MI Vs PBKS, IPL 2022 LIVE: ব্যর্থ ব্রেভিস, সূর্যর লড়াই, ১২ রানে ম্যাচ জিতে নিল পাঞ্জাব
IPL 2022 Live: আইপিএলে (IPL) চলতি মরসুম ভাল যাচ্ছে না রোহিত-শর্মা নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians)। এর আগের চারটি ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে। আজ সামনে পাঞ্জাব কিংস।
শেষ ওভারে তিন উইকেট তুলে নিলেন ওডিয়েন স্মিথ। পাঞ্জাবের ১৯৮ রান তাড়া করতে নেমে ১৮৬/৯ স্কোরে আটকে গেল মুম্বই ইন্ডিয়ান্স। ১২ রানে জয়ী পাঞ্জাব।
৩০ বলে ৪৩ রান করে ফিরলেন সূর্যকুমার যাদব। ম্যাচ জিততে আর ৮ বলে ২২ রান চাই। মুম্বইয়ের স্কোর ১৭৭/৬।
১৬ ওভারের শেষে মুম্বইয়ের স্কোর ১৫০/৪। ২৪ বলে ৪৯ রান চায ম্যাচ জিততে।
২৫ বলে ৪৯ রান করে আউট হলেন ডেওয়াল্ড ব্রেভিস। আগের বলেই তাঁর ক্যাচ ফেলেছিলেন বৈভব অরোরা। ১৯ বলে ৩৫ রান করে ক্রিজে তিলক বর্মা। মুম্বইয়ের স্কোর ১১৭/৩।
পুণেতে বেবি এবির ধামাকা। রাহুল চাহারকে এক ওভারে ৪টি ছক্কা মারলেন। সব মিলিয়ে এক ওভারে উঠল ২৯ রান। ৯ ওভারের শেষে মুম্বইয়ের স্কোর ৯২/২।
পরপর ২ ওভারে দুই ওপেনারকে হারাল মুম্বই। ১৭ বলে ২৮ রান করে ফিরলেন রোহিত শর্মা। ঘাতক কাগিসো রাবাডা। মাত্র ৩ রান করে বৈভব অরোরার বলে ফিরলেন ঈশান কিষাণ। মুম্বইয়ের স্কোর ৪.২ ওভারে ৩১/২।
৩ ওভারের শেষে মুম্বইয়ের স্কোর বিনা উইকেটে ২৫ রান। ক্রিজে রোহিত ও ঈশান কিষাণ।
৫০ বলে ৭০ রান করে আউট হলেন শিখর ধবন। শেষ দিকে ব্যাটে ঝড় তোলেন পাঞ্জাবের দুই ব্যাটার জিতেশ শর্মা ও শাহরুখ খান। ১৪ বলে ৩০ রান করেন জিতেশ। দু'টি করে চার ও ছক্কা মারেন তিনি। ৬ বলে ১৫ রান করেন শাহরুখ। ২০ ওভারে পাঞ্জাবের স্কোর ১৯৮/৫।
জনি বেয়ারস্টোকে (১২ রান) ফেরালেন জয়দেব উনাদকাট। বুমরার ইয়র্কারে মাত্র ২ রান করে ফিরলেন লিয়াম লিভিংস্টোন। ১৫ ওভারের শেষে পাঞ্জাব ১৩২/৩।
৩৭ বলে হাফসেঞ্চুরি শিখর ধবনের। ১৩.৩ ওভারে পাঞ্জাবের স্কোর ১২৬/১।
৩২ বলে ৫২ রান করে আউট হলেন ময়ঙ্ক অগ্রবাল। পাঞ্জাবের স্কোর ৯৭/১।
৭ ওভারের শেষে পাঞ্জাবের স্কোর বিনা উইকেটে ৭০ রান।
৫ ওভারের শেষে পাঞ্জাবের স্কোর ৫৩/০।
ঝোড়ো শুরু ময়ঙ্ক অগ্রবাল-শিখর ধবনের। ১ ওভারের শেষে পাঞ্জাব কিংসের স্কোর ১০/০।
আজ পুরনো দলের বিরুদ্ধে নামবেন রাহুল চাহার। যদিও তিনি বলছেন, 'এতে আলাদা অনুভূতি নেই। আমি তো দাদা দীপক চাহারের বিরুদ্ধেও খেলেছি।'
প্রেক্ষাপট
পুনে: আইপিএলে (IPL) চলতি মরসুম ভাল যাচ্ছে না রোহিত-শর্মা নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians)। এর আগের চারটি ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে। এমনকী এখনও ঠিকঠাক প্রথম একাদশই তৈরি হয়নি। ব্যাটিং, বোলিং বা ফিল্ডিং- কোনওটিতেই নিজেদের সেরাটা দিতে ব্যর্থ হয়েছে এমআই। এই পরিস্থিতিতে আজ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নামছে পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স।
এর আগের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে দুই জন বিদেশি খেলোয়াড় নামিয়েছিল- ডেওয়াল্ড ব্রেভিস ও কাইরন পোলার্ডকে। তাই এবার রিলে মেরেডিথ ও ফ্যাবিয়েন অ্যালেনকে দেখে নিতে পারেন রোহিত।
মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য প্রথম একাদশ:- ইশান কিষাণ (উইকেটকিপার), রোহিত শর্মা (ক্যাপ্টেন), সূর্যকুমার যাদব, তিলক বর্মা, ডেওয়াল্ড ব্রেভিস, কায়রন পোলার্ড, ফ্যাবিয়ান অ্যালেন, মুরুগান অশ্বিন, জসপ্রীত বুমরাহ, টাইমাল মিলস, জয়দেব উদানকাট/বাসিল থাম্পি।
পাঞ্জাব কিংসের সম্ভাব্য প্রথম একাদশ: শিখর ধাওয়ান, মায়াঙ্ক আগরওয়াল (ক্যাপ্টেন), জনি বেয়ারস্টো (উইকেটকিপার), লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা, শাহরুখ খান, ওডিন স্মিথ, কাগিসো রাবাদা, রাহুল চাহার, বৈভব আরোরা, অর্শদীপ সিং।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -