RCB vs DC, FINAL Score: কোহলিদের ৫৯ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এল দিল্লি
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এই ম্যাচে দলে দুটি পরিবর্তন করেছে।
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Last Updated:
06 Oct 2020 12:34 AM
2nd Innings, Royal Challengers Bangalore: ২০ ওভারের শেষে আরসিবি আটকে গেল ১৩৭/৯ স্কোরে। দিল্লি জয়ী ৫৯ রানে।
2nd Innings, Royal Challengers Bangalore: ১৯ ওভারের শেষে আরসিবির স্কোর ১২৭/৯।
2nd Innings, Royal Challengers Bangalore: শিবম দুবেকে (১২ বলে ১১ রান) বোল্ড করে দিলেন কাগিসো রাবাডা। ১ বল পর ইসরু উদানাকে (৩ বলে ১ রান) ফেরালেন রাবাডা। ১৮ ওভারের শেষে আরসিবির স্কোর ১২১/৮।
2nd Innings, Royal Challengers Bangalore: ১৭ ওভারের শেষে আরসিবির স্কোর ১১৮/৬।
2nd Innings, Royal Challengers Bangalore: আউট ওয়াশিংটন সুন্দর (১১ বলে ১৭ রান)। ১৬ ওভারের শেষে আরসিবির স্কোর ১১৫/৬।
2nd Innings, Royal Challengers Bangalore: ১৫ ওভারের শেষে আরসিবির স্কোর ১০৫/৫।
2nd Innings, Royal Challengers Bangalore: ১৪ ওভারের শেষে আরসিবির স্কোর ৯৭/৫।
2nd Innings, Royal Challengers Bangalore: জোরাল ধাক্কা আরসিবি শিবিরে। কাগিসো রাবাডার বলে ঋষভ পন্থের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন কোহলি (৩৯ বলে ৪৩ রান)।
2nd Innings, Royal Challengers Bangalore: ১৩ ওভারের শেষে আরসিবির স্কোর ৯১/৪।
2nd Innings, Royal Challengers Bangalore: অক্ষর পটেলের বলে আউঠ মঈন আলি (১৩ বলে ১১ রান)। ১২ ওভারের শেষে আরসিবির স্কোর ৭৫/৪।
2nd Innings, Royal Challengers Bangalore: ১১ ওভারের শেষে আরসিবির স্কোর ৭০/৩।
2nd Innings, Royal Challengers Bangalore: ১০ ওভারের শেষে আরসিবির স্কোর ৬৩/৩।
2nd Innings, Royal Challengers Bangalore: ৯ ওভারের শেষে আরসিবির স্কোর ৬১/৩।
2nd Innings, Royal Challengers Bangalore: ৮ ওভারের শেষে আরসিবির স্কোর ৫৪/৩।
2nd Innings, Royal Challengers Bangalore: ৭ ওভারের শেষে আরসিবির স্কোর ৪৯/৩।
2nd Innings, Royal Challengers Bangalore: ষষ্ঠ ওভারে জোরাল ধাক্কা আরসিবি শিবিরে। ফিরলেন এ বি ডিভিলিয়ার্স (৬ বলে ৯ রান)। ৬ ওভারের শেষে আরসিবির স্কোর ৪৩/৩।
2nd Innings, Royal Challengers Bangalore: ৫ ওভারের শেষে আরসিবির স্কোর ৩৮/২।
2nd Innings, Royal Challengers Bangalore: অক্ষর পটেলের বলে আউট অ্যারন ফিঞ্চ (১৪ বলে ১৩ রান)। ৪ ওভারের শেষে আরসিবির স্কোর ২৭/২।
2nd Innings, Royal Challengers Bangalore: তৃতীয় ওভারে ধাক্কা আরসিবি শিবিরে। আর অশ্বিনের বলে ডিপ মিড উইকেটে মার্কাস স্টোইনিসের হাতে ধরা পড়লেন ছন্দে থাকা দেবদত্ত পড়িক্কল (৬ বলে ৪ রান)। ৩ ওভারের শেষে আরসিবির স্কোর ২০/১।
2nd Innings, Royal Challengers Bangalore: পরপর ২ ওভারে দুবার পড়ল অ্যারন ফিঞ্চের ক্যাচ। ২ ওভারের শেষে আরসিবির স্কোর ১৫/০।
2nd Innings, Royal Challengers Bangalore: ১ ওভারের শেষে আরসিবির স্কোর ৫/০।
1st Innings, Delhi Capitals: ২০ ওভারের শেষে দিল্লির স্কোর ১৯৬/৪। মার্কাস স্টোইনিস ২৬ বলে ৫৩ রান করে অপরাজিত রইলেন। শিমরন হেটমায়ার করলেন ৭ বলে অপরাজিত ১১ রান।
1st Innings, Delhi Capitals: মহম্মদ সিরাজের বলে ফিরলেন ঋষভ পন্থ (২৫ বলে ৩৭ রান)। ১৯ ওভারের শেষে দিল্লির স্কোর ১৮৪/৪।
1st Innings, Delhi Capitals: ১৮ ওভারের শেষে দিল্লির স্কোর ১৭১/৩।
1st Innings, Delhi Capitals: ১৭ ওভারের শেষে দিল্লির স্কোর ১৬১/৩।
1st Innings, Delhi Capitals: ১৬ ওভারের শেষে দিল্লির স্কোর ১৪৩/৩।
1st Innings, Delhi Capitals: ১৫ ওভারের শেষে দিল্লির স্কোর ১৩৪/৩।
1st Innings, Delhi Capitals: ১৪ ওভারের শেষে দিল্লির স্কোর ১১৭/৩।
1st Innings, Delhi Capitals: ১৩ ওভারের শেষে দিল্লির স্কোর ১০২/৩।
1st Innings, Delhi Capitals: শ্রেয়স আইয়ারকে (১৩ বলে ১১ রান) ফেরালেন মঈন আলি। ১২ ওভারের শেষে দিল্লির স্কোর ৯৪/৩।
1st Innings, Delhi Capitals: ১১ ওভারের শেষে দিল্লির স্কোর ৮৮/২।
1st Innings, Delhi Capitals: ইসুরু উদানার বলে আউট শিখর ধবন (২৮ বলে ৩২ রান) ১০ ওভারের শেষে দিল্লির স্কোর ৮৫/২।
1st Innings, Delhi Capitals: ৯ ওভারের শেষে দিল্লির স্কোর ৭৮/১।
1st Innings, Delhi Capitals: ৮ ওভারের শেষে দিল্লির স্কোর ৭৫/১।
1st Innings, Delhi Capitals: মহম্মদ সিরাজের বলে ফিরলেন পৃথ্বী শ (৪২ রান, ২৩ বলে)। ৭ ওভারের শেষে দিল্লির স্কোর ৭২/১।
1st Innings, Delhi Capitals: ৬ ওভারের শেষে দিল্লির স্কোর ৬৩/০।
1st Innings, Delhi Capitals: ৫ ওভারের শেষে দিল্লির স্কোর ৫৩/০।
1st Innings, Delhi Capitals: ৪ ওভারের শেষে দিল্লির স্কোর ৩৫/০।
1st Innings, Delhi Capitals: ৩ ওভারের শেষে দিল্লির স্কোর ৩১/০।
1st Innings, Delhi Capitals: ২ ওভারের শেষে দিল্লির স্কোর ১৭/০।
1st Innings, Delhi Capitals: ১ ওভারের শেষে দিল্লির স্কোর ১৪/০।
প্রেক্ষাপট
দুবাই: দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন বিরাট কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এই ম্যাচে দলে দুটি পরিবর্তন করেছে। পেটের সমস্যায় খেলতে পারছেন না অ্যাডাম জাম্পা। তাঁর পরিবর্তে খেলছেন মঈন আলি। আর গুরকিরাত সিংহ মানের পরিবর্তে খেলছেন মহম্মদ সিরাজ। দিল্লি চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া অমিত মিশ্রর পরিবর্তে খেলাচ্ছে অক্ষর পটেলকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -