লখনউ: মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni)। গ্যালারিভর্তি করতে যে কোনও ম্যাচে এই দলের টিম লিস্টে এই নাম থাকাটাই যথেষ্ট। কেবল ধোনিকে খেলতে দেখবেন বলে সম্প্রতি এক ব্যক্তি ৬৪ হাজার টাকা দিয়ে টিকিট কেটেছিলেন। তাঁর দর্শন পাওয়ার জন্য আপামর জনগণ আইপিএলের জন্য অপেক্ষা করে থাকেন। ধোনি খেললে, তা সে প্রতিপক্ষের মাঠই হোক না কেন, ধোনির দলের জার্সিতে ভরে যায় গ্যালারি। ওঠে মাহি, মাহি রব।


ধারবাহিক সাফল্যই এই প্রবল জনপ্রিয়তার প্রথম এবং একমাত্র কারণ? জবাবটা সম্ভবত না। মাঠ এবং মাঠের বাইরে নিজের ব্যবহারে বারংবার সমর্থকদের মন জিতেছেন ধোনি। ফের একবার শুক্রবার, ১৯ শে এপ্রিল সেই ছবি ধরা পড়ল। ধোনিকে এক বিশেষভাবে সক্ষম অনুরাগীর স্বপ্নপূরণ করলেন। সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরালও হয়েছে সেই ভিডিও।


একানা স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে (LSG vs CSK) ম্যাচের আগে ধোনি অনুশীলন করার সময় তাঁর ছবি হাতে এক সমর্থককে দেখতে পান। ধোনির দর্শন পাবেন, এই আশাতেই অপেক্ষারত ছিলেন সেই অনুরাগী। ধোনির ছবি আঁকা সেই কাগজে মাহি নিজেই সই করেন। ধোনির নিজের অনুরাগীর স্বপ্নপূরণের এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়তা লাভ করেছে।


 






 


অবশ্য এই প্রথম নয়, এবারের গোটা মরশুম জুড়েই মাঠ এবং মাঠের বাইরে মন জিতছেন ধোনি। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচেও ২২ গজের লড়াই শেষে ম্যাচে ব্যবহৃত বলটি সাজঘরে ফেরার সময় এক শিশুকে দিয়ে দেন। এবার ফের একবার অনুরাগীর ইচ্ছাপূরণ করে বাহবা কুড়োলেন মাহি। 


ম্যাচে অবশ্য ধোনির দল পরাজিতই হয়। ধোনি নয় বলে ২৮ রান করলেও, আট উইকেটে সহজেই সিএসকের বিরুদ্ধে জয় পায় লখনই সুপার জায়ান্টস।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: ভারতীয় কুস্তির সাফল্যের দিন, অলিম্পিক্সের টিকিট পাকা করলেন বিনেশসহ দুই মহিলা কুস্তিগির