MI Vs CSK, IPL 2022 LIVE: দুরন্ত ধোনি, টানা সাত ম্যাচে হার রোহিতের মুম্বইয়ের
MI vs CSK Live: আইপিএলের সবচেয়ে সফল দুই দল। কিন্তু এবারের টুর্নামেন্টে ব্যর্থ। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ছয় ম্যাচে একটিও জিততে পারেনি। চেন্নাই সুপার কিংস ৬ ম্যাচ খেলে ১ টি ম্যাচ জিতেছে।
শেষ ওভারে দরকার ছিল ১৭ রান। জয়দেব উনাদকাটকে একটি ছক্কা ও জোড়া চার মেরে চেন্নাই সুপার কিংসকে জেতালেন মহেন্দ্র সিংহ ধোনি। টানা সপ্তম হার মুম্বই ইন্ডিয়ান্সের।
মাত্র ৩ রান করে ফিরলেন রবীন্দ্র জাডেজা। ১৬ ওভারে চেন্নাইয়ের স্কোর ১০৬/৬।
১০ ওভারের শেষে চেন্নাইয়ের স্কোর ৬৮/৩।
প্রথম বলেই রুতুরাজ গায়কোয়াড়কে ফেরালেন ড্যানিয়েল স্যামস। ফিরে গেলেন স্যান্টনারও (১১ রান)। ৪ ওভারের শেষে মুম্বই ২৯/২।
৪৩ বলে ৫১ রান তিলক বর্মার। ৯ বলে ১৯ রান জয়দেব উনাদকটের। মুম্বই তুলল ১৫৫/৭।
৯ বলে ১৪ রান করে ফিরলেন কায়রন পোলার্ড। ১৯ ওভারের শেষে মুম্বই ১৩৯/৭।
২১ বলে ৩২ রান করে ফিরলেন সূর্যকুমার যাদব। ১৩ ওভারের শেষে মুম্বই ৮৩/৪।
মুকেশ চৌধুরীর বলে কট বিহাইন্ড হয়ে গেলেন ডেওয়াল্ড ব্রেভিস। ৬ ওভারের শেষে মুম্বইয়ের স্কোর ৪২/৩।
প্রথম ওভারেই রোহিত শর্মাকে তুলে নিয়ে মুম্বইকে বড় ধাক্কা বাঁহাতি পেসার মুকেশ চৌধুরীর। ওই ওভারেই ঈশান কিষাণের (০) স্টাম্প ছিটকে দিলেন। ১ ওভারে মুম্বই ৬/২।
প্রেক্ষাপট
মুম্বই: আইপিএলের (IPL) সবচেয়ে সফল দুটো দল। কিন্তু এবারের টুর্নামেন্টে এই দুটো দলই সবচেয়ে বেশি ব্যর্থ। এখনও পর্যন্ত পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স (MI) ছয় ম্যাচ খেলে একটি ম্য়াচও জিততে পারেনি। অন্যদিকে চেন্নাই সুপার কিংস (CSK) এখনও পর্যন্ত ৬ ম্যাচ খেলে ১ টি ম্যাচ জিতেছে। আজ ২ দল পরস্পরের মুখোমুখি হতে চলেছে ২২ গজে। আইপিএলের এল ক্লাসিকো আজ। কে বাজিমাত করবে, তা দেখার এখন।
পয়েন্ট টেবিলে কে কোথায়?
আইপিএলে এখনও পর্যন্ত ৬ ম্যাচ খেলে কোনও ম্যাচ জিততে পারেনি মুম্বই ইন্ডিয়ান্স। পয়েন্ট টেবিলে দশ নম্বরে রয়েছে রোহিত ব্রিগেড। চেন্নাই সুপার কিংসও এখনও পর্যন্ত ৬ ম্যাচ খেলে মাত্র ১ ম্যাচ জিতেছে। তারা নয় নম্বরে রয়েছে।
ছয় ম্যাচের সবকটিতে হার। পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের (MI) কাছে এবারের আইপিএল (IPL) যেন দুঃস্বপ্নের হয়ে উঠেছে। যেখানে পয়েন্ট টেবিলে নিঃস্ব রোহিত শর্মারা (Rohit Sharma)। দলের হাল ফেরাতে টুর্নামেন্টে ধারাভাষ্য়কার হিসাবে কাজ করা ক্রিকেটারকে দলে নিতে চলেছেন রোহিত শর্মারা? মুম্বই ইন্ডিয়ান্সে কি যোগ দিচ্ছেন পেসার ধবল কুলকার্নি? সূত্রের খবর সেরকমই। ৩৩ বছর বয়সী ধবল চলতি আইপিএলে ধারাভাষ্য দিচ্ছেন। আইপিএলের মেগা নিলামে ধবল কুলকার্নিকে কোনও দলই কেনেনি। তিনি এর আগে ২০২১ সাল পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্স দলের অংশ ছিলেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -