শারজা: রবিবার আইপিএলে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদ| দুই দলই চারটির মধ্যে দুটি করে ম্যাচ জিতেছে| তবে মুম্বই তিন ম্যাচে ১৯০ এর ওপর রান তুলেছে| হায়দরাবাদের সর্বোচ্চ স্কোর যেখানে ১৬৪|


মুম্বইয়ের হার্দিক ও পোলার্ড ছন্দে| হায়দরাবাদ মিডল অর্ডারে ঝোড়ো ব্যাটিংয়ের জন্য অনভিজ্ঞ প্রিয়ম, অভিষেক ও আব্দুলের ওপর নির্ভর করছে|

বোলিংয়ে মুম্বই এগিয়ে মূলত বুমরা ও বোল্টের জন্য| তবে নাথান কুল্টার নাইল সাইড স্ট্রেন সারিয়ে এখনও মাঠে নামতে পারেননি| তাঁর জায়গায় খেলছেন প্যাটিনসন| হায়দরাবাদ পরপর দু ম্যাচ জিতে নামছে| উইলিয়ামসন দলে সুযোগ পেয়েই রান করেছেন| আগের ম্যাচে চোট পেয়েছিলেন ভুবনেশ্বর কুমার| তিনি খেলতে না পারলে সুযোগ পেতে পারেন সন্দীপ শর্মা|
মুম্বই ইন্ডিয়ান্স

রোহিত শর্মা (অধিনায়ক)
কুইন্টন ডি'কক
সূর্যকুমার যাদব
ইশান কিষাণ
হার্দিক পাণ্ড্য
কায়রন পোলার্ড
ক্রুণাল পাণ্ড্য
জেমস প্যাটিনসন
রাহুল চাহার
ট্রেন্ট বোল্ট
যশপ্রীত বুমরা

সানরাইজার্স হায়দরাবাদ

ডেভিড ওয়ার্নার (অধিনায়ক)
জনি বেয়ারস্টো
মণীশ পাণ্ডে
কেন উইলিয়ামসন
প্রিয়ম গর্গ
অভিষেক শর্মা
আব্দুল সামাদ
ভুবনেশ্বর কুমার/সন্দীপ শর্মা
রশিদ খান
খলিল আমেদ
টি নটরাজন