RR vs KKR IPL 2024 Live Score: এক বলও খেলা সম্ভব হল না, বৃষ্টিতে ভেস্তে গেল কেকেআর-রাজস্থানের ম্যাচ

Rajasthan Royals vs Kolkata Knight Riders Live: দুই দলের শেষ সাক্ষাৎকারে জস বাটলারের সেঞ্চুরিতে ভর করে ২২৪ রান তাড়া করে কেকেআরকে হারিয়েছিল রাজস্থান রয়্যালস।

ABP Ananda Last Updated: 19 May 2024 10:53 PM
RR vs KKR Live Score: ভেস্তে গেল ম্যাচ

আশঙ্কাই সত্যি হল। বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ। এক বলও খেলা সম্ভব হল না। ফলে লিগ তালিকায় তৃতীয় স্থানে শেষ করল রাজস্থান। কেকেআরের বিরুদ্ধে কোয়ালিফায়ারে নামবে সানরাইজার্স হায়দরাবাদ।

RR vs KKR Live Updates: ফের বৃষ্টি

ফের দুঃসংবাদ। টস হলেও, নির্ধারিত সময়ে শুরু করা গেল না ম্যাচ। ১০.৪৫-এ ম্যাচ শুরুর কথা ছিল। 

RR vs KKR Live Score: টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত শ্রেয়স আইয়ারের

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত শ্রেয়স আইয়ারের। ৭ ওভার করে প্রত্যেক ইনিংস - সব মিলিয়ে ১৪ ওভারের ম্যাচ হবে বলে নির্ধারিত হয়েছে। তবে ফের নামল বৃষ্টি।

RR vs KKR Live Updates: বৃষ্টি অব্যাহত

আউটফিল্ড থেকে কভার সরানো হয়েছে বটে, সুপার সপার দিয়ে মাঠ যতটা সম্ভব শুকনো রাখারও চেষ্টা করা হচ্ছে। তবে বৃষ্টি থামেনি। হ্যাঁ, বৃষ্টির প্রভাব কমেছে খানিক। তবে পিচ এখনও কভারে ঢাকা। 

RR vs KKR Live: বেড়েছে বৃষ্টি

সমর্থকদের জন্য খারাপ খবর। গুয়াহাটিতে বৃষ্টির জোর আরও বৃদ্ধি পেয়েছে।

RR vs KKR Live Updates: পিছিয়ে গেল টস

বর্ষাপাড়া স্টেডিয়ামে বৃষ্টির জেরে পিছিয়ে গেল টস। তবে আশার বিষয় খুব জোরে বৃষ্টি হচ্ছে না।

RR vs KKR Live: শেষ সাক্ষাৎকার

দুই দলের শেষ সাক্ষাৎকারে জস বাটলারের সেঞ্চুরিতে ভর করে ২২৪ রান তাড়া করে কেকেআরকে হারিয়েছিল রাজস্থান রয়্যালস।

প্রেক্ষাপট

গুয়াহাটি: চলতি আইপিএলের (IPL 2024) সবথেকে ধারাবাহিক দল কোনগুলি? সপ্তাহ দু'য়েক আগেও প্রশ্নটা করলে সকলের মুখে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এবং রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) নামই আসত। লিগ তালিকায় তাকালে এখনও এই দুই দলই এক ও দুই নম্বরে রয়েছে। রবিবারের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরবাদ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে হারলে, সঞ্জু স্যামসনদের (Sanju Samson) প্রথম কোয়ালিফায়ারে খেলা নিশ্চিত। তবে সানরাইজার্স সেই ম্যাচে জয় পেলে রাজস্থানকে দুই পয়েন্ট পেতেই হবে। 


প্লে-অফে বা যে কোনও নক আউটের আগে বিশেষজ্ঞদের মুখে 'মোমেন্টাম' শব্দটা বারংবার শোনা যায়। আজকে বর্ষাপাড়া স্টেডিয়ামের লড়াইটা দুই পয়েন্টের পাশাপাশি মোমেন্টাম বা ছন্দ ধরে রাখারও। কেকেআরের গত ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় এবং রাজস্থান পাঞ্জাবের বিরুদ্ধে হারায়, নাইটদের শীর্ষস্থান নিশ্চিত হয়ে গিয়েছে। তবে কেকেআরের একে থাকা নিশ্চিত হয়ে গেলেও, নাইট তারকা রামনদীপ সিংহ (Ramandeep Singh) তো বলেই দিলেন এই ম্যাচে বিশ্রামের কোনও জো নেই। ম্যাচের আগের দিন তিনি সাংবাদিক সম্মলনে বলেন, 'এটা বিশ্রাম নেওয়ার সময় নয়। আমি এবং আমাদের দলের সকলেই মনে করেন যে জয়ের ছন্দটা ধরে রাখা খুব প্রয়োজনীয়। প্লে-অফের আগে এটাকে আমাদের প্লে-অফ অনুশীলন ম্যাচ হিসাবেই গণ্য করে নিজেদের সেরাটা দেব।'


রাজস্থান রয়্যালস শিবিরে আবার এই ছন্দ বা মোমেন্টামেরই অভাব। নয় ম্যাচের আটটিতে জয় পেয়ে হেসেখেলে প্লে-অফে যাওয়ার কথা ছিল স্যামসনদের। তবে হঠাৎই ছন্দপতন। নাগাড়ে চার হারে একটু হলেও প্লে-অফ নিয়ে গোলাপি জার্সিধারীদের মনে উদ্বেগের সঞ্চার হয়েছিল। সেই চিন্তা এখন মিটেছে। কিন্তু প্লে-অফে নামার আগে নাগাড়ে পাঁচ হার যে কোনও দলের জন্যই খুব একটা ভাল নয়, তা বোঝার বা বলার জন্য কোনও বিশেষজ্ঞের প্রয়োজন হয় না। তাই স্যামসনরা মরিয়া হয়েই এই ম্যাচে মাঠে নামবেন।


দুই দলের শেষ সাক্ষাৎকারে জস বাটলারের সেঞ্চুরিতে ভর করে ২২৪ রান তাড়া করে কেকেআরকে হারিয়েছিল রাজস্থান রয়্যালস। তাই আজকের ম্যাচে কিন্তু নাইটদের সামনে সেই হারের বদলা নেওয়ারও সুযোগ রয়েছে।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.