চেন্নাই: আইপিএল (IPL 2024) শুরুর আর ২৪ ঘণ্টাও বাকি নেই। তার আগেই বড় ধামাকা। চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) নেতৃত্ব ছাড়লেন মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni)। সিএসকের হলুদ ব্রিগেডের নতুন নেতা হলেন রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)।


মহেন্দ্র সিংহ ধোনি আইপিএলের সফলতম অধিনায়ক। যুগ্মভাবে সর্বাধিক পাঁচটি খেতাব জয়ের কৃতিত্ব রয়েছে মহেন্দ্র সিংহ ধোনির দখলে। গত মরশুমেই তিনি চেন্নাই সুপার কিংসকে পঞ্চম আইপিএল খেতাব এনে দিয়েছিলেন। এ মরশুমেই ফের একবার তাঁর তত্ত্বাবধানে ষষ্ঠ খেতাব জয়ের আশায় মাঠে নামার অপেক্ষা করছিল সিএসকে। তবে ধোনি বরাবরই নিজের সিদ্ধান্তে সকলকে চমকে দিয়ে থাকেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরটাও এমনভাবেই হঠাৎ করে ঘোষণা করেছিলেন। ঠিক সেইভাবেই মরশুমের প্রথম ম্যাচের ঠিক আগেই সকলকে চমকে নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন মাহি।


 






তবে এই প্রথম নয়, ধোনি কিন্তু সিএসকের হলুদ ব্রিগেডের নেতৃত্ব এর আগেও একবার ছেড়েছিলেন। ২০২১ সালে আইপিএল জয়ের পর, ২০২২ মরশুমের আগেই রবীন্দ্র জাডেজাকে নেতৃত্ব হস্তান্তরিত করেছিলেন ধোনি। জাডেজা অধিনায়ক হিসাবে নিজের সেরাটা দিতে পারেননি। তাঁর নেতৃত্বে দল তেমন সাফল্য না পেলে টুর্নামেন্টের মাঝপথেই দায়িত্ব ছাড়েন তারকা অলরাউন্ডার। ফের একবার দায়িত্ব এসে পড়ে ধোনির কাঁধে। এক মরশুম পরেই ফের একবার দায়িত্ব ছাড়লেন কিংবদন্তি অধিনায়ক।


ধোনির বয়স বহুদিনই ৪০-র গণ্ডি পার করেছে। তাঁর আইপিএল ভবিষ্যত নিয়েও চলছে জল্পনা। ধোনির এটাই শেষ আইপিএল মরশুম হতে চলেছে বলে কোনও কোনও মহল মনে করছে। ধোনি পরবর্তী সময়ে সিএসকের নেতৃত্ব কার হাতে উঠবে সেই নিয়ে তাই বহুদিন ধরেই জল্পনা চলছিল। অনেকেই রুতুরাজকে যোগ্য উত্তরসূরি বলে মনে করছিলেন। শেষমেশ তাঁর হাতেই সিএসকের নেতৃত্ব উঠল।


২০১৯ সাল থেকে রুতু সিএসকের সঙ্গে যুক্ত রয়েছেন। হলুদ জার্সিতে খেলেছেন ৫২টি ম্যাচও। আইপিএলে তাঁর কাছে অধিনায়কত্ব নতুন হলেও, তিনি কিন্তু ঘরোয়া ক্রিকেটে মহারাষ্ট্রকে নেতৃত্ব দেন। তাই অধিনায়কত্বের অভিজ্ঞতা তাঁর রয়েইছে। তবে ধোনির জুতোয় পা গলানো যে একেবারেই সহজ হবে না, তা বলাই বাহুল্য।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


আরও পড়ুন: আইপিএলের মঞ্চে সিএকে-আরসিবির মুখোমুখি দ্বৈরথে এগিয়ে কোন দল?