LSG Vs MI, IPL 2022 LIVE: নায়ক রাহুল, ৩৬ রানে মুম্বইকে হারিয়ে দিল লখনউ
Lucknow Super Giants Vs Mumbai Indians, IPL 2022 LIVE: কে এল রাহুলের (KL Rahul) লখনউ সুপার জায়ান্টসের (LSG) বিরুদ্ধে আজ খেলতে নামছে রোহিত শর্মার (Rohit Sharma) মুম্বই ইন্ডিয়ান্স (MI)।
abp ananda Last Updated: 24 Apr 2022 11:35 PM
প্রেক্ষাপট
মুম্বই: একজন বর্তমান অধিনায়ক ভারতীয় ক্রিকেট দলের। আরেকজন ভারতীয় ক্রিকেট দলের ভবিষ্যৎ অধিনায়ক হওয়ার দৌড়ে ভীষণভাবে এগিয়ে। আজ আইপিএল - এ ২২ গজে মুখোমুখি তারা। কে এল রাহুলের (KL Rahul) লখনউ সুপার...More
মুম্বই: একজন বর্তমান অধিনায়ক ভারতীয় ক্রিকেট দলের। আরেকজন ভারতীয় ক্রিকেট দলের ভবিষ্যৎ অধিনায়ক হওয়ার দৌড়ে ভীষণভাবে এগিয়ে। আজ আইপিএল - এ ২২ গজে মুখোমুখি তারা। কে এল রাহুলের (KL Rahul) লখনউ সুপার জায়ান্টসের (LSG) বিরুদ্ধে আজ খেলতে নামছে রোহিত শর্মার (Rohit Sharma) মুম্বই ইন্ডিয়ান্স (MI)। এখনও পর্যন্ত এবারের টুর্নামেন্টে ৭ ম্যাচ খেলে একটিও ম্যাচে জিততে পারেনি রোহিত শর্মার দল। অন্যদিকে প্রথমবার আইপিএলে আত্মপ্রকাশেই চমক দেখিয়েছে লখনউ। রাহুলের নেতৃত্বে ৭ ম্যাচ খেলে এখনও পর্যন্ত ৪ ম্যাচ জিতেছে লখনউ। আজ আইপিএলে লখনউ সুপারজায়ান্টস বনাম মুম্বই ইন্ডিয়ান্সকোথায় খেলাওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বইপয়েন্ট টেবিলে কে, কোথায়?আইপিএলে পয়েন্ট টেবিলে এখনও পর্যন্ত ৭ ম্যাচের মধ্যে ৪টি ম্যাচে জিতেছে লখনউ। পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে রয়েছে কে এল রাহুলের দল। অন্যদিকে সমসংখ্যক ম্যাচ খেললেও এখনও পর্যন্ত একটিও ম্যাচে জয়ের মুখ দেখেনি মুম্বই ইন্ডিয়ান্স। রোহিতের নেতৃত্বাধীন দল পয়েন্ট টেবিলে একেবারে তলানিতে রয়েছে। মুখোমুখি মহারণএবারই প্রথমবার আইপিএলে খেলছে লখনউ। ২ দল একটিই মাত্র ম্যাচে এখনও পর্যন্ত মুখোমুখি খেলেছে। সেই ম্যাচে ১৮ রানে মুম্বইকে হারিয়ে দেয় লখনউ। অপরাজিত ১০৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন রাহুল। লখনউ প্রথমে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ১৯৯ রান বোর্ডে তুলেছিল। এরপর রান তাড়া করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৮১ রানই বোর্ডে তুলতে সক্ষম হয় রোহিত বাহিনী।আইপিএলে কে কোথায়?এখনও পর্যন্ত ৭ ম্যাচ খেলে ৬ ম্যাচই জিতেছে গুজরাত টাইটান্স। তারা পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে। ৭ ম্যাচ খেলে পাঁচটি জিতে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছ সানরাইজার্স হায়দরাবাদ। পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রাজস্থান রয়্যালস। তারাও ৭ ম্যাচ খেলে ৫টি ম্যাচ জিতেছে। ফাফ ডু প্লেসির আরসিবি ৮ ম্যাচ খেলে ৫টি ম্যাচ জিতেছে। তারা চতুর্থ স্থানে রয়েছে। পঞ্চম স্থানে রয়েছে লখনউ সুপারজায়ান্টস।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
LSG vs MI Live: ৩৬ রানে জয়ী লখনউ
২৭ বলে ৩৮ রান করে ফিরলেন তিলক বর্মা। ১৩২/৮ স্কোরে আটকে গেল মুম্বই। ৩৬ রানে জয়ী লখনউ।