কলকাতা: আইপিএলের (IPL 2024) নিলামে তাঁকে কেউ দলেই নেয়নি। কিন্তু তিনি যে বর্তমান বিশ্বের অন্যতম সেরা টি-টোয়েন্টি ব্যাটার, তা আবারও প্রমাণ করে দিলেন ফিল সল্ট (Phil Salt)। রবিবাসরীয় দুপুরে ক্রিকেটের নন্দন কাননে উত্তাপ বাড়ালেন ইংরেজ তারকা। তাঁর আগুনে ব্যাটিংয়ে কার্যত ঝলসে গেল লখনউ সুপার জায়ান্টস (KKR vs LSG)।


লখনউয়ের বিরুদ্ধে এই ম্যাচের আগে তিনবার মুখোমুখি হয়ে তিনবারই জিততে ব্যর্থ হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু সল্টের ৪৭ বলে অপরাজিত ৮৯ রানের ইনিংসে ২৬ বল বাকি থাকতেই আট উইকেটে নবাবের শহরের ফ্র্যাঞ্চাইজিকে হারাল কেকেআর। ৪৭ বলের ইনিংসে চার, ছক্কা মিলিয়ে মোট ১৭টি বাউন্ডারি মারেন ইংরেজ ব্যাটার। প্রচণ্ড গরমে বেশি দৌড়তে হয়নি, তাতে সল্ট খানিকটা স্বস্তিই পেয়েছেন।


ম্যাচ শেষে সল্ট বলেন, 'ম্যাচের আগে আমি সোয়ানিকে (গ্রেম সোয়ান) ম্যাচের আগে বলছিলাম যে এখানে এত গরম মনে হচ্ছে গলেই যাব। তবে ম্যাচ জিততে পেরে আমি খুশি। আলো জ্বলার আগে পিচটা খানিকটা মন্থর ছিল। তবে আলো জ্বলার পর খানিকটা শিশিরের সুবাদে পিচটা ব্যাটিং সহায়ক হয়ে উঠে। বল ভালভাবে ব্যাটেও আসছিল। এই পিচে বলটা বেশ ভাল উচ্চতায় ব্যাটে আসে। অনেকটা আমাদের দেশের মতো। সেই কারণেই এখানকার পিচটা আমার খুবই পছন্দের। আমি এখানে নিজের সময়টা দারুণ উপভোগ করছি। বেশি ছোটাছুটিও করতে হয়নি আজ।'


নিজের ৪৭ বলের ইনিংসে ১৪টি চার ও তিনটি ছক্কা হাঁকান সল্ট। চলতি আইপিএলে এটি তাঁর দ্বিতীয় অর্ধশতরান। ইতিমধ্যেই টুর্নামেন্টে ৪৭.৭৫ গড় ও ১৫৯.১৬-র স্ট্রাইক রেটে ১৯১ রান করে ফেলেছেন সল্ট। নাইট সমর্থকরা তাঁর ব্যাটিং দেখে রীতিমতো উচ্ছ্বসিত। তবে শুধু সমর্থকরা কেকেআর ম্যানেজমেন্টও বেশ উচ্ছ্বসিত। নাইটদের সোশ্যাল মিডিয়ায় তাঁর ব্য়াটিং নিয়ে এক মজাদার ভিডিও পোস্ট করা হয়।


 






কেকেআর নিজেদের পরবর্তী ম্যাচে মঙ্গলবার রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে। সেই ম্যাচেও সল্টের এহেন ব্যাটিংয়েরই আশা করবেন নাইট অনুরাগীরা।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: ছেলেরা যা চায় তা তো দেন না, ম্যাচ জিতে ইডেনের কিউরেটরের সঙ্গে খুনসুটি শাহরুখের