LSG vs RCB, IPL 2023 Live : প্রত্যাঘাত বোলারদের, লখনউকে অলআউট করে ১৮ রানে ম্যাচ জিতল আরসিবি
IPL 2023, Match 43, LSG vs RCB : সোমবারের সুপার-ডুয়েলে মুখোমুখি লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
অলআউট লখনউ। মাত্র ১০৮ রানে। ১৮ রানে ম্যাচ জিতল আরসিবি।
১৯ ওভারের শেষে ৯ উইকেটে ১০৪ রান লখনউয়ের। শেষ ওভারে ম্যাচ জিততে প্রয়োজন ২৩ রান।
১০০ রানের গণ্ডি টপকাল লখনউ সুপার জায়ান্টস। ১৮.৪ ওভারে ৯ উইকেটে ১০৩ রান তাদের। ব্যাট করতে নামলেন কে এল রাহুল।
১৪ ওভারের শেষে ৭ উইকেটে ৭৪ রান লখনউ সুপার জায়ান্টসের। শেষ ৬ ওভারে জিততে প্রয়োজন ৫৩ রান।
১২ ওভারের শেষে ৭ উইকেটে ৬৯ রান লখনউয়ের।
৭ ওভারের শেষে ৫ নম্বর উইকেট হারাল লখনউ সুপার জায়ান্টস। রান ৩৮ রান।
গ্লেন ম্যাক্সওয়েলের বলে মারতে গিয়ে বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে বসলেন ক্রুণাল পাণ্ড্য (১৪)। ৪ ওভারের শেষে লখনউয়ের স্কোর ২ উইকেটে ২১ রান।
প্রথম ওভারেই ধাক্কা খেল লখনউ সুপার জায়ান্টস। খাতা খোলার আগেই কাইল মায়ার্সকে (০) সাজঘরে ফেরালেন মহম্মদ সিরাজ।
নির্ধারিত ২০ ওভারের শেষে ৯ উইকেটে ১২৬ রান তুলল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
১৯ ওভারের শেষে ৭ উইকেটে ১২০ রান আরসিবি-র।
বৃষ্টি বিঘ্ন থেমে ফের শুরু খেলা। ১০০ রানের গণ্ডি শেষমেশ টপকাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ১৭ ওভারের শেষে আরসিবি-র স্কোর ৫ উইকেটে ১১০ রান।
বৃষ্টির জেরে খেলা বন্ধ। আপাতত বেশ জোরেই বৃষ্টি চলছে লখনউতে। বৃষ্টি নামার আগে পর্যন্ত ১৫.২ ওভারে ৪ উইকেটে আরসিবির স্কোর ৯৩ রান।
১৪ ওভারের শেষে ৩ উইকেটে ৮৯ রান আরসিবি-র
৮ ওভারের শেষে বিনা উইকেটে ৫৬ রান রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের।
পাওয়ার প্লে-র শেষে ৬ ওভারে বিনা উইকেটে ৪২ রান রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের।
খুঁড়িয়ে মাঠ ছাড়তে হল কে এল রাহুলকে। চোট গুরুতর বলেই আশঙ্কা।
বিরাট কোহলি ও ফাফ ডু প্লেসি-র ঝোড়ো শুরু। ২ ওভারের শেষে আরসিবি-র স্কোর বিনা উইকেটে ১৬ রান।
ব্যাঙ্গালোর দলে জয় হ্যাজেলউড। দলে অনুজ রাওয়াতও।
তুলনামূলক নিচু থাকতে পারে একনা স্টেডিয়ামের পিচ। কেমন রান ওঠে সেটাই দেখার।
প্রেক্ষাপট
লখনউ : সোমবারের সুপার-ডুয়েলে মুখোমুখি লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। ইতিমধ্যে আইপিএলে এ যাবৎ নিজেদের আটটি ম্য়াচের মধ্যে ৬টিই ঘরের মাঠে খেলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। তবে এবারে বাক্স প্যাঁটরা গুছিয়ে বেরিয়ে পড়তে হয়েছে বিরাট কোহলি-ফাফ ডুপ্লেসিদের। বাকি ৬ ম্যাচের মধ্যে ৫টিই প্রতিপক্ষের ডেরায় গিয়ে খেলতে হবে কোহলিদের। যার প্রথমটি লখনউয়ে। সোমবার কোহলিদের প্রতিপক্ষ কে এল রাহুলের লখনউ সুপার জায়ান্টস (LSG)।
কেন ঘরের মাঠে পরপর ম্যাচ খেলে নিতে হয়েছে কোহলিদের? কারণ, কর্নাটকে বিধানসভা নির্বাচন রয়েছে। যে কারণে পরের দিকে আর ম্যাচ আয়োজনের অনুমতি পাবে না আরসিবি। চিন্নাস্বামীতে যেমন ম্যাচ জিতেছে আরসিবি, তেমনই বরাবরের মতো ব্যাটিং অর্ডারে বিগ থ্রি-র ওপর অতিরিক্ত নির্ভরশীলতে প্রকট হয়ে পড়েছে। বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসি ও গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাট চললে আরসিবি হিট। তিনজন ফ্লপ করলেও মুখ থুবড়ে পড়বে দলও। রজত পতিদার চোটের জন্য গোটা টুর্নামেন্ট থেকেই ছিটকে যাওয়ার পর আর কোনও বিকল্প তুলে আনতে পারেনি আরসিবি। ব্যাট হাতে ধারাবাহিকতার অভাবে ভুগছেন দীনেশ কার্তিকও।
লখনউয়ের একানা স্টেডিয়ামের পিচ মন্থর। বল পড়ে চিন্নাস্বামীর মতো দ্রুত গতিতে ব্যাটে আসবে না। যে পিচে পরীক্ষা দিতে হবে আরসিবি ব্যাটিংকে। লখনউ সুপার জায়ান্টস দুদিন আগেই মোহালিতে রেকর্ড গড়ে ম্যাচ জিতে ফিরেছে। আত্মবিশ্বাসে টগবগ করছেন রাহুলরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -