MI Vs PBKS, IPL 2022 LIVE: ব্যর্থ ব্রেভিস, সূর্যর লড়াই, ১২ রানে ম্যাচ জিতে নিল পাঞ্জাব

IPL 2022 Live: আইপিএলে (IPL) চলতি মরসুম ভাল যাচ্ছে না রোহিত-শর্মা নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians)। এর আগের চারটি ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে। আজ সামনে পাঞ্জাব কিংস।

abp ananda Last Updated: 13 Apr 2022 11:28 PM

প্রেক্ষাপট

পুনে: আইপিএলে (IPL) চলতি মরসুম ভাল যাচ্ছে না রোহিত-শর্মা নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians)। এর আগের চারটি ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে। এমনকী এখনও ঠিকঠাক প্রথম একাদশই তৈরি হয়নি। ব্যাটিং,...More

MI vs PBKS Live: ১২ রানে জয়ী পাঞ্জাব

শেষ ওভারে তিন উইকেট তুলে নিলেন ওডিয়েন স্মিথ। পাঞ্জাবের ১৯৮ রান তাড়া করতে নেমে ১৮৬/৯ স্কোরে আটকে গেল মুম্বই ইন্ডিয়ান্স। ১২ রানে জয়ী পাঞ্জাব।