RCB Vs RR, IPL 2022 LIVE: ২৯ রানে আরসিবিকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রাজস্থান

Royal Challengers Bangalore Vs Rajasthan Royals: এক দলের ৭ ম্যাচে ১০ পয়েন্ট। অন্য দলের এক ম্যাচ বেশি খেলে ১০ পয়েন্ট। এই অবস্থায় মঙ্গলবার রাজস্থান রয়্যালসের মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

abp ananda Last Updated: 26 Apr 2022 11:15 PM
RCB vs RR Live: ১১৫ রানে অল আউট আরসিবি

১৯.৩ ওভারে ১১৫ রানে অল আউট আরসিবি। ২৯ রানে ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে পৌঁছে গেল রাজস্থান রয়্যালস।

RCB vs RR Live: ম্যাচ জিততে ১৮ বলে চাই ৪২ রান

১৭ ওভারের শেষে আরসিবি ১০৩/৮। ম্যাচ জিততে ১৮ বলে চাই ৪২ রান।

RCB vs RR Live: ১৩ ওভারে আরসিবি ৭২/৬

৬ রানে রান আউট দীনেশ কার্তিক। ১৩ ওভারে আরসিবি ৭২/৬।

RCB vs RR Live: ওপেন করেও রান পেলেন না কোহলি

ইনিংস ওপেন করেও রান পেলেন না কোহলি। ১০ বলে ৯ রান করে প্রসিদ্ধ কৃষ্ণর বলে ফিরলেন। কুলদীপ সেনের এক ওভারে ফিরলেন ফাফ ডুপ্লেসি ও গ্লেন ম্যাক্সওয়েল। ৭ ওভারের শেষে আরসিবি ৩৮/৩।

RCB vs RR Live: ১ ওভারের শেষে আরসিবির স্কোর ৯/০

১ ওভারের শেষে আরসিবির স্কোর ৯/০।

RCB vs RR Live: ঝোড়ো হাফসেঞ্চুরি পরাগের

৩১ বলে অপরাজিত ৫৬ রান রিয়ান পরাগের। হর্ষল পটেলের শেষ ওভারে নিলেন ১৮ রান। রাজস্থান রয়্যালস তুলল ১৪৪/৮।

RCB vs RR Live: ১৬ ওভারের শেষে রাজস্থানের স্কোর ১০৪/৬

১৬ ওভারের শেষে রাজস্থানের স্কোর ১০৪/৬।

RCB vs RR Live: ১১ ওভারের শেষে রাজস্থানের স্কোর ৮৩/৪

১১ ওভারের শেষে রাজস্থানের স্কোর ৮৩/৪।

RCB vs RR Live: ৬ ওভারের শেষে রাজস্থান ৪৩/৩

আর অশ্বিনকে তিন নম্বরে নামিয়ে ফাটকা খেলেছিল রাজস্থান। ৯ বলে ১৭ রান করে ফিরলেন তিনি। ঘাতক মহম্মদ সিরাজ। দুরন্ত ছন্দে থাকা জস বাটলারকে (৮ রান) ফেরালেন জস হ্যাজলউড। ৬ ওভারের শেষে রাজস্থান ৪৩/৩।

RCB vs RR Live: ২ ওভারের শেষে রাজস্থানের স্কোর ১৯/১

মহম্মদ সিরাজের বলে ৭ রান করে ফিরলেন দেবদত্ত পড়িক্কল। ২ ওভারের শেষে রাজস্থানের স্কোর ১৯/১।

RCB vs RR Live: ইনিংস ওপেন করবেন বিরাট

ইনিংস ওপেন করবেন বিরাট, জানিয়ে দিলেন ফাফ ডুপ্লেসি।

RCB vs RR Live: টস জিতে কী বললেন আরসিবি অধিনায়ক ফাফ ডুপ্লেসি?

একশো রানে জিতি বা পাঁচশো রানে হারি, গুরুত্বপূর্ণ হল প্লে অফে পৌঁছতে পারছি কি না, টস জিতে বললেন আরসিবি অধিনায়ক ফাফ ডুপ্লেসি।

প্রেক্ষাপট

পুণে: এক দলের ৭ ম্যাচে ১০ পয়েন্ট। অন্য দলের এক ম্যাচ বেশি খেলে ১০ পয়েন্ট। এই অবস্থায় মঙ্গলবার রাজস্থান রয়্যালসের মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RR vs RCB)। যারা জিতবে, প্লে অফের দৌড়ে এগিয়ে যাবে। গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে ২ পয়েন্ট।


প্রথম আইপিএল (IPL) থেকে চলে আসছে এই ছবি। বরাবর তারকাখচিত দল গড়েছে। তার পরেও পয়েন্ট টেবিলে তলিয়ে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। বিরাট কোহলি (Virat Kohli), ক্রিস গেল, এ বি ডিভিলিয়ার্সদের মতো মহাতারকাও সেই ছবি বদলাতে পারেননি। আইপিএলে ট্রফি শূন্যই থেকেছে আরসিবি।


হায়দরাবাদ-ধাক্কা


চলতি আইপিএলে অবশ্য ফাফ ডুপ্লেসির নেতৃত্বে শুরুটা খারাপ করেনি আরসিবি। প্রথম সাত ম্যাচের মধ্যে পাঁচটি জিতে প্লে অফের দৌড়ে ভাল মতোই ছিল। কিন্তু কোহলিদের শিবিরে অভিশাপ হয়ে আছড়ে পড়েছে সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ। যে ম্যাচে মাত্র ৬৮ রানে অল আউট হয়ে গিয়েছিল তারকা সমৃদ্ধ ব্যাটিং লাইন আপ। সেই ধাক্কা কাটিয়ে ফের ছন্দে ফেরাই আপাতত আরসিবি-র সবচেয়ে বড় চ্যালেঞ্জ।


প্রমাণ করার মঞ্চ


এই পরিস্থিতিতে আজ, মঙ্গলবার রাজস্থান রয়্যালসের মুখোমুখি আরসিবি। যারা একটি ম্যাচ কম খেলে ১০ পয়েন্ট নিয়ে তালিকায় তিন নম্বরে রয়েছে। এই ম্যাচে বিরাটদের সবচেয়ে বড় কাঁটা হয়ে হাজির হতে পারেন যুজবেন্দ্র চাহাল।


দু'দলের প্রথম সাক্ষাতে অবশ্য রাজস্থান রয়্যালসকে হারিয়েছিল আরসিবি। ১৭০ রান তাড়া করে জিতেছিলেন ডুপ্লেসিরা। সেই হারের প্রতিশোধ নিতে মরিয়া থাকবেন সঞ্জু স্যামসনরা। যে ম্যাচ আবার রাজস্থানের দুই তারকার জবাব দেওয়ার মঞ্চ। দেবদত্ত পড়িক্কল ও চাহাল। দুজনই গত মরসুম পর্যন্ত আরসিবির ক্রিকেটারক ছিলেন। কিন্তু তাঁদের ছেড়ে দিয়েছিল আরসিবি। নিলাম থেকে দলে ফেরানোরও কোনও আগ্রহ দেখানো হয়নি। দুই তারকাই প্রমাণ করতে চাইবেন যে, সেই সিদ্ধান্ত ভুল ছিল আরসিবির।


বাদ পড়বেন অনুজ?


অন্যদিকে রাজস্থান রয়্যালসের হয়ে গত মরসুমে আইপিএল খেলা ক্রিকেটারক অনুজ রাওয়ার এবার আরসিবি শিবিরে। কিন্তু তিনি ছন্দ হাতড়ে বেড়াচ্ছেন। মঙ্গলবারের ম্য়াচে বাদও পড়তে পারেন।


ছন্দে নেই বিরাট কোহলিও। পরপর দুই ম্যাচে শূন্য রানে ফিরেছেন। হায়দরাবাদের বিরুদ্ধে হারের পর তিনি ব্রায়ান লারার সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন। কিংবদন্তির টিপস মেনে কোহলি ফর্মে ফিরতে পারেন কি না, দেখার অপেক্ষায় কোটি কোটি ভক্তরা।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.