মুম্বই: আইপিএলে আজ মুখোমুখি বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস। গ্লেন ম্যাক্সওয়েল ও এ বি ডিভিলিয়ার্স, আরসিবি-র দুই বিগহিটারই ছন্দে। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের অপেক্ষাকৃত মন্থর পিচে কতটা মানিয়ে নিতে পারবেন দুই বিদেশি, তার ওপর অনেকটাই দাঁড়িয়ে রয়েছে আরসিবি-র ভাগ্য়।


আইপিএলের ইতিহাসে প্রথমবার শুরুতেই পরপর তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে বিরাট কোহলিরা। যা আরসিবি সমর্থকদের কাছেও স্বস্তির খবর। তবে বিরাটের ব্যাটে এখনও বড় রান নেই। মুম্বইয়ে বড় রান ফিরুক অধিনায়কের ব্যাটে, সেই আশাই করবেন ভক্তরা।


আরসিবি-র সঙ্গে বিস্ফোরক ব্যাটিংয়ে পাল্লা দেওয়ার মতো মশলা মজুত রয়েছে রাজস্থান শিবিরে। ইনিংসের শুরুতেই রয়েছেন বিস্ফোরক ব্যাটিংয়ে সিদ্ধহস্ত জস বাটলার। অধিনায়ক সঞ্জু স্যামসন ফর্মে। টুর্নামেন্টে ইতিমধ্যেই একটি সেঞ্চুরি করে বসে রয়েছেন। ডেভিড মিলার বিশ্বের যে কোনও বোলিং আক্রমণকে ছত্রখান করে দিতে পারেন। সেই সঙ্গে আছেন রিয়ান পরাগের মতো বিগহিটার, ক্রিস মরিসের মতো ব্যাট হাতেও গেমচেঞ্জার। তবে রাজস্থানকে উদ্বেগে রাখবে দলের ধারাবাহিকতার অভাব। চলতি টুর্নামেন্টেই ৮৭/২ থেকে ৯৫/৭ হয়ে যাওয়ার নজির রয়েছে তাদের।


রাজস্থানকে ভোগাচ্ছে চোট-আঘাতও। চোটের জন্য বেন স্টোকস টুর্নামেন্ট থেকেই ছিটকে গিয়েছেন। চোটের জন্য খেলতে পারছেন না জোফ্রা আর্চার। আর এক ইংরেজ তারকা লিয়াম লিভিংস্টোন আবার জৈব সুরক্ষা বলয়ে টানা থাকার ক্লান্তিতে বিধ্বস্ত, ফিরে গিয়েছেন দেশে। তাই নতুন করে অঙ্ক কষতে হচ্ছে রাজস্থান টিম ম্যানেজমেন্টকে। 


সম্ভাব্য দল


রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: বিরাট কোহলি (অধিনায়ক), দেবদত্ত পড়িক্কল, রজত পাতিদার, গ্লেন ম্যাক্সওয়েল, এ বি ডিভিলিয়ার্স (উইকেটকিপার), শাহবাজ আমেদ, কাইল জেমিসন, ওয়াশিংটন সুন্দর, হর্ষল পটেল, মহম্মদ সিরাজ ও যুজবেন্দ্র চাহাল।


রাজস্থান রয়্যালস: জস বাটলার, যশস্বী জয়সবাল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), শিবম দুবে, ডেভিড মিলার, রিয়ান পরাগ, রাহুল তেওয়াটিয়া, ক্রিস মরিস, জয়দেব উনাদকাট, চেতন সাকারিয়া ও মুস্তাফিজুর রহমান।


বড় ধাক্কা খেল শাহরুখের দল, অধিনায়কের ১২ লক্ষ টাকা জরিমানা