RCB Vs PBKS, IPL 2022 LIVE: শুরুতেই ধাক্কা, দুশোর বেশি স্কোর তুলেও হেরে গেলেন বিরাটরা

IPL 15: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) ও পাঞ্জাব কিংস (Punjab Kings)। দুই দলই বারবার তারকা ক্রিকেটারদের নিয়ে দল সাজিয়েছে। কিন্তু ট্রফির হদিশ পাইনি।

abp ananda Last Updated: 27 Mar 2022 11:20 PM

প্রেক্ষাপট

মুম্বই: আইপিএলের (IPL) ইতিহাস ঘাঁটলে দুই দলেরই ভাগ্য একই রেখায় এগিয়ে যেতে দেখা যাবে।রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) ও পাঞ্জাব কিংস (Punjab Kings)। দুই দলই বারবার তারকা ক্রিকেটারদের নিয়ে দল...More

RCB vs PBKS Live Updates: ৬ বল বাকি থাকতে দুরন্ত জয় পাঞ্জাব কিংসের

৬ বল বাকি থাকতে দুরন্ত জয় পাঞ্জাব কিংসের। ১৯ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৮/৫ তুলে ম্যাচ জিতল পাঞ্জাব। শাহরুখ খান ২০ বলে ২৪ রানে ও ওডিয়েন স্মিথ ৮ বলে ২৫ রানে ক্রিজে ছিলেন।