নয়াদিল্লি: বর্তমানে রমরমিয়ে চলছে ভারত বনাম ইংল্যান্ডের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ়। তবে বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট, আইপিএল (IPL 2024) শুরুর ঘণ্টা বেজে গিয়েছে। এবারের আইপিএল শুরুর আগে যে বিষয়টি নিয়ে চর্চা সবথেকে বেশি, সেটা হল মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) অধিনায়ক বদলের সিদ্ধান্ত।
মুম্বই ইন্ডিয়ান্স তো বটেই, আইপিএলের ইতিহাসের সফলতম অধিনায়ক রোহিত (Rohit Sharma)। অধিনায়ক হিসাবে পাঁচ খেতাব জয়ের কৃতিত্ব রয়েছে রোহিতের। তবে সকলকে চমকে দিয়ে নতুন মরশুমের আগেই রোহিতকে সরিয়ে হার্দিক পাণ্ড্যকে (HardiK Pandya) অধিনায়ক নিয়োগ করে পল্টনরা। এই নিয়ে বিস্তর জলঘোলা অব্যাহত। এরই মাঝে খবর হার্দিক পাণ্ড্য ও রোহিত শর্মা সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো করে দিয়েছেন।
তবে সদ্যই মুম্বই ইন্ডিয়ান্স কোচ মার্ক বাউচার এক সাক্ষাৎকারে দাবি করেছেন যে রোহিতকে অধিনায়ক পদ থেকে সরিয়ে দেওয়ার মূল কারণ হল তাঁরা চান ব্যাটার রোহিত চাপমুক্ত হয়ে নিজের খেলাটা যাতে উপভোগ করতে পারেন। 'রোহিত দারুণ মানুষ এবং মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ভাল পারফর্ম করেছে। তিন ফর্ম্যাটে ভারতীয় দলকে নেতৃত্বও দিচ্ছে। বিগত কয়েক মরশুমে ও অধিনায়কত্ব ভাল করলেও, ব্যাটিংটা উপভোগ করেনি। আমরা অধিনায়কত্ব নিয়ে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিই যে ব্যাটার হিসাবে এটাই ওর স্বাধীনভাবে খেলার সেরা সুযোগ বলে আমাদের মনে হয়েছে। ও মাঠে নেমে অধিনায়কত্বের চাপ বাদে নিজের ব্যাটিংটা উপভোগ করুক, আমরা সেটাই চাই।' বলেন পল্টন কোচ।
তবে বাউচারের এই তত্ত্ব মানতে নারাজ ভারতীয় অধিনায়ক রোহিতের স্ত্রী রীতিকা। রোহিত এই গোটা বিষয়ে মুখে কুলুপ আঁটলেও, রীতিকা কিন্তু বুঝিয়ে দিয়েছেন যে বাউচারের কথা সঠিক নয়। বাউচারের সাক্ষাৎকারের সেই ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছে মুম্বই ইন্ডিয়ান্স। আর সেই ভিডিওর তলায় মন্তব্য করেছেন রীতিকা। তিনি লিখেছেন, 'কত কিছু ভুল রয়েছে এখানে..।' সেই মন্তব্য ঘিরে জল্পনা তৈরি হয়েছে। রীতিকার স্পষ্ট ইঙ্গিত, বাউচার যা বলেছেন তাতে অসঙ্গতি রয়েছে। নেপথ্যে আরও অনেক গল্প রয়েছে। সেই কাহিনি অবশ্য প্রকাশ্যে আসার সম্ভাবনা কম। এই গোটা বিষয়টি যে এত তাড়াতাড়ি শান্ত হওয়ার নয়, তা কিন্তু বলাই বাহুল্য।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: বিশ্ব কাঁপানো পাঁচ তরুণের সঙ্গে সৌরভ, সোনালি স্মৃতি উসকে দিল ছবি