নয়াদিল্লি: ২০০৮ সালে প্রথম আইপিএলে ছয় কোটি টাকার বদলে মহেন্দ্র সিংহ ধোনিকে (MS Dhoni) দলে নিয়েছিল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। তারপর বাকিটা ইতিহাস। আইপিএল ইতিহাসের ধারাবাহিকতম দল সিএসকে। ধোনির নেতৃত্বেই রেকর্ড পাঁচটি খেতাবও জিতেছে হলুদ ব্রিগেড। তবে অধিনায়ক হিসাবে নাকি সিএসকের প্রথম পছন্দ ছিলেন না মহেন্দ্র সিংহ ধোনি।
ধোনি নয়, সিএসকের অধিনায়ক হিসাবে প্রথম পছন্দ ছিলেন আরেক কিংবদন্তি ভারতীয় বীরেন্দ্র সহবাগ (Virender Sehwag)। তবে সহবাগ দিল্লির ফ্র্যাঞ্চাইজি, দিল্লি ডেয়ারডেভিলসের আইকন ক্রিকেটার হিসাবে সই করায় শেষ মুহূর্তে পরিকল্পনা বদল করতে হয় সিএসকেকে। সহবাগ নিজেই একদা এই ঘটনার বিষয়ে জানান। অতীতের স্মৃতি রোমন্থন করে তিনি বলেন, 'ভিবি চন্দ্রশেখর সিএসকের হয়ে দল বাছাই করছিলেন। ওঁ আমায় ফোন করেছিলেন এবং বলেন যে আমরা চাই তুমি সিএসকের হয়ে খেল। দিল্লি ডেয়ারডেভিলস তোমায় আইকন ক্রিকেটার হিসাবে দলে চায়। তুমি ওদের প্রস্তাব নাকচ করে দাও। আমি জবাবে ভেবে দেখব বলি।'
সহবাগ এরপরেই যোগ করেন, 'আমি দিল্লি ডেয়ারডেভিলসের আইকন খেলোয়াড় হওয়ার প্রস্তাব যখন পাই, তখন সেটাতেই আমি সই করি এবং তাই নিলামে আমার নাম উঠেনি। যদি আমি নিলামে নাম দিতাম, তাহলে সিএসকে আমায় দলে নিয়ে আমাকেই অধিনায়ক হিসাবে দলের দায়িত্ব দিত। তবে আমায় না পাওয়ায় ধোনিকে ওরা কেনে এবং ওকে দলের অধিনায়কত্বের দায়িত্ব দেয়।'
সহবাগ দিল্লি ফ্র্যাঞ্চাইজির হয়ে ছয় বছর আইপিএলের মঞ্চ মাতান। তবে ২০১৪ সালের মেগা নিলামের আগে দিল্লি তাঁকে ছেড়ে দেয়। তিনি পাঞ্জাব কিংসের হয়ে দুই বছর আইপিএল খেলার পর ক্রিকেটার হিসাবে অবসর ঘোষণা করেন। ২০১৪ সালের মতো ২০২৫ সালের আইপিএল মরশুমের আগেও কিন্তু মেগা নিলাম হওয়ার কথা। তবে সেই নিলাম নিয়ে এখনও সব ঠিকঠাক হয়নি।
পরের সপ্তাহে ফ্র্যাঞ্চাইজিরা এই বিষয়ে বৈঠকে বসতে চলেছে। প্রত্যেক দলকে ৮টি করে রাইট টু ম্যাচ (RTM) বিকল্প দেওয়া হোক। অর্থাৎ আটজন ক্রিকেটারের নিলামে যা দাম উঠবে সেই দামে তাঁদের ফের একবার দলের নেওয়ার সুযোগ, তিন বছরের বদলে পাঁচ বছর অন্তর মেগা নিলামের আয়োজন। এমন না না বিষয়ে আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠকে আলোচনা হতে পারে বলে শোনা যাচ্ছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: মুম্বই ইন্ডিয়ান্সকে বিদায়! নতুন মরশুমে নতুন দলের জার্সিতে আইপিএল খেলবেন রোহিত, সূর্য?