RCB Vs MI Live Updates : কোহলি-অনুজের দুরন্ত পার্টনারশিপ, ৭ উইকেটে ম্যাচ জিতল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
IPL 2022 : এবারের আইপিএলে এখনও ৩ ম্যাচের প্রত্যেকটিতেই হেরেছে মুম্বই ইন্ডিয়ান্স। অপরদিকে ৩ ম্যাচের ২ টিতে জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
ম্যাক্সওয়েলের জোড়া বাউন্ডারিতে ম্যাচ শেষ। ১০ বল বাকি থাকতেই ৭ উইকেটে ম্যাচ জিতে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
অনুজ রাওয়াত (৬৬) অর্ধশতরান হাঁকালেও অল্পের জন্য ফসকালেন বিরাট কোহলি (৪৮)। যদিও জয়ের দোরগোড়ায় ব্যাঙ্গালোর।
১৪ ওভারের শেষে ২ উইকেটে ১৪৮ রান ব্যাঙ্গালোরের। শেষ ২ ওভারে ম্যাচ জিততে আর ৮ রান চাই বিরাটদের।
১৬ ওভারের শেষে ২ উইকেটে ১২২ রান ব্যাঙ্গালোরের
১১ ওভারে ১ উইকেটে ৭১ রান রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের
৭ ওভারে বিনা উইকেটে ৪৫ রান বেঙ্গালুরুর
রান তাড়া করতে নেমে ভাল শুরু বেঙ্গালুরুর। ৩ ওভারের শেষে স্কোর বিনা উইকেটে ২১ রান।
সূর্যকুমার যাদবের দুরন্ত অপরাজিত ৬৮ রানের সুবাদে ১৫১ রানের লড়াকু স্কোর খাড়া করল মুম্বই ইন্ডিয়ান্স।
দুরন্ত অর্ধশতরান সূর্যকুমার যাদবের। ১৯ ওভারের শেষে ৬ উইকেটে ১৪৪ রান মুম্বইয়ের। ৩৪ বলে ৫টি চার ও ৫ টি ছক্কা হাঁকিয়ে সূর্য খেলছেন ৬২ রানে।
১৮ ওভারে ৬ উইকেটে ১২১ রান মুম্বইয় ইন্ডিয়ান্সের। সূর্যকুমার যাদব খেলছেন ৪১ রানে।
মুম্বইয়ের ইনিংস থিতু করার কাজ চালাচ্ছেন সূর্যকুমার যাদব। ১৫ ওভারের শেষে ৬ উইকেটে ৯২ রান মুম্বই ইন্ডিয়ান্সের।
১২ ওভারে ৫ উইকেটে ৭০ রান মুম্বই ইন্ডিয়ান্সের
১০ ওভারে ৪ উইকেটে ৬২ রান মুম্বই ইন্ডিয়ান্সের। ইশানম কিষাণকে ফিরিয়েছেন বাংলার আকাশদীপ। রানআউট হয়েছেন তিলক ভার্মা।
সাজঘরে ফিরলেন রোহিত শর্মা (২৬) ও ডেওয়াল্ড ব্রেভিস (৮) । ৮.৩ ওভারে ২ উইকেটে ৬০ রান মুম্বইয়ের।
৬ ওভারে বিনা উইকেটে ৪৯ রান মুম্বইয়ের।
ঝোড়ো শুরু মুম্বইয়ের। ৪.২ ওভারে বিনা উইকেটে ৩৭ রান মুম্বই ইন্ডিয়ান্সের।
প্রেক্ষাপট
পুণে : চলতি আইপিএলে প্রথম জয়ের খোঁজে নামছে মুম্বই ইন্ডিয়ান্স। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা চলতি মরসুমের অভিযানে প্রথম তিন ম্যাচের তিনটিতেই হেরেছে। অপরদিকে, ৩ ম্যাচের মধ্যে দুটিতেই জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বিরাট কোহলি- ফাফ ডু প্লেসির স্কোয়াডকে ভরসা জোগাচ্ছে দীনেশ কার্তিকের ব্যাটিং ফর্ম।
চলতি আইপিএল-এ খারাপ শুরু মুম্বইয়ের
এর আগে একাধিকবার এই ধরনের পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়েছে মুম্বই। ২০০৮, ২০১৪, ২০১৫ ও ২০১৮ সালের আইপিএল-এও মুম্বইয়ের শুরুটা খারাপ হয়েছিল। এবারও তাই ঘুরে দাঁড়ানোর বিষয়ে আশাবাদী মুম্বই শিবির।
ব্যাটিংয়ের পাশাপাশি এবার বোলিং ব্যর্থতাও মুম্বইকে ভোগাচ্ছে। বাসিল থাম্পি, টাইমাল মিলস, ড্যানিয়েল স্যামসরা প্রচুর রান দিচ্ছেন। এখনও বড় রান পাননি রোহিত ও দলের অন্যতম ভরসা কাইরন পোলার্ড। তবে ফর্মে আছেন সূর্যকুমার যাদব। যদিও জয় পেতে গেলে দলের সবাইকে ভাল পারফরম্যান্স দেখাতে হবে।
অন্যদিকে, তিন ম্যাচের মধ্যে দু’টিতে জয় পাওয়ায় আত্মবিশ্বাসী আরসিবি। নতুন অধিনায়ক ফাফ দু প্লেসি ভালভাবেই দল পরিচালনা করছেন। প্রথম তিন ম্যাচে দলে না থাকলেও, আজ ফিরছেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল। ফলে আরসিবি-র শক্তি বাড়বে। ব্যাটিং বিভাগে বিরাট, দীনেশ কার্তিকরা আরসিবি-র বড় ভরসা। বোলিং বিভাগে বাংলার আকাশ দীপ,মহম্মদ সিরাজ, হর্ষল পটেল ভরসা।
মুম্বইয়ের বোলিং বিভাগে প্রধান ভরসা জসপ্রীত বুমরাহর বিরুদ্ধে টি-২০ ম্যাচে কার্তিকের রেকর্ড বেশ ভাল। টি-২০ ম্যাচে একবারও কার্তিককে আউট করতে পারেননি বুমরাহ। এই পেসার অবশ্য় ম্যাক্সওয়েলের বিরুদ্ধে বেশ সফল। ১৫ বারের সাক্ষাতে ৭ বার ম্যাক্সওয়েলকে আউট করেছেন বুমরাহ। মুম্বইয়ের বিরুদ্ধে ১০ ম্যাচে ১৮ উইকেট নিয়েছেন হর্ষল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -