি সাক্ষাৎ বলছে কে এল রাহুলরা অনেকটাই এগিয়ে। কিন্তু আজ জিতলেই হবে না, প্লে অফের সম্ভাবনা একেবারেই না-য়ের সমান। 


এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাস বলছে লখনউ সুপার জায়ান্টস ও মুম্বই ইন্ডিয়ান্স (LSG vs MI) টুর্নামেন্টে মোট পাঁচবার মুখোমুখি হয়েছে। তার মধ্যে চারবার জয় ছিনিয়ে নিয়েছে কে এল রাহুলের দল। অন্যদিকে একবার মাত্র জয় পেয়েছে হার্দিক পাণ্ড্যর দল। গত বছর চিপকে এলিমিনেটরে লখনউকে একমাত্র হারাতে পেরেছিল মুম্বই শিবির। সেবার অবশ্য অধিনায়ক ছিলেন রোহিত শর্মা। 


চলতি মরশুমে ঘরের মাঠে শেষ ম্য়াচ মুম্বইয়ের। এই ম্য়াচ দিয়েই টুর্নামেন্ট শেষ করবে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই। এবার দল গঠন, অধিনায়ক নির্বাচন, হার্দিক পাণ্ড্যকে দলে ফিরিয়ে নিয়ে আসা সব নিয়ে বারবার বিতর্ক দানা বেঁধেছে মুম্বই শিবিরকে নিয়ে। যার পারফরম্য়ান্স মাঠেও পড়েছে। এখনও পর্যন্ত ১৩ ম্য়াচ খেলে মাত্র চারটি জয় পেয়েছে এই দলটি। একমাত্র যশপ্রীত বুমরার পারফরম্য়ান্স ছাড়া আর কোনও ইতিবাচক দিকে এবার মুম্বই শিবিরের ছিল না। ব্যাট হাতে সূর্যকুমার যাদবের পারফরম্য়ান্স অবশ্য আশাব্যঞ্জক। তবে চিন্তার বিষয় রোহিত শর্মা ও হার্দিক পাণ্ড্যর পারফরম্য়ান্স। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতীয় দলের অধিনায়ক ও সহ অধিনায়কের পারফরম্য়ান্স চিন্তার কারণ। 


লখনউ সুপারজায়ান্টস অন্যদিকে শুরুতে জয়ের রাস্তায় ছিল। দলের পেস ব্যাটার ময়ঙ্ক যাদব যে তিনটি ম্য়াচে খেলেছিলেন, সেই ম্য়াচগুলোতে জয়ও ছিনিয়ে নিয়েছিল লখনউ। তবে দলের ব্যাটিং লাইন আপে অতিরিক্ত নিকোলাস পুরাণের ওপর নির্ভরতা সমস্যা বাড়িয়েছে। কে এল রাহুল ব্যাট হাতে রান পেলেও স্ট্রাইক রেট একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে সঞ্জীব গোয়েঙ্কা বিতর্ক দলের ভাবমূর্তি কিছুটা হলেও নষ্ট করেছে। তবে শেষ ম্য়াচে অতীতের কোনও কিছু নিয়ে নয়। একটা মিরাক্যাল আর বড় জয়, ওয়াংখেড়েতে রোহিত-রাহুল দ্বৈরথের জন্য কিন্তু উত্তেজনা বাড়ছে।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.