PBKS vs RR LIVE Score: পাঞ্জাবকে ৩ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আরও মজবুত হল রাজস্থানের জায়গা

IPL 2024, PBKS vs RR LIVE Score: শেষ ওভারে অর্শদীপ সিংহকে জোড়া ছক্কা মেরে ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন শিমরন হেটমায়ার।

ABP Ananda Last Updated: 13 Apr 2024 11:16 PM
IPL Live: শেষ ওভারের নায়ক হেটমায়ার, জয়ী রাজস্থান

এবারের আইপিএলে দুরন্ত ছন্দে আছেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন ও রিয়ান পরাগ। রাজস্থান ব্যাটিংকে টানছেন প্রত্যেক ম্যাচে, নিয়ম করে। শনিবার ক্রিজে সেট হয়ে গিয়েও ফিরলেন। স্যামসন ১৮ ও রিয়ান ২৩ রানে। শেষ পর্যন্ত ১০ বলে অপরাজিত ২৭ রান করে রাজস্থানকে ম্যাচ জেতালেন শিমরন হেটমায়ার। ১ বল বাকি থাকতে ৩ উইকেটে রুদ্ধশ্বাস ম্যাচ জিতল রাজস্থান।

PBKS vs RR Live Score: ১৭ ওভারের শেষে রাজস্থানের স্কোর ১১৪/৪

১৭ ওভারের শেষে রাজস্থানের স্কোর ১১৪/৪। ম্যাচ জিততে আর ১৮ বলে ৩৪ রান চাই রাজস্থানের।

PBKS vs RR Live: ১৩ ওভারের শেষে রাজস্থানের স্কোর ৮৮/২

২৮ বলে ৩৯ রান করে আউট যশস্বী। ২৪ রানে আউট তনুশ। ১৩ ওভারের শেষে রাজস্থানের স্কোর ৮৮/২

IPL Live: পাওয়ার প্লে-র ৬ ওভারের শেষে রাজস্থান ৪৩/০

যশস্বী জয়সওয়াল ২৩ ও তনুশ কোটিয়ান ১৮ রানে ক্রিজে। পাওয়ার প্লে-র ৬ ওভারের শেষে রাজস্থান ৪৩/০।

IPL Live: ২০ ওভারে মাত্র ১৪৭/৮ স্কোরে আটকে গেল পাঞ্জাব কিংস

ঘরের মাঠে মুখ থুবড়ে পড়ল পাঞ্জাবের ব্যাটিং। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে মাত্র ১৪৭/৮ স্কোরে আটকে গেল পাঞ্জাব কিংস (PBKS vs RR)।

IPL Live: ১৭ ওভারের শেষে পাঞ্জাবের স্কোর ১১১/৬

২৯ রান করে ফিরলেন জিতেশ শর্মা। ১৭ ওভারের শেষে পাঞ্জাবের স্কোর ১১১/৬।

PBKS vs RR Live: ১৩ ওভারের শেষে পাঞ্জাবের স্কোর ৭২/৫

৯ রান করে ফিরলেন শশাঙ্ক সিংহ। ১৩ ওভারের শেষে পাঞ্জাবের স্কোর ৭২/৫।

PBKS vs RR Live: ১০ ওভারের শেষে পাঞ্জাব কিংসের স্কোর ৫৩/৪

মুল্লাপুরে স্পিনারদের দাপট। কেশব মহারাজ ফেরালেন জনি বেয়ারস্টো ও স্যাম কারানকে। যুজবেন্দ্র চাহালের শিকার প্রভসিমরন সিংহ। ১০ ওভারের শেষে পাঞ্জাব কিংসের স্কোর ৫৩/৪।

IPL Live Score: পাওয়ার প্লে-র ৬ ওভারের শেষে পাঞ্জাবের স্কোর ৩৮/১

১২ বলে ১৫ রান করে আউট অথর্ব। বেয়ারস্টোর সঙ্গে ক্রিজে প্রভসিমরন। পাওয়ার প্লে-র ৬ ওভারের শেষে পাঞ্জাবের স্কোর ৩৮/১।

PBKS vs RR Live: ১ ওভারের শেষে পাঞ্জাব কিংসের স্কোর ৪/০

জনি বেয়ারস্টোর সঙ্গে ইনিংস ওপেন করছেন অথর্ব তাইডে। ১ ওভারের শেষে পাঞ্জাব কিংসের স্কোর ৪/০।

PBKS vs RR Live: রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলছেন না শিখর ধবন

চোট পেয়ে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলছেন না শিখর ধবন। পাঞ্জাব কিংসের নেতৃত্বে স্যাম কারান। টস জিতে ফিল্ডিং করছে রাজস্থান রয়্যালস।

প্রেক্ষাপট

মুল্লাপুর: আইপিএল (IPL 2024) এখনও মাঝপর্বও পেরোয়নি। মুল্লাপুরের বাইশ গজ নিয়ে কিন্তু এখন থেকেই সকলের একটা ধারণা তৈরি হয়ে গিয়েছে। আর সেটা হল, এই মাঠের পিচে পেসাররা বাড়তি সুবিধা পাচ্ছেন। এখনও পর্যন্ত এই মাঠে হওয়া দুই ম্যাচে ৩০ উইকেট পড়েছে। তার মধ্যে ২৭টি বোলারদের নেওয়া, তিনটি রান আউট। তার মধ্যে ২৩টি উইকেট নিয়েছেনব পেসাররা। উইকেটে বল পড়ে কাট করছে, স্যুইং হচ্ছে। বল যাচ্ছেও বিদ্যুতের গতিতে। মঙ্গলবার এই মাঠে সানরাইজার্স হায়দরাবাদ বনাম পাঞ্জাব কিংসের ম্যাচে পেসারদের দাপট দেখা গিয়েছিল।


শনিবার পাঞ্জাব কিংস বনাম রাজস্থান রয়্যালস (PBKS vs RR) ম্যাচে কী হবে?


চলতি আইপিএলে পাওয়ার প্লে-তে সবচেয়ে কম রান রেট (ওভার প্রতি ৭.৭) এই মাঠেই। জোরে বোলারদের গড় ১৯.৭। অর্থাৎ, প্রত্যেক উইকেট তোলার জন্য ১৯.৭ রান করে খরচ করেছেন পেসাররা। দুই ম্যাচে পাওয়ার প্লে-র ৬ ওভারে পড়েছে ৯ উইকেট।


রাজস্থান রয়্যালস আইপিএলে অপরাজিত তকমা খুইয়ে এই ম্যাচে মাঠে নামছে। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে আগের ম্য়াচে হেরেছেন সঞ্জু স্যামসনরা। তবে রাজস্থান রয়্যালসের পেসাররা ছন্দে। এই পিচে বল করার জন্য মুখিয়ে থাকবেন। রাজস্থান রয়্যালস ইতিহাসের পুনরাবৃত্তি হোক, চাইবে না। ২০২৩ সালেও তাদের শুরুটা দুর্দান্তভাবে হয়েছিল। প্রথম পাঁচ ম্যাচের মধ্যে চারটি জিতেছিল। প্লে অফও নিশ্চিত দেখাচ্ছিল। কিন্তু পরের ৯ ম্যাচের মধ্যে মাত্র তিনটিতে জিতেছিল রাজস্থান। এবারের আইপিএলেও প্রথম পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে জিতেছে রাজস্থান। তবে আগের ম্যাচে হার মানতে হয়েছে। গতবারের মতো পরিস্থিতি হবে না তো? উদ্বিগ্ন রাজস্থানের সমর্থকেরাও।


পাঁচ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে রাজস্থান এখনও টেবিলের শীর্ষে। অন্যদিকে পাঞ্জাব কিংস রয়েছে আট নম্বরে। অন্যদিকে, এই ম্যাচের আগে পাঞ্জাব শিবিরের দুশ্চিন্তা দলের অন্যতম সেরা ভরসা লিয়াম লিভিংস্টোনের চোট। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে পারেননি লিভিংস্টোন। রাজস্থান ম্যাচের আগে পাঞ্জাব কিংসের পেস বোলিং কোচ চার্ল ল্যাঙ্গভেল্ট স্পষ্টভাবে জানাননি যে, লিভিংস্টোনকে শনিবার পাওয়া যাবে কি না। ল্যাঙ্গভেল্ট বলেছেন, 'কাল সিদ্ধান্ত নেওয়া হবে।' ফিট হলে সিকন্দর রাজার পরিবর্তে খেলবেন লিভিংস্টোন। পাঞ্জাব অর্শদীপ সিংহের পরিবর্তে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে প্রভসিমরন সিংহ বা আশুতোষ শর্মাকে খেলাচ্ছে। শনিবারও সেই কৌশলই বজায় রাখা হতে পারে।

 

আরও পড়ুন: মুম্বইয়ে সৌরভ-আয়ুষ্মান বৈঠক! আইপিএলের মাঝেই দাদার জীবনকাহিনিতে ডুব




আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।





 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.