চেন্নাই: আইপিএলের প্রথম সপ্তাহে একমাত্র অপরাজিত দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। পরপর দু ম্যাচে জিতেছেন বিরাট কোহলিরা। রবিবার শাহরুখ খান-জুহি চাওলার দল কলকাতা নাইট রাইডার্সের সামনে কোহলিরা। পারবেন জয়ের হ্যাটট্রিক করতে?


পয়েন্ট টেবিলের শীর্ষে আছেন কোহলিরা। যদিও তাঁদের স্বস্তি দেবে না আইপিএলের ইতিহাস। এর আগে আইপিএলে একবারই মাত্র প্রথম দুই ম্য়াচ জিতেছিল আরসিবি। তবে সেবার টুর্নামেন্টের পরের দিকে রীতিমতো বিপর্যয় হয় কোহলিদের। পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে থেকে শেষ করেন কোহলিরা। এবার তাই বাড়তি সতর্ক থাকবেন তাঁরা।


আরসিবির অন্যতম ভরসা অধিনায়ক কোহলি। তাঁর কাঁধেই আরসিবির ইনিংস শুরু করার দায়িত্ব। এখনও পর্যন্ত চলতি মরসুমে ব্যাট হাতে ছন্দে বিরাট। সঙ্গে রয়েছেন এ বি ডিভিলিয়ার্স। এ বি ফর্মে থাকলে কী করতে পারেন, তা ক্রিকেটভক্তরা জানেন। প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুরন্ত ব্যাটিং করেছিলেন এ বি। অন্যদিকে আরসিবির জার্সিতে এবার ভালই পারফর্ম করছেন গ্লেন ম্যাক্সওয়েল। গত ম্যাচে ছয় বছর বাদে আইপিএলে তিনি হাফসেঞ্চুরি করেছেন।


ত্রয়ীকে আটকাতে বল হাতে কেকেআরের অন্যতম ভরসা আন্দ্রে রাসেল। গত ম্যাচে বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছিলেন। পান পাঁচটি উইকেট। সঙ্গে প্যাট কামিন্সের গতি, বরুণ চক্রবর্তী-শাকিব আল হাসানের স্পিন দিয়ে বাজিমাত করতে চাইবেন অইন মর্গ্য়ান। ব্যাটিংয়ে ভরসা শুভমন গিল ও নীতিশ রানার ওপেনিং পার্টনারশিপ। ব্যাট হাতে ছন্দে দীনেশ কার্তিক। তবে ফিনিশারের অভাব ভোগাতে পারে কেকেআরকে।


সম্ভাব্য দল


রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: বিরাট কোহলি (অধিনায়ক), দেবদত্ত পড়িক্কল, শাহবাজ আমেদ, গ্লেন ম্যাক্সওয়েল, এ বি ডিভিলিয়ার্স (উইকেটকিপার), ড্যান ক্রিশ্চিয়ান, ওয়াশিংটন সুন্দর, কাইল জেমিসন, হর্ষল পটেল, মহম্মদ সিরাজ ও যুজবেন্দ্র চাহাল।


কলকাতা নাইট রাইডার্স: শুভমন গিল, নীতিশ রানা, রাহিুল ত্রিপাঠি, অইন মর্গ্যান (অধিনায়ক), দীনেশ কার্তিক (উইকেটকিপার), আন্দ্রে রাসেল, শাকিব আল হাসান, হরভজন সিংহ, প্যাট কামিন্স, প্রসিদ্ধ কৃষ্ণ ও বরুণ চক্রবর্তী।


ছক্কায় ধোনিকে ছাপিয়ে গেলেন রোহিত