কলকাতা: ক্রিকেট মাঠে সাফল্যের পাশাপাশি বাইশ গজের বাইরেও ছাপ ফেলার জন্য বরাবর তৎপর থেকেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। হবে নাই বা কেন! দলের মালিক শাহরুখ খান (Shahrukh Khan) নিজে যে বরাবর ছক ভাঙায় বিশ্বাসী। বলিউডের বাদশা হয়ে ওঠার নেপথ্যেও যে কাজ করেছে সেই গতানুগতিক পথের বাইরে হাঁটার সাহস।


মালিকের পদাঙ্ক অনুসরণ করল কেকেআর (KKR)। উৎসবের শহরে অনাথ শিশুদের পাশে দাঁড়াল শাহরুখ-জুহি চাওলার (Juhi Chawla) দল । বড়দিনের প্রাক্কালে কলকাতার ৩০ হাজার অনাথের খাওয়ার ব্যবস্থা করল সোনালি-বেগুনি শিবির।


কলকাতার বেশ কয়েকটি অনাথ আশ্রমের সঙ্গে কেকেআরের তরফে যোগাযোগ করা হয়েছিল। সেই সমস্ত আশ্রমের ৩০ হাজার শিশুর খাওয়াদাওয়ার ব্যবস্থা করা হয় নাইট শিবিরের তরফে। দেওয়া হয় উপহারও। সান্তা ক্লজ সেজে নাইট প্রতিনিধিরাও ক্রিকেটও খেলেন অনাথ শিশুদের সঙ্গে। ব্যতিক্রম বলতে, সান্তার পরনে পরিচিত লাল রংয়ের নয়, ছিল বেগুনি পোশাক। যা কেকেআরের জার্সির রং।






কেকেআরের পক্ষ থেকে জানোন হয়েছে, দুর্গাপুজোর সময় থেকেই তাঁদের এই উদ্যোগ চলছে। শুধু দুর্গাপুজো বা বড়দিন নয়, বছরের সব বড় উৎসবে অনাথ শিশুদের খাবারের আয়োজন করবে কেকেআর । নাইটদের চিফ এগজিকিউটিভ অফিসার (সিইও) বেঙ্কি মাইসোর জানিয়েছেন, বড়দিন, নববর্ষ, দুর্গাপুজো, দীপাবলি, নবরাত্রি, দশেরার মতো দিনগুলিতে অনাথ শিশুদের খাবার বিতরণ করা হবে । এ ব্যাপারে কেকেআরের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে মীর ফাউন্ডেশন। যাদের সঙ্গে একত্রে বৃক্ষরোপনের মতো সামজকল্যাণমূলক কর্মসূচি পালন করে কেকেআর ।


আরও পড়ুন: ২৩ বছরের সফর সমাপ্ত, ক্রিকেটকে বিদায় জানালেন হরভজন


বেঙ্কি বলেছেন, 'করোনা পরিস্থিতিতে বছরটা সকলের কাছে বেশ কঠিন গিয়েছে। সকলের মুখে হাসি ফোটানোর জন্য তাই এটা আমাদের ক্ষুদ্র প্রয়াস।' একটি অ্যাপ নির্ভর খাদ্য সরবরাহকারী সংস্থা অনাথ শিশুদের মধ্যে খাবার বিলি করার কাজটি করছে।