চেন্নাই: ঘরের মাঠে দুই জয়ের পর বিগত দুই ম্যাচেই হারতে হয়েছে চেন্নাই সুপার কিংসকে (Chennai Super Kings)। সোমবার জয়ের সরণীতে ফিরতে মরিয়া সিএসকে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্সের (CSK vs KKR)। সেই ম্যাচের আগে চিপকে নেটে জোরকদমে অনুশীলন চালালেন মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni)।


বয়স ৪২ পেরিয়েছে কিন্তু, ধোনির খেলা দেখে অন্তত তা বোঝার জো নেই। ঝাঁপিয়ে ক্যাচ ধরছেন, ব্যাট হাতে মাঠে নেমেই বড় বড় শট হাঁকাচ্ছেন। সোনালি, লম্বা চুলে গোটা মাঠ এখনও দাপিয়ে বেড়াচ্ছেন মাহি। কেকেআরের বিরুদ্ধে জয়ের সরণীতে ফিরতে ধোনির মগজাস্ত্র তো বটেই, তাঁর ব্যাটিংও কিন্তু সিএসকের ক্ষেত্রে মহাগুরুত্বপূর্ণ হতে পারে। সেই প্রস্তুতিই সারলেন ধোনি। ফ্লিক, পুল থেকে স্ট্রেট ড্রাইভ, সবই বেরিয়ে এল তাঁর ব্যাট থেকে। 


 






এদিন সিএসকের অনুশীলন দেখতে মাঠে হাজির ছিলেন 'মিস্টার আইপিএল'ও। ধোনির ব্যাটিং একেবারে সামনে থেকে চাক্ষুষ করলেন সুরেশ রায়না, সঙ্গী রবীন্দ্র জাডেজা। নেটে ধোনির ব্যাটিং দৌরাত্ম্য কিন্তু নাইটদের জন্য অশনি সংকেত। ধোনি এবারের আইপিএলে ইতিমধ্যেই নিজের ব্যাটিংয়ের টিজার দিয়ে রেখেছেন। দিল্লির বিরুদ্ধে হলুদ ব্রিগেড হারলেও, ধোনির ব্যাট থেকে এসেছিল ১৬ বলে অপরাজিত ৩৭ রানের ইনিংস।


কেকেআরের বিরুদ্ধেও ফের একবার ধোনি ধমাকা দেখা যাবে? সেই আশাতেই রয়েছেন সমর্থকরা। তবে ধোনি দিল্লির বিরুদ্ধেও আট নম্বরে ব্য়াটে নেমেছিলেন। অনুরাগীরা চাইলেও, ব্যাটিং অর্ডারে মাহির প্রমোশন হয়নি। কেকেআরের বিরুদ্ধে কি মাহি পরিস্থিতি বুঝে ওপরের দিকে উঠে আসবেন? জবাব দেবে সময়।    


প্রথাগতভাবে চিপকের ময়দান স্পিনসহায়ক। পোক্ত স্পিন বোলিংয়েই নিজেদের ডেরায় সিএসকে একের পর এক ম্যাচ জিতে এসেছে। এই মরশুমে সেই পিচের চরিত্র বদলেছে। দুই ম্যাচে ফাস্ট বোলাররই নিয়েছেন ১৮টি উইকেট, যেখানে স্পিনারদের সংগ্রহ কেবল চারটি। তবে তা সত্ত্বেও ঘরের মাঠে দুই ম্যাচই জিতেছে সিএসকে। কেকেআর সেই বিজয়রথ থামাতে পারে কি না, সেটাই দেখার। ১৩টির বিরুদ্ধে ঘরের মাঠে নাইটদের বিরুদ্ধে নয়টি ম্যাচ জেতা সিএসকের পক্ষেই কিন্তু ইতিহাস। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: ক্ষোভের থেকে হাত থেকে রেহাই! বিশেষ উপায়ে দর্শকদের ধন্যবাদ জানালেন মুম্বই অধিনায়ক হার্দিক