MI vs RCB, IPL 2023 Live: বিরাট, ফাফের অর্ধশতরান, ৮ উইকেটে দুরন্ত জয় আরসিবির
IPL 2023, Match 5, MI vs RCB: মরসুম শুরুর পূর্বে অধিনায়কদের বৈঠকে শুক্রবার রোহিত অনুপস্থিত ছিলেন। তারপর থেকেই তাঁর রবিবারের ম্যাচ খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছিল।
ABP Ananda Last Updated: 02 Apr 2023 11:05 PM
প্রেক্ষাপট
গত মরসুমটা মুম্বই ইন্ডিয়ান্সের জন্য অনেকটা দুঃস্বপ্নের মতোই কেটেছিল। লিগ তালিকায় সবার নীচে শেষ করেছিল টুর্নামেন্টের রেকর্ড চ্যাম্পিয়নরা। নতুন মরসুমে নতুন উদ্যমে আবারও মাঠে নামতে চলেছে মুম্বই। প্রথম ম্যাচেই তাঁদের...More
গত মরসুমটা মুম্বই ইন্ডিয়ান্সের জন্য অনেকটা দুঃস্বপ্নের মতোই কেটেছিল। লিগ তালিকায় সবার নীচে শেষ করেছিল টুর্নামেন্টের রেকর্ড চ্যাম্পিয়নরা। নতুন মরসুমে নতুন উদ্যমে আবারও মাঠে নামতে চলেছে মুম্বই। প্রথম ম্যাচেই তাঁদের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB vs MI)। এই ম্যাচে অবশ্য মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) খেলা নিয়ে জল্পনা-কল্পনা ছিলই। রোহিত কি ফিট? তিনি কি মাঠে নামতে পারবেন? ম্যাচের আগে দলের অধিনায়কের ফিটনেস আপডেট দিলেন কোচ মার্ক বাউচার (Mark Boucher)।মরসুম শুরুর পূর্বে অধিনায়কদের বৈঠকে শুক্রবার রোহিত অনুপস্থিত ছিলেন। তারপর থেকেই তাঁর রবিবারের ম্যাচ খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে বাউচার সাংবাদিক সম্মেলনে স্পষ্ট জানিয়ে দিলেন যে রোহিত রবিবার মাঠে নামার জন্য প্রস্তুত। তিনি বলেন, 'হ্যাঁ, রোহিত সম্পূর্ণ ফিট। বিগত দুই দিন ও অনুশীলন করেছে এবং ১০০ শতাংশ ফিট। ওইদিন (বৈঠকের দিন) ওর শরীরটা ভাল লাগছিল না এবং সেই কারণেই আমরা ওকে ঘরেই থাকার পরামর্শ দিয়েছিলাম। সকলকে এমন প্রচুর ফটোশ্যুট করতে হয়। সত্যি বলতে ও তেমন বিশ্রামই পায় না, তাই ওর এই বিশ্রাম নেওয়াটা প্রয়োজনও ছিল।'চোটের জন্য এ মরসুমের আইপিএলে খেলতে পারবেন না যশপ্রীত বুমরা। তবে মাঠে নামার জন্য ফিট আরেক মুম্বই ফাস্ট বোলার জোফ্রা আর্চার (Jofra Archer)। ইংরেজ তারকা প্রসঙ্গে আপডেট দিতে গিয়ে বাউচার বলেন, 'জোফ্রা কালকের জন্য ১০০ শতাংশ প্রস্তুত। আজকেরটা ঐচ্ছিক অনুশীলন ছিল, তাই ওকে আজকে নেটে দেখা যায়নি। ওর মনে হয়েছে আজ অনুশীলন না করলেও, কালকে মাঠে নামার জন্য ও প্রস্তুত। আমাদের অনুশীলন ক্যাম্পে যোগ দেওয়ার পর ও যেভাবে ফিট হয়েছে, তাতে আমরা সন্তুষ্ট। কাল ও খেলছেই।'
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
MI vs RCB Live: জয় আরসিবির
৮ উইকেটে দুরন্ত জয় আরসিবির।