RCB vs SRH, IPL 2022 Live: ১২ ওভার বাকি থাকতেই আরসিবি-কে ৯ উইকেটে হারিয়ে দিল হায়দরাবাদ

Royal Challengers Bangalore vs Sunrisers Hyderbad Live: আজ আইপিএল-এ পয়েন্ট তালিকায় তিন নম্বরে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সামনে পাঁচ নম্বরে থাকা সানরাইজার্স হায়দরাবাদ।

abp ananda Last Updated: 23 Apr 2022 10:02 PM
RCB vs SRH Live Updates: ৯ উইকেটে জয় হায়দরাবাদের

মাত্র ৮ ওভারেই ৭২ রান তুলে ১২ ওভার বাকি থাকতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৯ উইকেটে হারিয়ে দিল সানরাইজার্স হায়দরাবাদ। ৪৭ রান করে হর্ষল পটেলের বলে অনুজ রাওয়াতের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান অভিষেক শর্মা। ১৬ রানে অপরাজিত থাকেন কেন উইলিয়ামসন। ৭ রানে অপরাজিত থাকেন রাহুল ত্রিপাঠি।

IPL 2022, RCB vs SRH Live: প্রথম উইকেট পেল আরসিবি

৪৭ রান করে আউট অভিষেক শর্মা। প্রথম উইকেট পেল আরসিবি। জয়ের পথে সানরাইজার্স হায়দরাবাদ।

RCB vs SRH Live Updates: জয়ের পথে হায়দরাবাদ

৪ ওভারেই ৩৩ রান তুলে ফেলল সানরাইজার্স হায়দরাবাদ। সহজ জয়ের পথে কেন উইলিয়ামসনের দল।

IPL 2022, RCB vs SRH Live: ৬৮ রানে অলআউট আরসিবি

৬৮ রানে এলআউট হয়ে গেল আরসিবি। মাত্র ৬৯ রান করলেই জয় পাবে হায়দরাবাদ।

RCB vs SRH Live Updates: আরসিবি ৬৫/৯

৮ রান করে আউট ওয়ানিন্দু হসারঙ্গা। ৬৫ রানে ৯ উইকেট হারাল আরসিবি।

IPL 2022, RCB vs SRH Live: ৮ উইকেট হারাল আরসিবি

৫৫ রানে ৮ উইকেট হারাল আরসিবি। ৪ রান করে ফিরে গেলেন হর্ষল পটেল।

RCB vs SRH Live Updates: ১০ ওভারে আরসিবি ৪৯/৭

১০ ওভারের শেষে আরসিবি-র স্কোর ৭ উইকেটে ৪৯। ক্রিজে ওয়ানিন্দু হসারাঙ্গা ও হর্ষল পটেল।

IPL 2022, RCB vs SRH Live: ৪৯ রানে ৭ উইকেট আরসিবি-র

৭ রান করে ফিরে গেলেন উমরান মালিক। ৪৯ রানে ৭ উইকেট হারাল আরসিবি।

প্রেক্ষাপট

মুম্বই: আইপিএল-এ (IPL 2022) আজ দিনের দ্বিতীয় ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) মুখোমুখি হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করছে আরসিবি। শুরুতেই চার উইকেট হারিয়ে চাপে আরসিবি। 


আজ ওপেন করতে নেমে শুরুতেই ফিরে যান আরসিবি অধিনায়ক ফাফ দু প্লেসি (৫)। কোনও রান না করেই ফিরে যান বিরাট কোহলি। এরপর অনুজ রাওয়াতও কোনও রান না করেই ফিরে যান। গ্লেন ম্যাক্সওয়েল করেন ১২ রান। সূযশ প্রভুদেশাই করেন ১৫ রান। ৪৭ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় আরসিবি। 


আরসিবি-র প্রথম একাদশ- ফাফ দু প্লেসি (অধিনায়ক), অনুজ রাওয়াত, বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, সূযশ প্রভুদেশাই, শাহবাজ আহমেদ, দীনেশ কার্তিক, ওয়ানিন্দু হসারাঙ্গা, হর্ষল পটেল, জশ হ্যাজেলউড ও মহম্মদ সিরাজ।


হায়দরাবাদের প্রথম একাদশ-অভিষেক শর্মা, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রাহুল ত্রিপাঠি, এইডেন মার্করাম, নিকোলাস পুরান, শশাঙ্ক সিংহ, জগদীশা সুচিত, ভুবনেশ্বর কুমার, মার্কো জ্যানসেন, উমরান মালিক ও টি নটরাজন।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.