RCB vs CSK, IPL 2023 Live : চিন্নাস্বামীতে রানের বন্যা, হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৮ রানে বাজিমাত সিএসকের

IPL 2023, Match 24, RCB vs CSK : আইপিএলের মেগা ডুয়েল। মুখোমুখি বিরাট-ধোনি। বেঙ্গালুরুতে সম্মুখসমরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও চেন্নাই সুপার কিংস।

ABP Ananda Last Updated: 17 Apr 2023 11:14 PM
RCB vs CSK Live Score : মাথিসা পাতিরানার ঠান্ডা মাথায় বোলিং, ৮ রানে ম্যাচ জয় সিএসকের

মাথিসা পাতিরানার ঠান্ডা মাথায় বোলিং, ৮ রানে ম্যাচ জয় সিএসকের। ২০ ওভারে ৮ উইকেটে ২১৮ রান আরসিবির।

RCB vs CSK Live : হাড্ডাহাড্ডি লড়াই, ২০০ পার আরসিবি-র

হাড্ডাহাড্ডি লড়াই ম্যাচে শেষপর্বেও ২০০ পার আরসিবি-র।  ১৯ ওভারের শেষে তাদের স্কোর ৭ উইকেটে ২০৮ রান। শেষ ওভারের ম্যাচ জিততে প্রয়োজন ১৯ রান।

RCB vs CSK Live Score : একের পর এক উইকেটের পতন

একের পর এক উইকেটের পতন আরসিবির। ১৮ ওভারের শেষে তাদের স্কোর ৬ উইকেটে ১৯৬ রান।

RCB vs CSK Live : ১৬ ওভারের শেষে ৪ উইকেটে ১৮১ রান আরসিবি-র

 ১৬ ওভারের শেষে ৪ উইকেটে ১৮১ রান আরসিবি-র। শেষ ৪ ওভারে ম্যাচ জিততে ৪৬ রান দরকার। 

RCB vs CSK Live Score : একইভাবে আউট ফাফও, মিস হিটে আকাশে বল, তালুবন্দি করলেন ধোনি

ম্যাক্সওয়েলের পর ফিরলেন ফাফ ডু প্লেসিও। ৩৩ বলে ৬২ রানের দুরন্ত ইনিংস খেললেন আরসিবি অধিনায়ক। 

RCB vs CSK Live : আউট ম্যাক্সওয়েল

মাত্র ৩৬ বলে ৭৬ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হলেন গ্লেন ম্যাক্সওয়েল। ১৩ ওভারের শেষে আরসিবি-র স্কোর ৩ উইকেটে ১৪৬ রান।

RCB vs CSK Live Score : ডু প্লেসি, ম্যাক্সওয়েলের জোড়া অর্ধশতরান

ডু প্লেসি, ম্যাক্সওয়েলের জোড়া অর্ধশতরান। ১২ ওভারের শেষে ২ উইকেটে আরসিবি-র স্কোর ১৪১ রান।

RCB vs CSK Live : ১০০ রানের গণ্ডি টপকাল আরসিবি

৯ ওভারের মধ্যেই ১০০-র গণ্ডি টপকে গেল আরসিবি। ৯ ওভারের শেষে ২ উইকেট খুইয়ে তাদের স্কোর ১০৫ রান।

RCB vs CSK Live Score : পাওয়ার প্লে-তে ৭৫, ৮ ওভারের শেষে ২ উইকেটে ৯৩ রান আরসিবির

 পাওয়ার প্লে-তে ৭৫ রান ডু-প্লেসি-ম্যাক্সওয়েলদের , ৮ ওভারের শেষে ২ উইকেটে ৯৩ রান আরসিবির।

RCB vs CSK Live : পাল্টা আক্রমণ ডু প্লেসি- ম্যাক্সওয়েলের

জোড়া উইকেট শুরুতেই খুইয়ে ফেলেলও পাল্টা আক্রমণে ফাফ ডু প্লেসি ও গ্লেন ম্যাক্সওয়েল। ৪ ওভারের শেষে আরসিবি-র স্কোর ২ উইকেটে ৪৫ রান।

RCB vs CSK Live Score : প্রথম ওভারেই বড় ধাক্কা, আউট বিরাট

প্রথম ওভারেই আরসিবিকে বড় ধাক্কা সিএসকের। আকাশ সিংহের বলে আউট বিরাট কোহলি (৬)। দ্বিতীয় ওভারে মোহিপাল লোমরোর (০)। ২ ওভারের শেষে ২ উইকেটে ১৫ রান আরসিবি-র।

RCB vs CSK Live : ২২৬ রানের বড় স্কোর খাড়া করল সিএসকে

২২৬ রানের বিশাল স্কোর খাড়া করল সিএসকে। 

RCB vs CSK Live Score : বোলিং থেকে সরানো হল হর্ষলকে

শেষ ওভারে টানা হোয়াইড-নো।  বোলিং থেকে হর্ষল প্যাটেলকে সরানো হল। শেষ চার বল করবেন গ্লেন ম্যাক্সওয়েল।

RCB vs CSK Live : ২০০ রান সিএসকে-র

১৮ ওভারের শেষে ৫ উইকেটে ২০০ রান সিএসকে-র। 

RCB vs CSK Live Score : অর্ধশতরান হাঁকিয়ে আউট শিবম দুবে

২৭ বলে ২ টি চার ও ৫ টি ছক্কার সাহায্যে ৫২ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট শিবম দুবে।

RCB vs CSK Live : ১০০-র গণ্ডি টপকাল সিএসকে

১০০-র গণ্ডি টপকাল সিএসকে। ১১ ওভারের শেষে ২ উইকেটে ১০৭ রান চেন্নাইয়ের।

RCB vs CSK Live Score : অর্ধশতরান কনওয়ের

৩২ বলে হাফসেঞ্চুরি ডেভন কনওয়ের। ১০ ওভারের শেষে সিএসকে-র স্কোর ২ উইকেটে ৯৭ রান।

RCB vs CSK Live : আউট রাহানে (৩৭)

হাসারাঙ্গার শিকার রাহানে। ২০ বলে ৩৭ রানের ইনিংসে ৩ টি চার ও ২ টি ছক্কা।

RCB vs CSK Live Score : ৯ ওভারে ১ উইকেটে ৮৩ রান সিএসকে-র।

রাহানে-কনওয়ের অপরাজিত ৬৭ রানের পার্টনারশিপে বড় স্কোরের পথে সিএসকে। ৯ ওভারের শেষে ১ উইকেট খুইয়ে তাদের স্কোর ৮৩ রান।

RCB vs CSK Live : ৬ ওভারে ১ উইকেটে ৫৩ রান সিএসকে-র

৬ ওভারে ১ উইকেটে ৫৩ রান সিএসকে-র। ভাল ছন্দে রাহানে।

RCB vs CSK Live Score : ব্যর্থ রুতুরাজ

বড় রানের ইনিংস খেলতে ব্যর্থ রুতুরাজ গায়কোয়াড় (৩)। মহম্মদ সিরাজের বলে মারতে গিয়ে ওয়েন পারনেলের হাতে ক্যাচ দিয়ে বসলেন সিএসকে-র ওপেনার। 

RCB vs CSK Live : ভাল শুরু সিএসকে-র

২ ওভারের শেষে বিনা উইকেটে ১৬ রান। ভাল শুরু সিএসকে-র। 

RCB vs CSK Live Score : চিন্নাস্বামীকে পরে ব্যাটিংয়ের কাজটা সহজ, মত ধোনির

টসে হেরে ফাফের বক্তব্য চেন্নাইয়ে ১৮০-র কাছাকাছিতে আটকে রাখার লক্ষ্য তাঁদের। অপরদিকে ধোনি স্বীকার করে নিলেন চিন্নাস্বামীর পিচে পরে ব্যাটিং করা তুলনামূলক সহজ। 

RCB vs CSK Live : চেন্নাই স্কোয়াডে পাথিরানা

সিএসকে-র প্রথম একাদশে একটি বদল। সিসান্দা মাগালার স্থানে দলে ঢুকলেন মাথিসা পাথিরানা। আরসিবি স্কোয়াড অপরিবর্তিত। 

প্রেক্ষাপট

বেঙ্গালুরু : সপ্তাহের প্রথম দিনই আইপিএলে (IPL) ধুন্ধুমার লড়াই। একদিকে মহেন্দ্র সিংহ ধোনি আর তাঁর চেন্নাই সুপার কিংস (CSK)। অন্যদিকে ফাফ ডুপ্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। যে দলের হৃদপিণ্ড বিরাট 'কিংগ কোহলি'। ষোড়শ আইপিএলে দুরন্ত ছন্দে রয়েছেন বিরাট। টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরার হওয়ার দৌড়েও রয়েছেন। সোমবার চিন্নাস্বামীর দ্বৈরথ ঘিরে উন্মাদনার পারদ তুঙ্গে। ৪ ম্যাচে ২ টি জয় নিয়ে দুই ফ্র্যাঞ্চাইজিই রয়েছে ৪ পয়েন্টে। রান রেটের বিচারে লিগ টেবিলে ছয় ও সাত নম্বরে রয়েছে সিএসকে ও আরসিবি।


আর সেই ম্যাচের আগে সকলের আগ্রহের কেন্দ্রে বাইশ গজ। বেঙ্গালুরুর উইকেট কেমন? রানের ঝড় বইবে, নাকি ছড়ি ঘোরাবেন বোলাররা? সাধারণত চিন্নাস্বামীর পিচ ব্যাটারদের স্বর্গ। নৈশালোকে শিশিরে অনেক সময় বল দ্রুত গতিতে যায়। মাঠের বাউন্ডারি ছোট হওয়াটা বেশি রান ওঠার ক্ষেত্রে অনুঘটকের কাজ করে। এই মাঠে এবারের আইপিএলে তিনটি ম্যাচ হয়েছে। তাতে ৫৭টি ছক্কা হয়েছে। এবারের আইপিএলে এক মাঠে সবচেয়ে বেশি ছক্কার নজির এটাই। ম্য়াচের সময় আবহাওয়ার ভাল থাকবে বলে পূর্বাভাস। বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগের কোনও আশঙ্কা নেই। চোট আঘাতই সিএসকে-র সবচেয়ে বড় কাঁটা হয়ে দাঁড়িয়েছে। পরের ৬ ম্যাচের মধ্যে ৪টি ম্যাচই খেলতে হবে বাইরের মাঠে। যে ম্যাচগুলিতে জোরে বোলিং বিভাগ সাজানো সবথেকে বড় চিন্তা স্টিফেন ফ্লেমিংয়ের। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.