LSG vs GT live: পুরান, মারক্রামের ইনিংসে ছয় উইকেটে গুজরাত টাইটান্সকে হারাল লখনউ সুপার জায়ান্টস

LSG vs GT:

ABP Ananda Last Updated: 12 Apr 2025 07:39 PM

প্রেক্ষাপট

লখনউ: শনিবার আইপিএলে (IPL 2025) ডাবল হেডার। অর্থাৎ আজ দুটো ম্য়াচ এই মেগা টুর্নামেন্টে। যার প্রথম ম্যাচেই হাইভোল্টেজ মহারণে মুখোমুখি হতে চলেছে লখনউ সুপারজায়ান্টস ও গুজরাত টাইটান্স। নিজেদের ঘরের মাঠে খেলতে...More

LSG vs GT Live Updates: লখনউয়ের জয়

পরপর বলে চার, ছক্কা মেরে লখনউয়ের জয় সুনিশ্চিত করলেন আয়ুষ বাদোনি। তিন বল বাকি থাকতে ম্যাচ জিতল লখনউ।