RR vs RCB IPL 2024 Eliminator: কোহলিদের স্বপ্নভঙ্গ, ৪ উইকেটে ম্যাচ জিতে কোয়ালিফায়ার টু-তে জায়গা করে নিল রাজস্থান

RR vs RCB: চাপে পড়েও এক ওভার বাকি থাকতে আরসিবির রান পেরিয়ে গেল রাজস্থান রয়্যালস।

ABP Ananda Last Updated: 22 May 2024 11:24 PM

প্রেক্ষাপট

আমদাবাদ: আইপিএলের এলিমিনেটরে (IPL 2024 Eliminator) মুখোমুখি টুর্নামেন্টের সবথেকে ইনফর্ম ও সবথেকে আউট অফ ফর্ম দুই দল। একদিকে নাগাড়ে ছয় ম্যাচ জিতে সকলকে চমকে দিয়ে প্লে-অফে জায়গা পাকা করে নিয়েছে রয়্যাল...More

IPL Live Score: ৪ উইকেটে ম্যাচ জিতে কোয়ালিফায়ার টু-তে জায়গা করে নিল রাজস্থান

কোহলিদের স্বপ্নভঙ্গ। ৪ উইকেটে ম্যাচ জিতে কোয়ালিফায়ার টু-তে জায়গা করে নিল রাজস্থান রয়্যালস। এক ওভার বাকি থাকতে লক্ষ্যপূরণ।