আমদাবাদ: বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয় পঞ্জাব কিংসের। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে মাত্র স্কোরে আটকে গেল পঞ্জাব।


আমদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে বল হাতে দাপট দেখালেন কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটারেরা। প্যাট কামিন্স-প্রসিদ্ধ কৃষ্ণর পেস জুড়ি হোক বা সুনীল নারাইন-বরুণ চক্রবর্তীর স্পিন ফলা, সোমবার কেকেআর বোলারদের শাসন দেখল আমদাবাদ। নজর কাড়লেন শিবম মাভিও। ৪ ওভারে মাত্র ১৩ রান খরচ করে তুলে নিলেন ক্রিস গেলের মহা গুরুত্বপূর্ণ উইকেট। মাভির বলে কট বিহাউন্ড হন গেল। মাঠের আম্পায়ার তাঁকে নট আউট দিয়েছিল। কেকেআর ডিআরএস নিলে তৃতীয় আম্পায়ার গেলকে আউট ঘোষণা করেন।


৪ ওভারে ২২ রানে ২ উইকেট নেন নারাইন। অনেকদিন পর বল হাতে তাঁকে দেখে মনে হচ্ছিল, উইকেট নিতে পারেন। অ্যাকশন বদলে সোমবার ভাল বল করেন ক্যারিবিয়ান স্পিনার। ৩ ওভারে ৩১ রানে ২ উইকেট নেন কামিন্স। বরুণ চক্রবর্তী ৪ ওভারে দেন ২৪ রান। নেন এক উইকেট।


চলতি আইপিএলে পরপর ম্যাচ হেরে পয়েন্ট টেবিলে সকলের নীচে নেমে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আগের ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে হারের পর কেকেআরের অধিনায়ক অইন মর্গ্যান ব্যাটসম্যানদের আরও দায়িত্বশীল হওয়ার কথা বলেছিলেন। এই পরিস্থিতিতে সোমবার আমদাবাদের নবনির্মিত নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পঞ্জাব কিংসের মুখোমুখি হয়েছে কেকেআর। যে ম্যাচ আইপিএলের ইতিহাসে বরাবরই চিহ্নিত হয়ে এসেছে বীর-জারার দ্বৈরথ হিসাবে। দুই দলের দুই মালিক যে সুপারহিট বীর-জারা সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছিলেন। শাহরুখ খান ও প্রীতি জিন্টা। মাঠের বাইরে তাঁরা ভীষণ ঘনিষ্ঠ বন্ধু। আর মাঠে কি না তাঁদেরই দলের সম্মুখসমর! কারা জিতবে, বীরের কেকেআর? নাকি জারার পঞ্জাব?


১২৪ রানের লক্ষ্য কেকেআরের। যা করতে সমস্যা হওয়ার কথা নয়। তবে পঞ্জাব দলে রয়েছেন মহম্মদ শামি-রবি বিষ্ণোইরা। নাইট ব্যাটিংকে থামাতে পারবেন তাঁরা?