মুম্বই: মহেন্দ্র সিংহ ধোনিও সম্ভবত ভাবেননি যে, চেন্নাই সুপার কিংসের জার্সিতে তাঁর দুশোতম ম্য়াচ এইভাবে হেলায় জিতবেন। ২৬ বল বাকি থাকতে। ৬ উইকেটে পঞ্জাব কিংসকে হারিয়ে দিল সিএসকে।


দলের জয়ে নায়ক হয়ে রইলেন দীপক চাহার। যে দলের ব্যাটসম্যানদের নামের তালিকায় রয়েছে ক্রিস গেল, কে এল রাহুল, নিকোলাস পুরানের মতো বিগহিটাররা, সেই দল নাকি ২০ ওভারে তুলল মাত্র ১০৬ রান। তাও আট উইকেট হারিয়ে! হ্যাঁ, শুক্রবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মাত্র ১০৬ স্কোরেই আটকে যায় প্রীতি জিন্টার পঞ্জাব। যাঁর নেপথ্যে চাহারের দুরন্ত বোলিং। মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে পঞ্জাব তোলে মাত্র ১০৬/৮। এবং ব্যাট হাতে একা লড়াই করলেন শাহরুখ খান। আইপিএলের নিলামের দিন থেকে যাঁকে নিয়ে আলোচনা। এমনকী, পঞ্জাব কিংসের কোচ অনিল কুম্বলে বলেছিলেন, কায়রন পোলার্ডের মতো প্রতিভা রয়েছে শাহরুখের। জাম্বো এও বলেছিলেন যে, তিনি কখনওই শাহরুখকে বল করতে চাইবেন না। সেই শাহরুখই ৩৬ বলে ৪৭ রান করে পঞ্জাবের সেরা স্কোরার। তাঁর জন্যই এক সময় ২৬/৫ হয়ে যাওয়া দল একশোর গণ্ডি পার করতে পারল।


সিএসকে-র হয়ে বল হাতে দুরন্ত পারফরম্যান্স দীপক চাহারের। চেন্নাই সুপার কিংসের পেসার ৪ ওভারে একটি মেডেন-সহ মাত্র ১৩ রান দিয়ে তুলে নিলেন ৪ উইকেট। তাঁর দাপটেই পঞ্জাব ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে যায়। 


জবাবে ব্যাট করতে নেমে লো স্কোরিং ম্যাচে শুরুতেই ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়ের উইকেট হারায় সিএসকে। তবে ব্যাট হাতে প্রতিরোধ গড়ে তোলেন ফাফ ডুপ্লেসি ও মঈন আলি। দ্বিতীয় উইকেটে দুজনে ৬৬ রান যোগ করেন। ৩১ বলে ৪৬ রান করে আউট হন মঈন। তবে ৩৩ বলে ৩৬ রান করে শেষ পর্যন্ত ক্রিজে ছিলেন ডুপ্লেসি। মাত্র ১৫.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় সিএসকে। ধোনিকে ব্যাট করতে নামতেই হয়নি।


কার্তিকের নেতৃত্ব ছাড়া অসম্ভব সাহসী সিদ্ধান্ত ছিল, বলছেন মর্গ্যান