PBKS vs LSG, IPL 2023 Live : মায়ার্স-স্টোইনিসের দুরন্ত অর্ধশতরান, ২৫৭ রানের বিশাল স্কোর লখনউয়ের

IPL 2023, Match 38, PBKS vs LSG : এখনও পর্যন্ত দুটো দলই ৭টি করে ম্যাচ খেলেছে। তার মধ্যে ৪টি করে ম্যাচ জিতেছে তারা। এই পরিস্থিতিতে এদিনের ম্যাচ যেই দলই জিতবে, তারাই প্লে অফের দৌড়ে কিছুটা এগিয়ে যাবে। 

ABP Ananda Last Updated: 28 Apr 2023 11:31 PM

প্রেক্ষাপট

মোহালি : আইপিএলে (IPL 2023) আজ পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে খেলতে নামছে লখনউ সুপারজায়ান্টস (Lucknow Super Giants)। মোহালিতে নিজেদের ঘরের মাঠে এদিন খেলতে নামবে পাঞ্জাব শিবির। এখনও পর্যন্ত দুটো...More

PBKS vs LSG Live : ২০১ রানে থামল পাঞ্জাব

নির্ধারিত ২০ ওভারে ২০১ রানে থামল পাঞ্জাবের ইনিংস। ৫৬ রানের বড় ব্যবধানে জিতল লখনউ।