RR vs KKR Live: ডি ককের অনবদ্য হাফসেঞ্চুরি, ১৫ বল বাকি থাকতেই রাজস্থানকে হারাল কেকেআর

Rajasthan Royals vs Kolkata Knight Riders Live: কেকেআর ও রাজস্থান ২৯ বার একে অপরের মুখোমুখি হয়েছে। এর মধ্যে কেকেআর ১৪টি এবং রাজস্থান ১৪টি ম্য়াচ জিতেছে। এক ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়।

ABP Ananda Last Updated: 26 Mar 2025 11:02 PM

প্রেক্ষাপট

গুয়াহাটি: নিজেদের মরশুমের প্রথম আইপিএল (IPL 2025) ম্যাচে পরাজিত দুই দল রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্স (Rajasthan Royals vs Kolkata Knight Riders) বুধবার, ২৬ মার্চ প্রথম জয়ের খোঁজে মাঠে নামছে। আপাত অর্থে এটি রাজস্থানের...More

RR vs KKR Live Updates: কেকেআরের দুরন্ত জয়

শতরান হল না। তবে ছক্কা মেরে ম্যাচ শেষ করলেন ডি ককই। ৯৭ রানে অপরাজিত রইলেন তিনি। আট উইকেট ও ১৫ বল বাকি থাকতে রাজস্থানের বিরুদ্ধে দাপুটে জয় পেল কেকেআর।