পুণে: আজ আইপিএল-এ (IPL 2022) জোড়া ম্যাচ। বিকেলে দিনের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। এরপর সন্ধেবেলা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে আরসিবি। অন্যদিকে, তিন ম্যাচ খেলে এখনও একটিতেও জয় পায়নি রোহিত শর্মার (Rohit Sharma) মুম্বই। ঘুরে দাঁড়াতে মরিয়া রোহিতরা।
চলতি আইপিএল-এ খারাপ শুরু মুম্বইয়ের
এর আগে একাধিকবার এই ধরনের পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়েছে মুম্বই। ২০০৮, ২০১৪, ২০১৫ ও ২০১৮ সালের আইপিএল-এও মুম্বইয়ের শুরুটা খারাপ হয়েছিল। এবারও তাই ঘুরে দাঁড়ানোর বিষয়ে আশাবাদী মুম্বই শিবির।
ব্যাটিংয়ের পাশাপাশি এবার বোলিং ব্যর্থতাও মুম্বইকে ভোগাচ্ছে। বাসিল থাম্পি, টাইমাল মিলস, ড্যানিয়েল স্যামসরা প্রচুর রান দিচ্ছেন। এখনও বড় রান পাননি রোহিত ও দলের অন্যতম ভরসা কাইরন পোলার্ড। তবে ফর্মে আছেন সূর্যকুমার যাদব। যদিও জয় পেতে গেলে দলের সবাইকে ভাল পারফরম্যান্স দেখাতে হবে।
আত্মবিশ্বাসী আরসিবি
অন্যদিকে, তিন ম্যাচের মধ্যে দু’টিতে জয় পাওয়ায় আত্মবিশ্বাসী আরসিবি। নতুন অধিনায়ক ফাফ দু প্লেসি ভালভাবেই দল পরিচালনা করছেন। প্রথম তিন ম্যাচে দলে না থাকলেও, আজ ফিরছেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল। ফলে আরসিবি-র শক্তি বাড়বে। ব্যাটিং বিভাগে বিরাট, দীনেশ কার্তিকরা আরসিবি-র বড় ভরসা। বোলিং বিভাগে বাংলার আকাশ দীপ,মহম্মদ সিরাজ, হর্ষল পটেল ভরসা।
মুম্বইয়ের বোলিং বিভাগে প্রধান ভরসা জসপ্রীত বুমরাহর বিরুদ্ধে টি-২০ ম্যাচে কার্তিকের রেকর্ড বেশ ভাল। টি-২০ ম্যাচে একবারও কার্তিককে আউট করতে পারেননি বুমরাহ। এই পেসার অবশ্য় ম্যাক্সওয়েলের বিরুদ্ধে বেশ সফল। ১৫ বারের সাক্ষাতে ৭ বার ম্যাক্সওয়েলকে আউট করেছেন বুমরাহ। মুম্বইয়ের বিরুদ্ধে ১০ ম্যাচে ১৮ উইকেট নিয়েছেন হর্ষল।
আজ কখন, কোথায় দেখা যাবে খেলা?
আজ আরসিবি বনাম মুম্বই খেলা শুরু সন্ধে সাড়ে সাতটা থেকে। ভারতে সরাসরি খেলা দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। লাইভ স্ট্রিমিং দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ, ওয়েবসাইটে। ম্যাচের যাবতীয় খুঁটিনাটি খবর জানার জন্য চোখ রাখুন এবিপি লাইভে।