চেন্নাই: আইপিএলে আজ মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও পঞ্জাব কিংস। পয়েন্টের বিচারে হয়তো ফারাক মাত্র দুই। ৪ ম্যাচ খেলে পঞ্জাবের ঝুলিতে দু পয়েন্ট আর সমসংখ্যক ম্যাচে মুম্বই পেয়েছে চার পয়েন্ট এবং শুক্রবার জিততে পারলে রোহিত শর্মাদের সঙ্গে একই সারিতে উঠে আসবে পঞ্জাব। যদিও দল ধরে বিশ্লেষণ করতে বসলে ফারাকটা বেশ বড়সড়।


৪ ম্যাচ খেলে দুটি জিতলেও রোহিতদের টিম কম্বিনেশন মোটামুটি তৈরি। দলের নিউক্লিয়াস বেশ কয়েক বছর ধরে অবিচল। সেখানে প্রথম ম্যাচ জেতার পর পরপর তিনটি হার হজম করতে হয়েছে পঞ্জাবকে। এবং প্রথম একাদশ নিয়ে রয়েছে হাজারো প্রশ্ন।


টপ অর্ডারে কে এল রাহুল ও ময়ঙ্ক অগ্রবাল রানের মধ্যে রয়েছেন। এখনও পর্যন্ত বিধ্বংসী ইনিংস খেলতে না পারলেও ক্রিস গেল ভরসা দিচ্ছেন। কিন্তু মিডল অর্ডার নিয়ে সমস্যায় জর্জরিত পঞ্জাব। একমাত্র শাহরুখ খান ছাড়া আর কেউই রান পাচ্ছেন না। শুরুটা ভাল হওয়ার পরেও তাই ইনিংসের মাঝপথে অনেক সময় খেই হারাচ্ছে পঞ্জাব।


বোলিং নিয়েও একই সমস্যা। সকলেই ধারাবাহিকতার অভাবে ভুগছেন। শুক্রবার মুম্বই ইন্ডিয়ান্সের বিগহিটারদের থামাতে পঞ্জাবের বাজি হতে পারে লেগস্পিনার রবি বিষ্ণোই। গতবারের টুর্নামেন্টে নজর কেড়েছিলেন। তবে এবার এখনও পর্যন্ত রবিকে খেলায়নি পঞ্জাব। শুক্রবার তাঁকে সুযোগ দেওয়া হয় কি না, দেখার। আবার মুম্বই দলে জয়ন্ত যাদব আছেন। বাঁহাতি ব্যাটসম্যানদের বিরুদ্ধে যাঁর রেকর্ড ভাল। পঞ্জাব দলে আবার গেল ও নিকোলাস পুরান, দুই বাঁহাতি। সেক্ষেত্রে কৌশলগত কোনও পরিবর্তন পঞ্জাব করে কি না, সেটাও দেখার।


সম্ভাব্য দল


মুম্বই ইন্ডিয়ান্স: রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি'কক (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ, হার্দিক পাণ্ড্য, কায়রন পোলার্ড, ক্রুণাল পাণ্ড্য, জয়ন্ত যাদব, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট ও যশপ্রীত বুমরা।


পঞ্জাব কিংস: কে এল রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), ময়ঙ্ক অগ্রবাল, ক্রিস গেল, দীপক হুডা, নিকোলাস পুরান, শাহরুখ খান, মোয়েস অনরিকস, রবি বিষ্ণোই, মহম্মদ শামি, এম অশ্বিন ও অর্শদীপ সিংহ।


আইপিএলে প্রথম ক্রিকেটার হিসাবে ৬ হাজার রান কোহলির