হায়দরাবাদ: আইপিএলে (IPL 2024) আজ দক্ষিণী ডার্বি। সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) ঘরের মাঠে প্যাট কামিন্সরা গত বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসকে (Chennai Super Kings) স্বাগত জানবে। দুই দলে বিধ্বংসী ক্রিকেটার, টি-টোয়েন্টি তারকা থেকে বিশ্বচ্যাম্পিয়ন, কোনওকিছুরই অভাব নেই। উপরন্তু মহেন্দ্র সিংহ ধোনির গত ম্যাচের বিধ্বংসী ইনিংসের পর ফের একবার তাঁর ব্যাটিং দেখার আগ্রহ নিয়েই বহু সমর্থক ম্যাচে চোখ রাখবেন।


চেন্নাই সুপার কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদ বর্তমানে লিগ তালিকার দুই প্রান্তে অবস্থিত। তিনে রয়েছে সিএসকে, সাতে সানরাইজার্স। তবে দুই দলই নিজেদের গত ম্যাচে পরাজিত হয়েছে। তাই দুই দলই জয়ে ফিরতে মরিয়া হয়ে মাঠে নামবে। সানরাইজার্সের গত ম্য়াচে কিন্তু এই মাঠেই রেকর্ড ২৭৭ রান তুলেছিল। তাও একসময় যথার্থ বলে মনে হচ্ছিল না। সবকিছু ঠিকঠাক থাকলে ফের একবার বড় রানের ম্যাচ হওয়ার সম্ভবনা। সিএসকে সমর্থকদের জন্য গত ম্যাচে মন্দের ভাল বলতে শেষ পাতে ১৯ বছর আগের স্মৃতি ফিরিয়ে বিশাখাপত্তনমে মহেন্দ্র সিংহ ধোনির ব্যাটিং ঝড়। ফের একবার সেই প্রত্যাশায় থাকবে হলুদ ব্রিগেডের সমর্থকরা।


এই ম্যাচে অবশ্য বর্তমানে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটসংগ্রাহক মুস্তাফিজুর রহমানের (Mustafizur Rahman) খেলার সম্ভাবনা ক্ষীণ। তিনি মার্কিন ভিসাজনিত সমস্যা দূর করতে বাংলাদেশে ফিরে গিয়েছেন। ম্যাচের আগে ফিরে এসে তিনি সঙ্গে সঙ্গে মাঠে নামতেই পারেন। তবে সেই সম্ভবনা খানিকটা কম। মুস্তাফিজুর ফর্মে তো রয়েইছেন, পাশাপাশি উপ্পলে খেলার তাঁর অভিজ্ঞতাও রয়েছে। সানরাইজার্সের হয়েই বাংলাদেশি ফাস্ট বোলার ২০১৭ সালে নিজের আইপিএল অভিষেক ঘটিয়েছিলেন। তাই তিনি না খেললে যে সেটা সিএসকের জন্য বড় ধাক্কা হতে চলেছে, তা বলাই বাহুল্য।


এই ম্যাচ আবার দুই কিউয়ি, দুই প্রাক্তন সতীর্থর মগজাস্ত্রেরও লড়াই। সিএসকের কোচের দায়িত্বে রয়েছেন স্টিফেন ফ্লেমিং। আবার এই মরশুমেই সানরাইজার্সের রিমোট কন্ট্রোল তুলে দেওয়া হয়েছে ড্যানিয়েল ভেত্তোরির হাতে। দুই কিউয়ির কোচিংয়ের ধরণ সম্পূর্ণ ভিন্ন। এক দল যেখানে ম্যাচ পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া পছন্দ করে, আরেক দল সেখানে তথ্য, ম্যাচ ওপর নির্ভর করে নিজেদের পরিকল্পনা তৈরি করে। তবে উভয় দলেই ম্যাচ উইনারদের উপস্থিতি কিন্তু এই লড়াইয়ে বাড়তি উত্তাপ যোগ করছে  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: সানরাইজার্স-সিএসকে ম্যাচের আগেই দুর্ভোগ, কাটা হল মাঠের বিদ্যুৎ