PBKS vs RCB Live: কেকেআরের রেকর্ড ভেঙে ঐতিহাসিক জয়, পঞ্জাব কিংসকে দুরমুশ করে আইপিএল ফাইনালে আরসিবি

IPL 2025 Semi final Q1 Live Updates: আইপিএলে মুখোমুখি সাক্ষাতে ১৭ বার জিতেছে আরসিবি, আর ১৮ বার জয়ের হাসি হেসেছে পঞ্জাব কিংস।

ABP Ananda Last Updated: 29 May 2025 10:22 PM

প্রেক্ষাপট

চণ্ডীগড়: আইপিএলের (IPL 2025) প্রথম কোয়ালিফায়ার আজ। যে জিতবে তারাই ফাইনালে সরাসরি প্রবেশ করবে। এই পরিস্থিতিতে আজ পঞ্জাব বনাম আরসিবি (PBKS vs RCB) আমনে সামনে হতে চলেছে। এমন দুটো দলের দ্বৈরথ,...More

PBKS vs RCB Live Score: ঐতিহাসিক জয়

৬০ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিল আরসিবি। আইপিএল প্লে-অফের ইতিহাসে এটিই বলের নিরিখে দ্রুততম জয়। গত বছর ফাইনালে কেকেআর ৫৭ বল বাকি থাকতে জিতেছিল। সেই রেকর্ড ভেঙে দিল আরসিবি। ৫৬ রানে অপারিজত রইলেন ফিল সল্ট।