RCB Vs PBKS, IPL 2022 LIVE: শুরুতেই ধাক্কা, দুশোর বেশি স্কোর তুলেও হেরে গেলেন বিরাটরা

IPL 15: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) ও পাঞ্জাব কিংস (Punjab Kings)। দুই দলই বারবার তারকা ক্রিকেটারদের নিয়ে দল সাজিয়েছে। কিন্তু ট্রফির হদিশ পাইনি।

abp ananda Last Updated: 27 Mar 2022 11:20 PM
RCB vs PBKS Live Updates: ৬ বল বাকি থাকতে দুরন্ত জয় পাঞ্জাব কিংসের

৬ বল বাকি থাকতে দুরন্ত জয় পাঞ্জাব কিংসের। ১৯ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৮/৫ তুলে ম্যাচ জিতল পাঞ্জাব। শাহরুখ খান ২০ বলে ২৪ রানে ও ওডিয়েন স্মিথ ৮ বলে ২৫ রানে ক্রিজে ছিলেন।

RCB vs PBKS Live: ২ ওভারে ম্যাচ জিততে মাত্র ১১ রান চাই পাঞ্জাবের

মাত্র ৮ বলে ২৫ রান করে অপরাজিত ওডেন স্মিথ। শেষ ২ ওভারে ম্যাচ জিততে মাত্র ১১ রান চাই পাঞ্জাবের।

RCB vs PBKS Live Updates: লিভিংস্টোনকে ফেরালেন আকাশ দীপ

লিয়াম লিভিংস্টোনকে (১০ বলে ১৯) ফেরালেন আকাশ দীপ। আরসিবির স্কোর ১৫৬/৫।

RCB vs PBKS Live Updates: লিভিংস্টোনকে ফেরালেন আকাশ দীপ

লিয়াম লিভিংস্টোনকে (১০ বলে ১৯) ফেরালেন আকাশ দীপ। আরসিবির স্কোর ১৫৬/৫।

RCB vs PBKS Live: ২২ বলে ৪৩ রান করে মহম্মদ সিরাজের বলে ফিরলেন ভানুকা

২২ বলে ৪৩ রান করে মহম্মদ সিরাজের বলে ফিরলেন ভানুকা রাজাপক্ষে। ম্যাচ জিততে আর ৪১ বলে ৬৭ রান চাই পাঞ্জাবের।

RCB vs PBKS Live: ৪৩ রান করে হর্ষল পটেলের বলে ফিরলেন শিখর ধবন

২৯ বলে ৪৩ রান করে হর্ষল পটেলের বলে ফিরলেন শিখর ধবন। পাঞ্জাব কিংসের স্কোর ১১৮/২।

RCB vs PBKS Live Updates: ৮ ওভারের শেষে পাঞ্জাব কিংসের স্কোর ৭৫/১

২৪ বলে ৩২ রান করে আউট হলেন ময়ঙ্ক অগ্রবাল। ৮ ওভারের শেষে পাঞ্জাব কিংসের স্কোর ৭৫/১। 

RCB vs PBKS Live Updates: ২ ওভারের শেষে বিনা উইকেটে ২২ রান তুলল পাঞ্জাব

২ ওভারের শেষে বিনা উইকেটে ২২ রান তুলল পাঞ্জাব কিংস। ক্রিজে শিখর ধবন ও ময়ঙ্ক অগ্রবাল।

RCB vs PBKS Live: প্রথমে ব্যাট করে আরসিবি তুলল ২০৫/২

ডুপ্লেসি ফিরলেও ব্য়াটে ঝড় দীনেশ কার্তিকের। ১৪ বলে ৩২ রান করে অপরাজিত রইলেন তিনি। ২৯ বলে ৪১ রানে অপরাজিত রইলেন বিরাট কোহলি। প্রথমে ব্যাট করে আরসিবি তুলল ২০৫/২।

RCB vs PBKS Live: ৫৭ বলে ৮৮ রান করে ফিরলেন ফাফ ডুপ্লেসি

অর্শদীপ সিংহের ওভারে ৫৭ বলে ৮৮ রান করে ফিরলেন ফাফ ডুপ্লেসি। ১৭.১ ওভারে আরসিবি-র স্কোর ১৬৮/২।

RCB vs PBKS Live: ৪১ বলে হাফসেঞ্চুরি সম্পূর্ণ করলেন ফাফ

৪১ বলে হাফসেঞ্চুরি সম্পূর্ণ করলেন ফাফ ডুপ্লেসি। ১৩ ওভারের শেষে আরসিবির স্কোর ১১৫/১।

RCB vs PBKS Live Updates: ১২ ওভারের শেষে আরসিবি-র স্কোর ৯২/১

১২ ওভারের শেষে আরসিবি-র স্কোর ৯২/১। ক্রিজে ফাফ ডুপ্লেসি ও বিরাট কোহলি।

RCB vs PBKS Live: বোল্ড হয়ে গেলেন অনুজ রাওয়াত

সপ্তম ওভারে আরসিবি ইনিংসে প্রথম ধাক্কা দিলেন রাহুল চাহার। তাঁর বলে বোল্ড হয়ে গেলেন অনুজ রাওয়াত (Anuj Rawat)। ২০ বলে ২১ রান করে ফিরলেন তিনি। ৮ ওভারের শেষে আরসিবির স্কোর ৫৪/১।

RCB vs PBKS Live: পাওয়ার প্লে-র ৬ ওভারের শেষে আরসিবির স্কোর ৪১/০

সতর্কভাবে ইনিংস শুরু করল আরসিবি। পাওয়ার প্লে-র ৬ ওভারের শেষে তাদের স্কোর ৪১/০।

RCB vs PBKS Live: ২ ওভারের শেষে বিনা উইকেটে ১২ রান তুলল আরসিবি

২ ওভারের শেষে বিনা উইকেটে ১২ রান তুলল আরসিবি। ক্রিজে ফাফ ডুপ্লেসি ও অনুজ রাওয়াত।

RCB vs PBKS Live: আইপিএল অভিষেক হতে চলেছে বাংলার আকাশ দীপের

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে আইপিএল অভিষেক হতে চলেছে বাংলার আকাশ দীপের।

প্রেক্ষাপট

মুম্বই: আইপিএলের (IPL) ইতিহাস ঘাঁটলে দুই দলেরই ভাগ্য একই রেখায় এগিয়ে যেতে দেখা যাবে।


রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) ও পাঞ্জাব কিংস (Punjab Kings)। দুই দলই বারবার তারকা ক্রিকেটারদের নিয়ে দল সাজিয়েছে। কিন্তু ট্রফির হদিশ পাইনি। এক দলে খেলেছেন বিরাট কোহলি (Virat Kohli), এ বি ডিভিলিয়ার্সের মতো মহাতারকা, তো অন্য দলে দেখা গিয়েছে ক্রিস গেল (Chris Gayle), যুবরাজ সিংহদের। তবু, দুই দলের কেউই আইপিএলে কখনও চ্যাম্পিয়ন হতে পারেনি।


অঙ্কটা বদলানোর লক্ষ্যে দুই দলই পনেরোতম আইপিএলে (IPL 15) অভিযান শুরু করছে। এবং টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে একে অপরের মুখোমুখি দুই দল। কি হতে চলেছে ম্যাচে?


এবারের নিলামের আগে মাত্র দুজন ক্রিকেটারকে ধরে রেখেছিল পাঞ্জাব কিংস। ময়ঙ্ক অগ্রবাল ও অর্শদীপ সিংহ। যাঁদের মধ্যে ময়ঙ্ককে নেতৃত্বের দায়িত্ব দিয়েছে। নিলাম থেকে গত বছরের দলের পাঁচজনকে কিনেছে পাঞ্জাব। ছেড়ে দিয়েছে ১৭ জন ক্রিকেটারকে। দলের ব্যাটিংয়ে তিন বিস্ফোরক ব্যাটারকে রেখেছে পাঞ্জাব। শুরুতে শিখর ধবন, মাঝে লিয়াম লিভিংস্টোন ও লোয়ার অর্ডারে ওডেন স্মিথ। তাঁদের থামাতে কড়া পরীক্ষা দিতে হবে আরসিবি বোলারদের।


অন্যদিকে, আরসিবি এবার নতুন অধিনায়ক করেছে ফাফ ডুপ্লেসিকে। কিংগ কোহলি রয়েছেন, তবে সাধারণ ক্রিকেটার হিসাবে। যদিও কোহলি মরিয়া থাকবেন প্রথমবার আইপিএল ট্রফি হাতে তুলতে। আর প্রথম ম্যাচ থেকেই ছাপ ফেলতে। তবে গ্লেন ম্যাক্সওয়েলকে পাবে না আরসিবি। যিনি গতবার একার হাতে বহু ম্যাচের ভাগ্য বদলে দিয়েছিলেন। তাঁকে ছাড়াই প্রথম দুই ম্যাচ খেলতে হবে আরসিবিকে।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.