Lucknow Super Giants vs Royal Challengers Bangalore: আঁধার নামল লখনউ শিবিরে, ১৪ রানে জিতে রাজস্থানের সামনে কোহলিরা

LSG vs RCB, IPL 2022- Eliminator, Eden Gardens: বুধবার ইডেনে আইপিএলের এলিমিনেটরে মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও লখনউ সুপার জায়ান্টস। যে ম্যাচের আগে দুই শিবিরই চোট সমস্যায় উদ্বেগে।

abp ananda Last Updated: 26 May 2022 12:17 AM

প্রেক্ষাপট

কলকাতা: এক দলের ফ্যান বেস আইপিএলের (IPL) দলগুলির মধ্যে সবচেয়ে বড় বললে খুব একটা ভুল হয় না। বরাবরের তারকাখচিত দল। অন্যদল আবার এবারের আইপিএলে প্রথমবার নেমেছে। এবং নেমেই প্লে অফে উঠে...More

LSG vs RCB, Live Score: ১৪ রানে জয়ী আরসিবি

৫৮ বলে ৭৯ রান করে ফিরলেন কে এল রাহুল। পরের বলেই আউট ক্রুণাল পাণ্ড্য (০)। শেষ পর্যন্ত ১৯৩/৬ স্কোরে আটকে গেল লখনউ। ১৪ রানে ম্যাচ জিতে দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা করে নিল আরসিবি।