MI Vs CSK, IPL 2022 LIVE: দুরন্ত ধোনি, টানা সাত ম্যাচে হার রোহিতের মুম্বইয়ের

MI vs CSK Live: আইপিএলের সবচেয়ে সফল দুই দল। কিন্তু এবারের টুর্নামেন্টে ব্যর্থ। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ছয় ম্যাচে একটিও জিততে পারেনি। চেন্নাই সুপার কিংস ৬ ম্যাচ খেলে ১ টি ম্যাচ জিতেছে।

abp ananda Last Updated: 21 Apr 2022 11:27 PM

প্রেক্ষাপট

মুম্বই: আইপিএলের (IPL) সবচেয়ে সফল দুটো দল। কিন্তু এবারের টুর্নামেন্টে এই দুটো দলই সবচেয়ে বেশি ব্যর্থ। এখনও পর্যন্ত পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স (MI) ছয় ম্যাচ খেলে একটি ম্য়াচও জিততে...More

MI vs CSK Live: ধোনি জেতালেন চেন্নাইকে

শেষ ওভারে দরকার ছিল ১৭ রান। জয়দেব উনাদকাটকে একটি ছক্কা ও জোড়া চার মেরে চেন্নাই সুপার কিংসকে জেতালেন মহেন্দ্র সিংহ ধোনি। টানা সপ্তম হার মুম্বই ইন্ডিয়ান্সের।