মুল্লাপুর: আইপিএলের (IPL 2025) পয়েন্ট টেবিলের প্রথম দুই স্থানে দুই দলের লড়াই। মনে করা হয়েছিল, হাড্ডাহাড্ডি লড়াই হবে। কোথায় কী? একপেশে ম্যাচে পঞ্জাব কিংসকে হারিয়ে আইপিএল ফাইনালে পৌঁছে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (PBKS vs RCB)। ১০২ রান তাড়া করতে নেমে মাত্র ২ উইকেট হারিয়ে লক্ষ্যপূরণ করল আরসিবি। সেই সঙ্গে গড়ে ফেলল রেকর্ড। ভেঙে গেল কলকাতা নাইট রাইডার্সের কীর্তি।
বৃহস্পতিবার মাত্র ১০ ওভারে লক্ষ্যপূরণ করল আরসিবি। ৬০ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জিতে নিল। আইপিএল প্লে অফ কিংবা নক আউট পর্যায়ে এটা বেঁচে থাকা বলের নিরিখে বৃহত্তম জয়। আগের রেকর্ড কাদের ছিল? কেকেআরের। গত বছর আইপিএলের একপেশে ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদের স্কোর ৫৭ বল বাকি থাকতে তুলে দিয়েছিল কেকেআর। সেই রেকর্ড ভেঙে নতুন মাইলফলক গড়ল আরসিবি।
আইপিএলে সবচেয়ে দ্রুত ১০০ বা তার বেশি রান তাড়া করে ম্যাচ জেতার নিরিখে এটা তালিকায় তৃতীয়। ২০১৫ সালে বেঙ্গালুরুতে কেকেআরের বিরুদ্ধে ৯.৪ ওভারে ১১২ রান তুলে ম্যাচ জিতেছিল আরসিবি। গত আইপিএলে ৯.৪ ওভারেই লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ১৬৬ রান তুলে ম্যাচ জিতেছিল সানরাইজার্স হায়দরাবাদ। তারপরই বৃহস্পতিবার আরসিবির জয়।
এ নিয়ে চতুর্থবার আইপিএলের ফাইনালে উঠল আরসিবি। শেষবার উঠেছিল ২০১৬ সালে। তার ৯ বছর পর ফের আইপিএল ফাইনালে বিরাট কোহলিরা। এর আগে ২০০৯, ২০১১ ও ২০১৬ সালে আইপিএল ফাইনাল খেলেছে আরসিবি। কী হয়েছিল সেই তিন ফাইনালে?
২০০৯, জোহানেসবার্গ
ডেকান চার্জার্স প্রথমে ব্যাট করে ২০ ওভারে তুলেছিল ১৪৩/৬। হাফসেঞ্চুরি হার্শেল গিবসের। ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন অনিল কুম্বলে। জবাবে ব্যাট করতে নেমে ১৩৭/৯ স্কোরে আটকে যায় আরসিবি। বিরাট ৭ রান করেন। মাত্র ৬ রানে ম্যাচ হারে আরসিবি।
২০১১, চেন্নাই
প্রথমে ব্যাট করে ২০৫/৫ তোলে চেন্নাই সুপার কিংস। ঝোড়ো ইনিংস মুরলী বিজয় (৫২ বলে ৯৫ রান) ও মাইকেল হাসির (৪৫ বলে ৬৩ রান)। জবাবে ১৪৭/৮ স্কোরে আটকে যায় আরসিবি। বিরাট ৩৫ রান করেন। ৫৮ রানে ম্যাচ জিতে ট্রফি ঘরে তোলে ধোনির সিএসকে।
২০১৬, বেঙ্গালুরু
কোহলির স্বপ্নের আইপিএল। দুরন্ত ছন্দে ছিলেন। তার ওপর ঘরের মাঠে ফাইনাল। প্রথমে ব্যাট করে সানরাইজার্স হায়দরাবাদ তোলে ২০৮/৭। ৩৮ বলে ৬৯ করেন ডেভিড ওয়ার্নার। জবাবে ক্রিস গেল ও কোহলি দুরন্ত শুরু দেন। দুজনই হাফসেঞ্চুরি করেন। কিন্তু ভেঙে পড়ে মিডল অর্ডার। ২০০/৭ স্কোরে আটকে যায় আরসিবি। মাত্র ৮ রানে হার।
এবার কী হবে?