নয়াদিল্লি: চলতি আইপিএল (IPL 2024) মরশুমে নিজের আগুনে গতির বোলিংয়ে শোরগোল ফেলে দিয়েছেন ময়ঙ্ক যাদব (Mayank Yadav)। আইপিএলে নিজের প্রথম দুই ম্যাচেই তিনটি করে উইকেট নিয়েছিলেন তিনি। তবে চোটের জেরে তিনি বেশ কিছুদিন হল মাঠের বাইরে রয়েছেন। আজ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মাঠে নামছে ময়ঙ্কের দল লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। এই ম্যাচে কি প্রত্যাবর্তন ঘটাবেন তরুণ ফাস্ট বোলার?
সিএসকের বিরুদ্ধে ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে লখনউয়ের বোলিং কোচ মর্নি মর্কেলকে (Morne Morkel) ময়ঙ্কের প্রত্য়াবর্তন নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে মর্কেল স্পষ্ট জানিয়ে দেন তিনি হলুদ ব্রিগেডের বিরুদ্ধে খেলবেন না। এমনকী, দলের সঙ্গে চেন্নাইয়ে আসেনওনি ময়ঙ্ক। মর্কেল বলেন, 'ও লখনউতেই রয়েছে। আমরা ওকে সম্পূর্ণ সুস্থ হওয়ার জন্য বাড়তি দুই তিনদিন দিতে চাই। এই অবস্থায় শুধু শুধু যাতে সফরের ধকলের মধ্যে দিয়ে না যেতে হয়, তাই ওকে ছাড়াই আমরা সফর করেছি। ও লান্স ক্লুজনার (সহকারী কোচ) এবং বাকি কয়েকজন ক্রিকেটারের সঙ্গে লখনউতেই রয়েছে। আমার মনে হয় পরবর্তী ম্যাচে বা তার আশেপাশ সময়েই ওকে ফেরানো হতে পারে।'
অর্থাৎ শনিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে ময়ঙ্ককে ২২ গজে দেখা যেতে পারে। ময়ঙ্কের বোলিং এবং তাঁর উন্নতিতে যে তিনিও বেশ প্রভাবিত হয়েছেন, তা অকপটেই জানান মর্কেল। 'ওর উন্নতিতে আমরা সন্তুষ্ট। তিন, চারদিন আগে বোলিং করাও শুরু করেছে ও। মাঠে ফেরাটা এবার কেবল সময়ের অপেক্ষা। ও যেহেতু ১৫০ কিমি প্রতি ঘণ্টায় বল করতে সক্ষম, তাই ওর থেকে প্রত্যাশাটাও বেশি। ও মানসিক এবং শারীরিকভাবে যাতে নিজের চার ওভারই এই গতিতে বল করার জন্য সঠিক জায়গায় থাকে, আত্মবিশ্বাসী থাকে, সেটা দেখতে হবে।'
লখনউ আপাতত সাতের মধ্যে চারটি ম্যাচ জিতে লিগ তালিকায় পাঁচে রয়েছে। ঠিক তাদের আগেই রয়েছে সিএসকে। হলুদ ব্রিগেডও সাত ম্যাচে আট পয়েন্ট পয়েছে। তবে নেট রান রেটের বিচারে এগিয়ে রয়েছে সিএসকে। অবশ্য আজ হলুদ ব্রিগেডকে পিছনে ফেলার হাতছানি রয়েছে লখনউয়ের সামনে। তবে চিপকে সিএসকেকে হারানো যে সহজ হবে না, তা বলাই বাহুল্য।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: সারেনি চোট! আইপিএল থেকে ছিটকেই গেলেন দিল্লি ক্যাপিটালস তারকা?