বেঙ্গালুরু: চিন্নাস্বামী স্টেডিয়ামে আজ আইপিএলের 'এল প্রিমেরো'। অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) বনাম কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) ম্যাচ। দুই দলেই মহাতারকাদের ছড়াছড়ি। একদিকে কোহলি, তো আরেকদিকে রাসেল, একদিকে মিচেল স্টার্ক তো অন্যদিকে গ্লেন ম্যাক্সওয়েল। তাই দুই দলের ম্যাচ ঘিরে চড়ছে উত্তেজনার পারদ।
আরসিবি নিজেদের গত ম্যাচে পাঞ্জাব কিংসকে হারিয়েছিল। কেকেআর আবার শেষ ওভারে রুদ্ধশ্বাস ভঙ্গিমায় সানরাইজার্স হায়দরাবাদকে পরাজিত করে। তাই দুই দলের কাছেই এই ম্যাচ জিতে লিগ তালিকার শীর্ষে পৌঁছনোর হাতছানি রয়েছে। কেকেআরকে কাছে সুযোগ রয়েছে আরসিবিকে হারিয়ে চলতি মরশুমে ঘরের মাঠে দলগুলির জয়ের ধারা সমাপ্ত করায়। ৪০ ওারের লড়াইয়ের পর শেষ হাসি কে হাসে, এখন সেটাই দেখার বিষয়।
কাদের ম্যাচ?
মরশুমের দশম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্স একে অপরের মুখোমুখি হতে চলেছে।
ম্যাচটি বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আয়োজিত হবে।
ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধে ৭.৩০টায়, টস তার ঠিক আধ ঘণ্টা আগে, সন্ধে ৭ টায়।
কোথায় দেখবেন?
ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার নেটওয়ার্কের একগুচ্ছ চ্যানেলে।
অনলাইন স্ট্রিমিং?
টিভির সামনে বসার সুযোগ না থাকলে স্মার্টফোনে জিও সিনেমা অ্যাপে দেখতে পাওয়া যাবে এই টুর্নামেন্ট।
পিচ ও পরিবেশ
চিন্নাস্বামী স্টেডিয়ামের পিচ বরাবরই ব্যাটিং সহায়ক। পাটা উইকেট এবং ছোট বাউন্ডারির স্টেডিয়ামে এর আগে প্রচুর রান উঠতে দেখা গিয়েছে। তবে এ মরশুমের প্রথম ম্যাচে কিন্তু তেমন রান উঠেনি। আরসিবির বিরুদ্ধে পাঞ্জাব কিংস আরেকটু হলেই ১৭৬ রান সফলভাবে ডিফেন্ড করে ফেলত। যদিও সেই ম্যাচ থেকে আজকের আরসিবি বনাম কেকেআর ম্যাচের পিচ ভিন্ন। তবে এই পিচেও হালকা ঘাস রয়েছে। ম্যাচ চলাকালীন তাপমাত্রা ৩০ ডিগ্রির আশেপাশে থাকবে। রাতে অবশ্য শিশির পড়ার সম্ভাবনা নেই বললেই চলে।
হেড-টু-হেড
গত মরশুমে দুইবারই আরসিবিকে পরাজিত করেছিল কেকেআর। ইতিহাস ঘেটে দেখলেও দেখা যাবে দুই দলের মুখোমুখি সাক্ষাতে এগিয়ে কেকেআরই। আরসিবি কেকেআরের বিরুদ্ধে ১৪টি ম্যাচ জিতেছে। সেখানেই আরসিবির বিরুদ্ধে নাইটরা ১৮টি ম্যাচ জিতেছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: দুই ম্যাচে আসেনি বড় রান, রাজস্থানের বিরুদ্ধে আউট হয়ে মেজাজ হারালেন পন্থ